ঢাকা ০৬:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ৩০ জুলাই ফেসবুকে‘প্রোফাইল লাল’করে প্রতিবাদ Logo তিস্তার পানি বিপদসীমা ছাড়িয়েছে: বন্যা আতঙ্কে স্থানীয়রা Logo দেশ থেকে পালিয়েছে হাসিনা—কারাগারে মিষ্টি বিক্রেতার মুখে খবর, বাঁধে উল্লাস – উদযাপন Logo বিচার বিভাগের পদ সৃজনের ক্ষমতা এখন সুপ্রিম কোর্টের Logo নাটোরে জুলাই অভ্যুত্থানে বর্ষপূর্তিতে ৫ আগস্ট গণ মিছিল করবে জামায়াত Logo এবার মসজিদের বরাদ্দকৃত টাকা আত্মসাতের অভিযোগ সমন্বয়ক আমানের বিরুদ্ধে Logo ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পরই রাশিয়ায় আঘাতহানে সুনামি, ২ দেশে সতর্কতা Logo নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কহার নিয়ে তৃতীয় দফায় বৈঠক Logo সিরাজগঞ্জে বাসের ধাক্কায় ৪ বছরের শিশু নিহত

বাগেরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে-জামায়াত

শনিবার (২৪ আগস্ট)  বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলার আয়োজনে দশানী মোড় এলাকায় বিকেলে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও শহিদদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান  করা হয়।  এসময়  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকায় গুলিতে নিহত বাগেরহাট জেলার পাঁচ শহীদ সাব্বির ইসলাম শাকিব, বিপ্লব শেখ, মাহফুজুর রহমান, আলিফ আহম্মেদ সিয়াম এবং আলমগীর মোল্লার পরিবারের সদস্যদের মধ্যে নগদ দুই লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা  অর্থ সহায়তা প্রদান করে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলার

অনুষ্ঠানে  প্রধান অতিথি বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া মোহাম্মাদ গোলাম পরোয়ার বলেন, “ছাত্রদের রক্তের বিনিময়ে যে গণ অভ্যুত্থান হয়েছে, তার ফলস্বরূপ আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। বর্তমানে দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এবং জামায়াতে ইসলামী এই সরকারকে রাষ্ট্র বিনির্মাণে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে।

অধ্যাপক গোলাম পরোয়ার আরও বলেন, “৫ আগস্ট বিকালে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে যে অগ্নিসন্ত্রাস, দখলসহ সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠান, বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে, তার জন্য আওয়ামী লীগের সন্ত্রাসীরাই দায়ী। আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পাহারার ব্যবস্থা করেছি, যাতে অপশক্তি আর কোন হামলা করতে না পারে। সব ধর্মের মানুষকে একত্রিত হয়ে নতুন করে দেশটাকে গড়ে তুলতে হবে।

বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী আব্দুল খালেক, খুলনা মহানগরীর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা মহানগরীর সাবেক আমির মাওলানা আবুল কালাম আজাদ, বাগেরহাট জেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ মশিউর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাডভোকেট শেখ মো. ইউনুস আলী, জেলা জামায়াতের নায়েবে আমির এ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, জেলা জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলিম, অধ্যাপক ইকবাল হোসাইন, মিজানুর রহমান মল্লিক, এবং জেলা ছাত্র শিবিরের সভাপতি নাজমুল হাসান সাইফ প্রমুখ।

এসময় বক্তারা বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মত্যাগের জন্য পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।

এ সময় বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সব দলকে একত্রিত হয়ে দেশ গঠনে কাজ করতে হবে এবং নতুন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। দেশকে একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অবস্থানে নিয়ে যেতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারা।

জনপ্রিয় সংবাদ

৩০ জুলাই ফেসবুকে‘প্রোফাইল লাল’করে প্রতিবাদ

বাগেরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে-জামায়াত

আপডেট সময় ০৯:৩৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪

শনিবার (২৪ আগস্ট)  বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলার আয়োজনে দশানী মোড় এলাকায় বিকেলে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও শহিদদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান  করা হয়।  এসময়  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকায় গুলিতে নিহত বাগেরহাট জেলার পাঁচ শহীদ সাব্বির ইসলাম শাকিব, বিপ্লব শেখ, মাহফুজুর রহমান, আলিফ আহম্মেদ সিয়াম এবং আলমগীর মোল্লার পরিবারের সদস্যদের মধ্যে নগদ দুই লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা  অর্থ সহায়তা প্রদান করে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলার

অনুষ্ঠানে  প্রধান অতিথি বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া মোহাম্মাদ গোলাম পরোয়ার বলেন, “ছাত্রদের রক্তের বিনিময়ে যে গণ অভ্যুত্থান হয়েছে, তার ফলস্বরূপ আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। বর্তমানে দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এবং জামায়াতে ইসলামী এই সরকারকে রাষ্ট্র বিনির্মাণে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে।

অধ্যাপক গোলাম পরোয়ার আরও বলেন, “৫ আগস্ট বিকালে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে যে অগ্নিসন্ত্রাস, দখলসহ সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠান, বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে, তার জন্য আওয়ামী লীগের সন্ত্রাসীরাই দায়ী। আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পাহারার ব্যবস্থা করেছি, যাতে অপশক্তি আর কোন হামলা করতে না পারে। সব ধর্মের মানুষকে একত্রিত হয়ে নতুন করে দেশটাকে গড়ে তুলতে হবে।

বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী আব্দুল খালেক, খুলনা মহানগরীর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা মহানগরীর সাবেক আমির মাওলানা আবুল কালাম আজাদ, বাগেরহাট জেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ মশিউর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাডভোকেট শেখ মো. ইউনুস আলী, জেলা জামায়াতের নায়েবে আমির এ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, জেলা জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলিম, অধ্যাপক ইকবাল হোসাইন, মিজানুর রহমান মল্লিক, এবং জেলা ছাত্র শিবিরের সভাপতি নাজমুল হাসান সাইফ প্রমুখ।

এসময় বক্তারা বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মত্যাগের জন্য পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।

এ সময় বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সব দলকে একত্রিত হয়ে দেশ গঠনে কাজ করতে হবে এবং নতুন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। দেশকে একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অবস্থানে নিয়ে যেতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারা।