ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে টানা বর্ষণে বন্যা পরিস্থিতির অবনতি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
  • 100

খাগড়াছড়িতে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উপজেলার হাজারো মানুষ পানিবন্দি। দীঘিনালার সঙ্গে রাঙামাটির বাঘাইছড়ি এবং লংগদু উপজেলার সরাসরি যোগাযোগ বন্ধ রয়েছে।

২১ দিনের মাথায় এ নিয়ে জেলায় তৃতীয়বারের মতো বন্যা দেখা দিল।বুধবার নতুন করে পাহাড়ি ঢলে দীঘিনালার কবাখালী ও মেরুং ইউনিয়নের অধিকাংশ এলাকা ডুবে যায়।কবাখালী ও মেরুং ইউনিয়নের প্রায় ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ বলেছেন, কয়েক হাজার মানুষ পানিবন্দি রয়েছেন।বর্তমানে উপজেলায় ২৫টি আশ্রয়কেন্দ্র আছে।

অন্যদিকে, চেঙ্গী নদীর পানি কমে যাওয়ায় খাগড়াছড়ি শহরের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তবে বন্যায় তলিয়ে গেছে পুকুরের মাছ এবং ফসলি জমি।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানায়, বন্যাকবলিত লোকজনের জন্য ৪০০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ইকুয়েডরকে ৭ গোল দিল আর্জেন্টিনা

খাগড়াছড়িতে টানা বর্ষণে বন্যা পরিস্থিতির অবনতি

আপডেট সময় ০৮:৪৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪

খাগড়াছড়িতে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উপজেলার হাজারো মানুষ পানিবন্দি। দীঘিনালার সঙ্গে রাঙামাটির বাঘাইছড়ি এবং লংগদু উপজেলার সরাসরি যোগাযোগ বন্ধ রয়েছে।

২১ দিনের মাথায় এ নিয়ে জেলায় তৃতীয়বারের মতো বন্যা দেখা দিল।বুধবার নতুন করে পাহাড়ি ঢলে দীঘিনালার কবাখালী ও মেরুং ইউনিয়নের অধিকাংশ এলাকা ডুবে যায়।কবাখালী ও মেরুং ইউনিয়নের প্রায় ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ বলেছেন, কয়েক হাজার মানুষ পানিবন্দি রয়েছেন।বর্তমানে উপজেলায় ২৫টি আশ্রয়কেন্দ্র আছে।

অন্যদিকে, চেঙ্গী নদীর পানি কমে যাওয়ায় খাগড়াছড়ি শহরের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তবে বন্যায় তলিয়ে গেছে পুকুরের মাছ এবং ফসলি জমি।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানায়, বন্যাকবলিত লোকজনের জন্য ৪০০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে।