ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo লক্ষ্মীপুরে শিক্ষার্থীকে হয়রানির অভিযোগে উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে Logo চাকসুতে জয় পেলেন সাদিক কায়েমের ভাই আয়াজ Logo একমত হওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানাল জামায়াত Logo আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, দেখবেন যেভাবে Logo জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে না ৪ দল Logo ভোট কারচুপি হলে বাংলাদেশ অচল করে দেবে ছাত্রদল: রাকিব Logo চাকসুতে ভিপি-জিএসসহ ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয়,১টিতে ছাত্রদলের Logo জুলাই সনদে স্বাক্ষর শুক্রবার, ফেব্রুয়ারিতে নির্বাচন: প্রধান উপদেষ্টা Logo ‘পিআর পদ্ধতি সংযোজন ও গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া জরুরি’ Logo শিক্ষকের উপর পুলিশী হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সৌদি আরবে ৭ দিনে গ্রেপ্তার ১৭৬১৬

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০৯:২৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
  • 162

সৌদি আরবে ৭ দিনে গ্রেপ্তার ১৭৬১৬

সৌদি আরবে ১৫ থেকে ২১ আগস্ট পর্যন্ত ১৭ হাজার ৬১৬ অবৈধ বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালিত দেশব্যাপী পরিদর্শন অভিযানের ধারাবাহিকতায় তাদের গ্রেপ্তার করা হয়। গালফ নিউজ রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ হাজার ২২ জন রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী, চার হাজার ২১৬ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী এবং দুই হাজার ৩৭৮ জন শ্রম আইন লঙ্ঘন করেছে।

বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা জড়িত যৌথ নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮৮৩ জন সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে, যার মধ্যে ৪১ শতাংশ ইয়েমেনি নাগরিক, ৫৮ শতাংশ ইথিওপীয় এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এ ছাড়া ৬৮ জনকে অবৈধভাবে সৌদি আরব ত্যাগ করার চেষ্টার সময় গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে কর্তৃপক্ষ আইন লঙ্ঘন করে পরিবহন, আশ্রয় ও নিয়োগের অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে।

বর্তমানে ১৩ হাজার ৪৭১ জন পুরুষ, এক হাজার ৭১ জন নারীসহ ১৪ হাজার ৫৪২ জন প্রবাসী আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এ ছাড়া ইতিমধ্যে পাঁচ হাজার ৯২৬ জন লঙ্ঘনকারীকে ভ্রমণ নথির জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে, দুই হাজার ৭০ জন ভ্রমণ রিজার্ভেশন প্রক্রিয়া সম্পন্ন করছে এবং ১৩ হাজার ৯৫২ জনকে নির্বাসিত করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, কেউ দেশে অবৈধ প্রবেশ, পরিবহন বা অননুমোদিত ব্যক্তিদের আশ্রয়ে সহায়তা করলে ১৫ বছর পর্যন্ত জেল এবং এক মিলিয়ন সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এই ধরনের কার্যকলাপে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে।

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে শিক্ষার্থীকে হয়রানির অভিযোগে উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে

সৌদি আরবে ৭ দিনে গ্রেপ্তার ১৭৬১৬

আপডেট সময় ০৯:২৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪

সৌদি আরবে ১৫ থেকে ২১ আগস্ট পর্যন্ত ১৭ হাজার ৬১৬ অবৈধ বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালিত দেশব্যাপী পরিদর্শন অভিযানের ধারাবাহিকতায় তাদের গ্রেপ্তার করা হয়। গালফ নিউজ রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ হাজার ২২ জন রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী, চার হাজার ২১৬ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী এবং দুই হাজার ৩৭৮ জন শ্রম আইন লঙ্ঘন করেছে।

বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা জড়িত যৌথ নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮৮৩ জন সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে, যার মধ্যে ৪১ শতাংশ ইয়েমেনি নাগরিক, ৫৮ শতাংশ ইথিওপীয় এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এ ছাড়া ৬৮ জনকে অবৈধভাবে সৌদি আরব ত্যাগ করার চেষ্টার সময় গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে কর্তৃপক্ষ আইন লঙ্ঘন করে পরিবহন, আশ্রয় ও নিয়োগের অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে।

বর্তমানে ১৩ হাজার ৪৭১ জন পুরুষ, এক হাজার ৭১ জন নারীসহ ১৪ হাজার ৫৪২ জন প্রবাসী আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এ ছাড়া ইতিমধ্যে পাঁচ হাজার ৯২৬ জন লঙ্ঘনকারীকে ভ্রমণ নথির জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে, দুই হাজার ৭০ জন ভ্রমণ রিজার্ভেশন প্রক্রিয়া সম্পন্ন করছে এবং ১৩ হাজার ৯৫২ জনকে নির্বাসিত করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, কেউ দেশে অবৈধ প্রবেশ, পরিবহন বা অননুমোদিত ব্যক্তিদের আশ্রয়ে সহায়তা করলে ১৫ বছর পর্যন্ত জেল এবং এক মিলিয়ন সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এই ধরনের কার্যকলাপে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে।