ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

বাগেরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে-জামায়াত

শনিবার (২৪ আগস্ট)  বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলার আয়োজনে দশানী মোড় এলাকায় বিকেলে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও শহিদদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান  করা হয়।  এসময়  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকায় গুলিতে নিহত বাগেরহাট জেলার পাঁচ শহীদ সাব্বির ইসলাম শাকিব, বিপ্লব শেখ, মাহফুজুর রহমান, আলিফ আহম্মেদ সিয়াম এবং আলমগীর মোল্লার পরিবারের সদস্যদের মধ্যে নগদ দুই লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা  অর্থ সহায়তা প্রদান করে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলার

অনুষ্ঠানে  প্রধান অতিথি বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া মোহাম্মাদ গোলাম পরোয়ার বলেন, “ছাত্রদের রক্তের বিনিময়ে যে গণ অভ্যুত্থান হয়েছে, তার ফলস্বরূপ আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। বর্তমানে দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এবং জামায়াতে ইসলামী এই সরকারকে রাষ্ট্র বিনির্মাণে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে।

অধ্যাপক গোলাম পরোয়ার আরও বলেন, “৫ আগস্ট বিকালে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে যে অগ্নিসন্ত্রাস, দখলসহ সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠান, বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে, তার জন্য আওয়ামী লীগের সন্ত্রাসীরাই দায়ী। আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পাহারার ব্যবস্থা করেছি, যাতে অপশক্তি আর কোন হামলা করতে না পারে। সব ধর্মের মানুষকে একত্রিত হয়ে নতুন করে দেশটাকে গড়ে তুলতে হবে।

বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী আব্দুল খালেক, খুলনা মহানগরীর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা মহানগরীর সাবেক আমির মাওলানা আবুল কালাম আজাদ, বাগেরহাট জেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ মশিউর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাডভোকেট শেখ মো. ইউনুস আলী, জেলা জামায়াতের নায়েবে আমির এ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, জেলা জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলিম, অধ্যাপক ইকবাল হোসাইন, মিজানুর রহমান মল্লিক, এবং জেলা ছাত্র শিবিরের সভাপতি নাজমুল হাসান সাইফ প্রমুখ।

এসময় বক্তারা বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মত্যাগের জন্য পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।

এ সময় বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সব দলকে একত্রিত হয়ে দেশ গঠনে কাজ করতে হবে এবং নতুন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। দেশকে একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অবস্থানে নিয়ে যেতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারা।

জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

বাগেরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে-জামায়াত

আপডেট সময় ০৯:৩৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪

শনিবার (২৪ আগস্ট)  বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলার আয়োজনে দশানী মোড় এলাকায় বিকেলে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও শহিদদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান  করা হয়।  এসময়  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকায় গুলিতে নিহত বাগেরহাট জেলার পাঁচ শহীদ সাব্বির ইসলাম শাকিব, বিপ্লব শেখ, মাহফুজুর রহমান, আলিফ আহম্মেদ সিয়াম এবং আলমগীর মোল্লার পরিবারের সদস্যদের মধ্যে নগদ দুই লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা  অর্থ সহায়তা প্রদান করে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলার

অনুষ্ঠানে  প্রধান অতিথি বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া মোহাম্মাদ গোলাম পরোয়ার বলেন, “ছাত্রদের রক্তের বিনিময়ে যে গণ অভ্যুত্থান হয়েছে, তার ফলস্বরূপ আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। বর্তমানে দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এবং জামায়াতে ইসলামী এই সরকারকে রাষ্ট্র বিনির্মাণে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে।

অধ্যাপক গোলাম পরোয়ার আরও বলেন, “৫ আগস্ট বিকালে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে যে অগ্নিসন্ত্রাস, দখলসহ সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠান, বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে, তার জন্য আওয়ামী লীগের সন্ত্রাসীরাই দায়ী। আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পাহারার ব্যবস্থা করেছি, যাতে অপশক্তি আর কোন হামলা করতে না পারে। সব ধর্মের মানুষকে একত্রিত হয়ে নতুন করে দেশটাকে গড়ে তুলতে হবে।

বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী আব্দুল খালেক, খুলনা মহানগরীর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা মহানগরীর সাবেক আমির মাওলানা আবুল কালাম আজাদ, বাগেরহাট জেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ মশিউর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাডভোকেট শেখ মো. ইউনুস আলী, জেলা জামায়াতের নায়েবে আমির এ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, জেলা জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলিম, অধ্যাপক ইকবাল হোসাইন, মিজানুর রহমান মল্লিক, এবং জেলা ছাত্র শিবিরের সভাপতি নাজমুল হাসান সাইফ প্রমুখ।

এসময় বক্তারা বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মত্যাগের জন্য পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।

এ সময় বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সব দলকে একত্রিত হয়ে দেশ গঠনে কাজ করতে হবে এবং নতুন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। দেশকে একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অবস্থানে নিয়ে যেতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারা।