ঢাকা ০১:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাকসুতে হেরে যাওয়া ছাত্রদল প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীদের শিবিরের সঙ্গীতকে কটাক্ষ করে নাচ Logo দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি Logo দ্য নিউজের সাংবাদিক ইমরানকে প্রাণনাশের হুমকি Logo দেশ জুড়ে এসব অগ্নিকাণ্ডের ঘটনা পূর্বপরিকল্পিত: মির্জা ফখরুল Logo চট্রগ্রাম বন্দরে ১২০০ টন কাচামাল নিয়ে জাহাজডুবি Logo রিশাদের রেকর্ড বোলিংয়ে মিরপুরে বাংলাদেশের বড় জয় Logo মৌলভীবাজারে এম নাসের রহমানের নির্বাচনী গণসংযোগ শুরু Logo একাত্তরের শহিদ আবদুর রবের কবর জিয়ারত করলেন চাকসুর ভিপি-জিএসরা Logo ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে সালাহউদ্দিনের বক্তব্যের প্রতিবাদ জানালেন জামায়াত আমির Logo ‘শহীদ মুগ্ধের বাবা ও আতিকুলকে চেনেন না, তিনি শুধু চিনেন এস আলমের গাড়ি

গোসল শেষে আবার অজু করতে হবে কি?

মহান রাব্বুল আলামিন পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন (সুরা তাওবা, আয়াত: ১০৮)।

গোসল শেষে আবার অজু করতে হবে কি?

গোসলের ক্ষেত্রে কুলি করা, নাকি পানি দেয়া ও সারা শরীর ভালোভাবে ধৌত করতে হয়। এ ক্ষেত্রে ফরজ গোসলের সময় নাকে পানি না পৌঁছলে বা কুলি না করলে সঠিকভাবে ফরজ গোসল হয় না।
এরকম নানান প্রশ্ন মানুষের মনে জন্মে, আসুন আমরা জেনেনি গোসলের পরে অজু করতে হয় কি না?

আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) ইরশাদ করেছেন- যখন কোনো মুসলিম অথবা মুমিন বান্দা অজু করে আর সে তার মুখ ধৌত করে, তখন অজুর পানি অথবা অজুর পানির শেষ ফোটার সঙ্গে সঙ্গে তার চেহারা থেকে সব গুনাহ বের হয়ে যায়। যা সে তার দু’চোখ দিয়ে দেখেছিল। আর যখন সে তার দু’হাত ধৌত করে তখন অজুর পানি বা অজুর পানির শেষ ফোটার সঙ্গে সঙ্গে তার উভয় হাত থেকে সকল গুনাহ বের হয়ে যায়, যা সে হাত দিয়ে ধরেছিল, এমনকি শেষ পর্যন্ত সে তার গুনাহ থেকে পাক হয়ে যায়। (তিরমিজী, হাদিস: ২, সহিহ মুসলিম, হাদিস: ৪৭০)

হাদিস অনুযায়ী, গোসলের পর নতুন করে অজু করার প্রয়োজন নেই। কারণ, অজুর সময় যেসব অঙ্গ ধৌত করতে হয় সেগুলো গোসলের সময় ধোয়া হয়ে যায়। খোদ রাসুল (সা.) ও গোসল শেষে অজু করতেন না। আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের পর অজু করতেন না। (সুনান আন নাসায়ী, ৪৩০; তিরমিজী, হাদিস: ১০৭)

আয়েশা (রা.) থেকে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে, রাসুল (সা.) গোসলের পর নামাজ বা অন্যান্য ইবাদাতের জন্য নতুন করে অজু করতেন না। (মেশকাত, হাদিস: ৪৪৫)

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাকসুতে হেরে যাওয়া ছাত্রদল প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীদের শিবিরের সঙ্গীতকে কটাক্ষ করে নাচ

গোসল শেষে আবার অজু করতে হবে কি?

আপডেট সময় ০৮:৪৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪

মহান রাব্বুল আলামিন পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন (সুরা তাওবা, আয়াত: ১০৮)।

গোসল শেষে আবার অজু করতে হবে কি?

গোসলের ক্ষেত্রে কুলি করা, নাকি পানি দেয়া ও সারা শরীর ভালোভাবে ধৌত করতে হয়। এ ক্ষেত্রে ফরজ গোসলের সময় নাকে পানি না পৌঁছলে বা কুলি না করলে সঠিকভাবে ফরজ গোসল হয় না।
এরকম নানান প্রশ্ন মানুষের মনে জন্মে, আসুন আমরা জেনেনি গোসলের পরে অজু করতে হয় কি না?

আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) ইরশাদ করেছেন- যখন কোনো মুসলিম অথবা মুমিন বান্দা অজু করে আর সে তার মুখ ধৌত করে, তখন অজুর পানি অথবা অজুর পানির শেষ ফোটার সঙ্গে সঙ্গে তার চেহারা থেকে সব গুনাহ বের হয়ে যায়। যা সে তার দু’চোখ দিয়ে দেখেছিল। আর যখন সে তার দু’হাত ধৌত করে তখন অজুর পানি বা অজুর পানির শেষ ফোটার সঙ্গে সঙ্গে তার উভয় হাত থেকে সকল গুনাহ বের হয়ে যায়, যা সে হাত দিয়ে ধরেছিল, এমনকি শেষ পর্যন্ত সে তার গুনাহ থেকে পাক হয়ে যায়। (তিরমিজী, হাদিস: ২, সহিহ মুসলিম, হাদিস: ৪৭০)

হাদিস অনুযায়ী, গোসলের পর নতুন করে অজু করার প্রয়োজন নেই। কারণ, অজুর সময় যেসব অঙ্গ ধৌত করতে হয় সেগুলো গোসলের সময় ধোয়া হয়ে যায়। খোদ রাসুল (সা.) ও গোসল শেষে অজু করতেন না। আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের পর অজু করতেন না। (সুনান আন নাসায়ী, ৪৩০; তিরমিজী, হাদিস: ১০৭)

আয়েশা (রা.) থেকে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে, রাসুল (সা.) গোসলের পর নামাজ বা অন্যান্য ইবাদাতের জন্য নতুন করে অজু করতেন না। (মেশকাত, হাদিস: ৪৪৫)