ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যরাতে মোটরসাইকেল ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের Logo কলকাতায় ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর Logo জিয়াউর রহমানকে ‘নব্য রাজাকার’ আখ্যা দেওয়া নাজমীসহ ২৯ কর্মকর্তার অস্ট্রেলিয়া ভ্রমণ বাতিল Logo একাত্তরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে: মির্জা ফখরুল Logo নাটোরে জামায়াত কর্মীকে মারধর করে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ Logo জাকসু নির্বাচনে শিবিরের প‍্যানেল ঘোষণা, ভিপি আরিফুল্লাহ, জিএস মাজহার Logo ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, পরবর্তী সরকারের কোনো পদে আমি থাকব না’ Logo সাদাপাথর লুটে সম্পৃক্ত ৫২ ব্যক্তির নাম প্রকাশ দুদকের Logo নিউজ কাভারে পুলিশি বাধা, লকাবে সাংবাদিক Logo হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাইদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি অভিযোগ

বাগেরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে-জামায়াত

শনিবার (২৪ আগস্ট)  বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলার আয়োজনে দশানী মোড় এলাকায় বিকেলে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও শহিদদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান  করা হয়।  এসময়  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকায় গুলিতে নিহত বাগেরহাট জেলার পাঁচ শহীদ সাব্বির ইসলাম শাকিব, বিপ্লব শেখ, মাহফুজুর রহমান, আলিফ আহম্মেদ সিয়াম এবং আলমগীর মোল্লার পরিবারের সদস্যদের মধ্যে নগদ দুই লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা  অর্থ সহায়তা প্রদান করে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলার

অনুষ্ঠানে  প্রধান অতিথি বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া মোহাম্মাদ গোলাম পরোয়ার বলেন, “ছাত্রদের রক্তের বিনিময়ে যে গণ অভ্যুত্থান হয়েছে, তার ফলস্বরূপ আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। বর্তমানে দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এবং জামায়াতে ইসলামী এই সরকারকে রাষ্ট্র বিনির্মাণে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে।

অধ্যাপক গোলাম পরোয়ার আরও বলেন, “৫ আগস্ট বিকালে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে যে অগ্নিসন্ত্রাস, দখলসহ সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠান, বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে, তার জন্য আওয়ামী লীগের সন্ত্রাসীরাই দায়ী। আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পাহারার ব্যবস্থা করেছি, যাতে অপশক্তি আর কোন হামলা করতে না পারে। সব ধর্মের মানুষকে একত্রিত হয়ে নতুন করে দেশটাকে গড়ে তুলতে হবে।

বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী আব্দুল খালেক, খুলনা মহানগরীর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা মহানগরীর সাবেক আমির মাওলানা আবুল কালাম আজাদ, বাগেরহাট জেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ মশিউর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাডভোকেট শেখ মো. ইউনুস আলী, জেলা জামায়াতের নায়েবে আমির এ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, জেলা জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলিম, অধ্যাপক ইকবাল হোসাইন, মিজানুর রহমান মল্লিক, এবং জেলা ছাত্র শিবিরের সভাপতি নাজমুল হাসান সাইফ প্রমুখ।

এসময় বক্তারা বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মত্যাগের জন্য পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।

এ সময় বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সব দলকে একত্রিত হয়ে দেশ গঠনে কাজ করতে হবে এবং নতুন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। দেশকে একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অবস্থানে নিয়ে যেতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারা।

জনপ্রিয় সংবাদ

মধ্যরাতে মোটরসাইকেল ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

বাগেরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে-জামায়াত

আপডেট সময় ০৯:৩৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪

শনিবার (২৪ আগস্ট)  বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলার আয়োজনে দশানী মোড় এলাকায় বিকেলে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও শহিদদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান  করা হয়।  এসময়  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকায় গুলিতে নিহত বাগেরহাট জেলার পাঁচ শহীদ সাব্বির ইসলাম শাকিব, বিপ্লব শেখ, মাহফুজুর রহমান, আলিফ আহম্মেদ সিয়াম এবং আলমগীর মোল্লার পরিবারের সদস্যদের মধ্যে নগদ দুই লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা  অর্থ সহায়তা প্রদান করে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলার

অনুষ্ঠানে  প্রধান অতিথি বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া মোহাম্মাদ গোলাম পরোয়ার বলেন, “ছাত্রদের রক্তের বিনিময়ে যে গণ অভ্যুত্থান হয়েছে, তার ফলস্বরূপ আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। বর্তমানে দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এবং জামায়াতে ইসলামী এই সরকারকে রাষ্ট্র বিনির্মাণে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে।

অধ্যাপক গোলাম পরোয়ার আরও বলেন, “৫ আগস্ট বিকালে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে যে অগ্নিসন্ত্রাস, দখলসহ সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠান, বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে, তার জন্য আওয়ামী লীগের সন্ত্রাসীরাই দায়ী। আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পাহারার ব্যবস্থা করেছি, যাতে অপশক্তি আর কোন হামলা করতে না পারে। সব ধর্মের মানুষকে একত্রিত হয়ে নতুন করে দেশটাকে গড়ে তুলতে হবে।

বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী আব্দুল খালেক, খুলনা মহানগরীর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা মহানগরীর সাবেক আমির মাওলানা আবুল কালাম আজাদ, বাগেরহাট জেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ মশিউর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাডভোকেট শেখ মো. ইউনুস আলী, জেলা জামায়াতের নায়েবে আমির এ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, জেলা জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলিম, অধ্যাপক ইকবাল হোসাইন, মিজানুর রহমান মল্লিক, এবং জেলা ছাত্র শিবিরের সভাপতি নাজমুল হাসান সাইফ প্রমুখ।

এসময় বক্তারা বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মত্যাগের জন্য পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।

এ সময় বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সব দলকে একত্রিত হয়ে দেশ গঠনে কাজ করতে হবে এবং নতুন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। দেশকে একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অবস্থানে নিয়ে যেতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারা।