ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মৌলভীবাজারে ভয়াবহ বন্যায় জামায়াতের জরুরি হেল্পলাইন চালু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:২৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
  • 144

টানা ও ভারতের উজানে পানির ঢল নামায় মৌলভীবাজার জেলা ভয়াবহ বন্যার আশঙ্কায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর জন্য হেল্পলাইন চালু করেছে বাংলাদেশ মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামী।

বুধবার (২১ আগস্ট) রাতে জেলা জামায়াত এক সংবাদ বিজ্ঞপ্তিরতে বলেন, যেসব এলাকায় পানি বিপৎসীমায় আছে, সেসব এলাকায় আরো অধিক সতর্ক থাকা ও রাতজেগে পাহারা দেওয়া, বিশেষ করে জেলার প্রাণকেন্দ্র মৌলভীবাজার পৌরসভার সেন্ট্রাল রোডে জনগণকে সঙ্গে নিয়ে জামায়াত ও ছাত্রশিবিরের সর্বস্তরের জনশক্তি সারা রাত পাহারা দেওয়া হবে। জেলা জামায়াত নেতারা মহান আল্লাহর দরবারে এই আশঙ্কাজনক পরিস্থিতি থেকে সহজে উত্তরণ করার জন্য কায়মনো বাক্যে দোয়া করেন।

জেলা আমিরে জামাত মো. শাহেদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলীর পরিচালনায় রাত ৯টা ৩০ মিনিটে অনলাইনে এক বিশেষ জেলা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য সৈয়দ তারেকুল হামিদ, বড়লেখা উপজেলা আমির এমদাদুল ইসলাম, নায়েবে আমির মো.ফয়সল আহমদ জুড়ী উপজেলা আমির হাফেজ নাজমুল ইসলাম কুলাউড়া উপজেলা আমির আব্দুল হামিদ খান, সেক্রেটারি আব্দুল মুনতাজিম, রাজনগর উপজেলা আমির আবুর রাইয়ান শাহীন, সেক্রেটারি মিছবাউল হাসান, সদর উপজেলা আমির মোঃ ফখরুল ইসলাম, নায়েবে আমির ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির, সেক্রেটারি দেওয়ান আশিক আল রশিদ চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা আমির মাওলানা ইসমাইল হোসেন, সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল, কমলগঞ্জ উপজেলা আমির মো মাসুক মিয়া, সেক্রেটারি অ্যাভোকেট কামরুল ইসলাম, মৌলভীবাজার পৌরসভা আমির হাফেজ তাজুল ইসলাম, সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ প্রমুখ।বিশেষ জেলা বৈঠকে উপজেলা নেতারা প্রতিটি উপজেলায় বন্যা পরিস্থিতির সর্বশেষ চিত্র তুলে ধরে করণীয় বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন। বৈঠকে জেলা জামায়াত বিকেল মৌলভীবাজার জেলা প্রশাসনের আহ্বানে অনুষ্ঠিত বৈঠকে জরুরি বন্যা পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে জেনে সন্তোষ প্রকাশ করে।

হেল্পলাইন :

মৌলভীবাজার পৌরসভা এলাকায় মুর্শেদ আহমদ চৌধুরী ০১৭১২৭৩১৬৬৯, আবু নোমান মুয়িন ০১৭১৭৬১৬২৭৪, আলখাছ আহমদ ০১৭৩১৮৯০৪৮৮, জায়েদুর রহমান রাসেল ০১৭২০১৭৫০৬২ ও মোক্তাদির হোসাইন ০১৭১২৩৩০৪৪৮।

মৌলভীবাজার সদর উপজেলায় মো. ফখরুল ইসলাম ০১৭১৭৫৪৩৬১১, প্রকৌশলী জহিরুল ইসলাম জাকির ০১৭১২৭১৮৬৬১, দেওয়ান আশিক আল রশিদ চৌধুরী ০১৭১১০৩৯৭২৬, সায়েম আহমদ সিয়াম ০১৭৭৬৯৪৩৩২১ ও উমর আহমদ ০১৭৯৭৭৭৪৮৬৩‌।

রাজনগর উপজেলায় আবুর রাইয়ান শাহিন ০১৭২৬২৩৯৬৭১, জাহাঙ্গীর আহমদ মুহিত ০১৭১৮৮৬৬৭২৯, মিছবাহুল হাসান ০১৭১৭৯৭১৬৪৯, শেখ শাহাব উদ্দিন ০১৭২৭৪০৪০১০, হাফেজ রায়হান আহমেদ ০১৭২৮৬০৭৫৭৪ ও ফয়ছল আহমেদ ০১৭৩১৬৫৯৩৮১।

কুলাউড়া উপজেলায় মো. হামিদ খান ০১৭৫০৩৫৫০৭৩, মো. জাকির হোসেন ০১৭৫৪৬৬৪৪২৪, মো. আব্দুল মুনতাজিম ০১৭৪২৮৭২৩০০, মো. সাইফুল ইসলাম খান ০১৭২১২২৩৯৪৮, মো. আলাউদ্দিন ০১৭১৫৮৮৮২০২, ফয়সল আহমদ ০১৭৭৫২০৮৫২৪ ও তিহান তালুকদার ০১৭১৫৯০৩৫৬৭।

জুড়ী উপজেলায় হাফেজ নাজমুল ইসলাম ০১৭১৮৪৭৭০৫৫, আলহাজ আব্দুল হাই হেলাল ০১৭৮৪৪৫৮৯৮০, লুৎফুর রহমান আজাদী ০১৭১৪৮৬৬৪৮৯, আব্দুল্লাহ আল মামুন ০১৭১৫২৫১৫২৪, অ্যাড.শাখাওয়াত হোসেন ০১৭১৪৭০৫১৭০, মো. জুয়েল আহমদ ০১৬১৩০২১৫৪৩, এমরান হোসেন মনিয়ার ০১৬৩১৯৭৭৩০৪ ও ইউসুফ মিয়া ০১৩১৯৩৯৯৩৭৮।

শ্রীমঙ্গল উপজেলায় ইসমাইল হোসাইন ০১৭১৮৬০৬৪২০, তাজুল ইসলাম ০১৭১২৩২৬৬৫২, আশরাফুল ইসলাম কামরুল ০১৭২৬৮৮৮৮৭৪, তারেক মাহফুজ ০১৭১৩৭৩১৩৬৪ ও সাদিক আহমদ ০১৩১২০৭৫০৬৩।

কমলগঞ্জ উপজেলায় মাসুক মিয়া ০১৮৩৫৯৭৫৭৩৫, সৈয়দ আমিরুল ইসলাম কয়সর ০১৭১২৯৮৫০৫৮, মো: কামরুল ইসলাম ০১৭১১৭১১৯১১৫৯২ ও মনির হোসেন ০১৭০১৩৬২৯৮০।

বড়লেখা উপজেলায় মো. এমাদুল ইসলাম ০১৭৯০২২৭৭৯০, মো. ফয়ছল আহমদ ০১৭০৬৩১৮০৬৭, আব্দুল্লাহ আল মাহফুজ ০১৭১৭২৫৮১৮৭, মো. কামাল উদ্দিন ০১৭৩১৭৭৮১২৪, রবিউল ইসলাম ০১৭১১৪৪৭৩৩২, আব্দুস সামাদ ০১৭২৬১২২৯৬৯, কামরান হোসেন ০১৮৬৯২৯৪৯২৯, আব্দুর রাহমান এবাদ ০১৭১০৬১৮৬৫২, কাওছার আহমদ ০১৮২৫১৭০৮৬৪ ও আব্দুল ওয়াহিদ ০১৮৬৬৭৭১৩৭৩।‌

জনপ্রিয় সংবাদ

ভোটার তালিকা হালনাগাদ শুরু সোমবার,রাজনীতির মধ্যে ঢুকতে চায় না ইসি

মৌলভীবাজারে ভয়াবহ বন্যায় জামায়াতের জরুরি হেল্পলাইন চালু

আপডেট সময় ১০:২৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪

টানা ও ভারতের উজানে পানির ঢল নামায় মৌলভীবাজার জেলা ভয়াবহ বন্যার আশঙ্কায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর জন্য হেল্পলাইন চালু করেছে বাংলাদেশ মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামী।

বুধবার (২১ আগস্ট) রাতে জেলা জামায়াত এক সংবাদ বিজ্ঞপ্তিরতে বলেন, যেসব এলাকায় পানি বিপৎসীমায় আছে, সেসব এলাকায় আরো অধিক সতর্ক থাকা ও রাতজেগে পাহারা দেওয়া, বিশেষ করে জেলার প্রাণকেন্দ্র মৌলভীবাজার পৌরসভার সেন্ট্রাল রোডে জনগণকে সঙ্গে নিয়ে জামায়াত ও ছাত্রশিবিরের সর্বস্তরের জনশক্তি সারা রাত পাহারা দেওয়া হবে। জেলা জামায়াত নেতারা মহান আল্লাহর দরবারে এই আশঙ্কাজনক পরিস্থিতি থেকে সহজে উত্তরণ করার জন্য কায়মনো বাক্যে দোয়া করেন।

জেলা আমিরে জামাত মো. শাহেদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলীর পরিচালনায় রাত ৯টা ৩০ মিনিটে অনলাইনে এক বিশেষ জেলা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য সৈয়দ তারেকুল হামিদ, বড়লেখা উপজেলা আমির এমদাদুল ইসলাম, নায়েবে আমির মো.ফয়সল আহমদ জুড়ী উপজেলা আমির হাফেজ নাজমুল ইসলাম কুলাউড়া উপজেলা আমির আব্দুল হামিদ খান, সেক্রেটারি আব্দুল মুনতাজিম, রাজনগর উপজেলা আমির আবুর রাইয়ান শাহীন, সেক্রেটারি মিছবাউল হাসান, সদর উপজেলা আমির মোঃ ফখরুল ইসলাম, নায়েবে আমির ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির, সেক্রেটারি দেওয়ান আশিক আল রশিদ চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা আমির মাওলানা ইসমাইল হোসেন, সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল, কমলগঞ্জ উপজেলা আমির মো মাসুক মিয়া, সেক্রেটারি অ্যাভোকেট কামরুল ইসলাম, মৌলভীবাজার পৌরসভা আমির হাফেজ তাজুল ইসলাম, সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ প্রমুখ।বিশেষ জেলা বৈঠকে উপজেলা নেতারা প্রতিটি উপজেলায় বন্যা পরিস্থিতির সর্বশেষ চিত্র তুলে ধরে করণীয় বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন। বৈঠকে জেলা জামায়াত বিকেল মৌলভীবাজার জেলা প্রশাসনের আহ্বানে অনুষ্ঠিত বৈঠকে জরুরি বন্যা পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে জেনে সন্তোষ প্রকাশ করে।

হেল্পলাইন :

মৌলভীবাজার পৌরসভা এলাকায় মুর্শেদ আহমদ চৌধুরী ০১৭১২৭৩১৬৬৯, আবু নোমান মুয়িন ০১৭১৭৬১৬২৭৪, আলখাছ আহমদ ০১৭৩১৮৯০৪৮৮, জায়েদুর রহমান রাসেল ০১৭২০১৭৫০৬২ ও মোক্তাদির হোসাইন ০১৭১২৩৩০৪৪৮।

মৌলভীবাজার সদর উপজেলায় মো. ফখরুল ইসলাম ০১৭১৭৫৪৩৬১১, প্রকৌশলী জহিরুল ইসলাম জাকির ০১৭১২৭১৮৬৬১, দেওয়ান আশিক আল রশিদ চৌধুরী ০১৭১১০৩৯৭২৬, সায়েম আহমদ সিয়াম ০১৭৭৬৯৪৩৩২১ ও উমর আহমদ ০১৭৯৭৭৭৪৮৬৩‌।

রাজনগর উপজেলায় আবুর রাইয়ান শাহিন ০১৭২৬২৩৯৬৭১, জাহাঙ্গীর আহমদ মুহিত ০১৭১৮৮৬৬৭২৯, মিছবাহুল হাসান ০১৭১৭৯৭১৬৪৯, শেখ শাহাব উদ্দিন ০১৭২৭৪০৪০১০, হাফেজ রায়হান আহমেদ ০১৭২৮৬০৭৫৭৪ ও ফয়ছল আহমেদ ০১৭৩১৬৫৯৩৮১।

কুলাউড়া উপজেলায় মো. হামিদ খান ০১৭৫০৩৫৫০৭৩, মো. জাকির হোসেন ০১৭৫৪৬৬৪৪২৪, মো. আব্দুল মুনতাজিম ০১৭৪২৮৭২৩০০, মো. সাইফুল ইসলাম খান ০১৭২১২২৩৯৪৮, মো. আলাউদ্দিন ০১৭১৫৮৮৮২০২, ফয়সল আহমদ ০১৭৭৫২০৮৫২৪ ও তিহান তালুকদার ০১৭১৫৯০৩৫৬৭।

জুড়ী উপজেলায় হাফেজ নাজমুল ইসলাম ০১৭১৮৪৭৭০৫৫, আলহাজ আব্দুল হাই হেলাল ০১৭৮৪৪৫৮৯৮০, লুৎফুর রহমান আজাদী ০১৭১৪৮৬৬৪৮৯, আব্দুল্লাহ আল মামুন ০১৭১৫২৫১৫২৪, অ্যাড.শাখাওয়াত হোসেন ০১৭১৪৭০৫১৭০, মো. জুয়েল আহমদ ০১৬১৩০২১৫৪৩, এমরান হোসেন মনিয়ার ০১৬৩১৯৭৭৩০৪ ও ইউসুফ মিয়া ০১৩১৯৩৯৯৩৭৮।

শ্রীমঙ্গল উপজেলায় ইসমাইল হোসাইন ০১৭১৮৬০৬৪২০, তাজুল ইসলাম ০১৭১২৩২৬৬৫২, আশরাফুল ইসলাম কামরুল ০১৭২৬৮৮৮৮৭৪, তারেক মাহফুজ ০১৭১৩৭৩১৩৬৪ ও সাদিক আহমদ ০১৩১২০৭৫০৬৩।

কমলগঞ্জ উপজেলায় মাসুক মিয়া ০১৮৩৫৯৭৫৭৩৫, সৈয়দ আমিরুল ইসলাম কয়সর ০১৭১২৯৮৫০৫৮, মো: কামরুল ইসলাম ০১৭১১৭১১৯১১৫৯২ ও মনির হোসেন ০১৭০১৩৬২৯৮০।

বড়লেখা উপজেলায় মো. এমাদুল ইসলাম ০১৭৯০২২৭৭৯০, মো. ফয়ছল আহমদ ০১৭০৬৩১৮০৬৭, আব্দুল্লাহ আল মাহফুজ ০১৭১৭২৫৮১৮৭, মো. কামাল উদ্দিন ০১৭৩১৭৭৮১২৪, রবিউল ইসলাম ০১৭১১৪৪৭৩৩২, আব্দুস সামাদ ০১৭২৬১২২৯৬৯, কামরান হোসেন ০১৮৬৯২৯৪৯২৯, আব্দুর রাহমান এবাদ ০১৭১০৬১৮৬৫২, কাওছার আহমদ ০১৮২৫১৭০৮৬৪ ও আব্দুল ওয়াহিদ ০১৮৬৬৭৭১৩৭৩।‌