ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মানিকগঞ্জে জিপিএ-৫ না পাওয়ায় এক কিশোরীর আত্মহত্যা Logo ভিক্টোরিয়া অধ্যক্ষের টালবাহান বছরেও হয়নি তামিম নির্যাতনের বিচার Logo সোহাগ হত্যার প্রতিবাদে বাঙলা কলেজ ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Logo প্রবাসীর স্ত্রীর ঘরে বিএনপি নেতা, গাছে বেঁধে রাখলেন স্থানীয়রা Logo ঢাকায় এলেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট Logo দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কুষ্টিয়ায় মশাল মিছিল Logo ‘৫ কোটি টাকা’ চাঁদা না পেয়ে অস্ত্র নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলি Logo এবার মৌলভীবাজারে আরেক ছাত্রদল নেতার পদত্যাগ Logo পক্ষে ও বিপক্ষের সবাই ছাত্রদলের কাছে নিরাপদ: রাবি ছাত্রদলের আহ্বায়ক Logo নোয়াখালী জার্নালিস্ট ফোরাম ঢাকার উদ্যোগে দেশীয় ফল উৎসব

তিন বছর পর আজ সাদা পোষাকে মাঠে নামছে পাকিস্তানের -বাংলাদেশ

পাকিস্তানের সাথে তিন বছর পর সাদা পোষাকে মুখোমুখি হচ্ছে টিম টাইগার্স। আগের ১৩ দেখায় প্রাপ্তি মাত্র এক ড্র। রাওয়ালপিন্ডির উইকেট বিবেচনায় পেসারদের প্রাধান্য দিয়ে পাকিস্তানের মতো একাদশ গড়তে পারে বাংলাদেশও। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম সকাল সাড়ে এগারোটায় শুরু হবে খেলা।

এই ম্যাচে রাজনীতির ক্রিকেটে মনোযোগী হচ্ছে সাকিব আল হাসান। কিন্তু ক্রিকেট বোর্ডে চলছে রাজনীতির খেলা। বোর্ডে থাকা না থাকা আর পুনর্গঠন ইস্যুতে। সেটাও দূরের রাওয়ালপিন্ডিতে থাকা দলের নজর এড়াচ্ছে না।পাঁচ মাস পর লাল বল আর সাদা পোষাকের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট ব্যস্ততা শুরু হচ্ছে প্রায় দু’মাস পর। মাঝের সময়টা উত্তাল বাংলাদেশ।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন বলেছেন, শেষ কয়েকটা দিন আমাদের জন্য খুবই কঠিন সময় গিয়েছে। যা খুবই দুঃখজনক। সবাই স্ট্রাগল করেছে যেটা আমরা কেউই আশা করি না। কিন্তু যেটা হয়ে গেছে সেটা নিয়ে পড়ে থাকার কোনো মানে নেই। সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে।

এমনিতেই টেস্ট বাংলাদেশের প্রিয় ফরম্যাট না। তার উপর বিদেশের মাটিতে, আর সেটা পাকিস্তানে। যেখানে কখনোই কোনো ম্যাচ জেতা হয়নি টাইগারদের। দু’দলের ১৩ দেখায় একটা ড্র এখন পর্যন্ত অর্জন।

তিনি বলেন,রাওয়ালপিন্ডির এই স্টেডিয়ামও অচেনা নয়। চার বছর আগের শেষ সফরে পিন্ডিতেই হয়েছিল একমাত্র টেস্টটা। সেখানে ইনিংস ব্যবধানে হারের লজ্জা ব্যাটারদের ব্যর্থতায়। সঙ্গে শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহর পেস তাণ্ডব। এবারও এই দু’পেসার আছেন পাক একাদশে।

পাকিস্তান অধিনায়ক শান মাসুদ বলেছেন, আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে চাই। সেজন্য জিততে হবে। আর হোম ম্যাচগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। জিততে হলে প্রতিপক্ষের ২০ উইকেট নিতে হবে। আমরা এমন ক্রিকেট খেলতে চাই যাতে নিজেরাও উপভোগ করতে পারি, সমর্থকরাও।

তবে এতে বাংলাদেশ এতটা সাহসী হবে না নিশ্চিত। সাকিব আল হাসান অলরাউন্ডার কোটায় খেলবেনই। মেহেদী হাসান মিরাজ না তাইজুল ইসলামের কাকে বেছে নেবে দল? সৈয়দ খালেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও হাসান মাহমুদের মধ্যে তিনজনকে দেখা যেতে পারে একাদশে।

অধিনায়কের চোখে গুরুত্বপূর্ণ ব্যাটারদের পারফরম্যান্স। অভিজ্ঞতায় ঋদ্ধ প্রতিপক্ষে সমীহ পাকিস্তান অধিনায়কেরও।

নাজমুল হোসেন বলেছেন, সবাই জানে ব্যাটিংটা শেষ কয়েকদিন ধরে ভালো হচ্ছে না। শেষ টেস্ট সিরিজটাও ওরকম ভালো করিনি। এবার আমরা ভালো প্রস্তুতি নিতে পেরেছি। যতটুকু সুযোগ পেয়েছি সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। খেলোয়াড়দের বিশ্বাস এবার আমাদের ব্যাটিং ইউনিটটা ভালো করবে।

শান মাসুদ বলেছেন, বাংলাদেশের শক্তি তাদের অভিজ্ঞতা। আমার নিজের পছন্দ লিটন দাস। সাকিব, মুশফিক, মুমিনুল সবাই অনেক বেশি টেস্ট খেলেছে। টেস্টে অভিজ্ঞতা অনেক সাহায্য করে। তাদের বোলিং হয়তো তারুণ্য নির্ভর কিন্তু দারুণ খেলছে।

ট্রফি হাতে দু’অধিনায়কের ফটোসেশনের ছবিটা জানান দিচ্ছে আগামী দু’সপ্তাহ রাওয়ালপিন্ডি উত্তপ্ত হবে টেস্ট ক্রিকেটের লড়াইয়ে।

জনপ্রিয় সংবাদ

মানিকগঞ্জে জিপিএ-৫ না পাওয়ায় এক কিশোরীর আত্মহত্যা

তিন বছর পর আজ সাদা পোষাকে মাঠে নামছে পাকিস্তানের -বাংলাদেশ

আপডেট সময় ০৯:৩১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪

পাকিস্তানের সাথে তিন বছর পর সাদা পোষাকে মুখোমুখি হচ্ছে টিম টাইগার্স। আগের ১৩ দেখায় প্রাপ্তি মাত্র এক ড্র। রাওয়ালপিন্ডির উইকেট বিবেচনায় পেসারদের প্রাধান্য দিয়ে পাকিস্তানের মতো একাদশ গড়তে পারে বাংলাদেশও। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম সকাল সাড়ে এগারোটায় শুরু হবে খেলা।

এই ম্যাচে রাজনীতির ক্রিকেটে মনোযোগী হচ্ছে সাকিব আল হাসান। কিন্তু ক্রিকেট বোর্ডে চলছে রাজনীতির খেলা। বোর্ডে থাকা না থাকা আর পুনর্গঠন ইস্যুতে। সেটাও দূরের রাওয়ালপিন্ডিতে থাকা দলের নজর এড়াচ্ছে না।পাঁচ মাস পর লাল বল আর সাদা পোষাকের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট ব্যস্ততা শুরু হচ্ছে প্রায় দু’মাস পর। মাঝের সময়টা উত্তাল বাংলাদেশ।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন বলেছেন, শেষ কয়েকটা দিন আমাদের জন্য খুবই কঠিন সময় গিয়েছে। যা খুবই দুঃখজনক। সবাই স্ট্রাগল করেছে যেটা আমরা কেউই আশা করি না। কিন্তু যেটা হয়ে গেছে সেটা নিয়ে পড়ে থাকার কোনো মানে নেই। সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে।

এমনিতেই টেস্ট বাংলাদেশের প্রিয় ফরম্যাট না। তার উপর বিদেশের মাটিতে, আর সেটা পাকিস্তানে। যেখানে কখনোই কোনো ম্যাচ জেতা হয়নি টাইগারদের। দু’দলের ১৩ দেখায় একটা ড্র এখন পর্যন্ত অর্জন।

তিনি বলেন,রাওয়ালপিন্ডির এই স্টেডিয়ামও অচেনা নয়। চার বছর আগের শেষ সফরে পিন্ডিতেই হয়েছিল একমাত্র টেস্টটা। সেখানে ইনিংস ব্যবধানে হারের লজ্জা ব্যাটারদের ব্যর্থতায়। সঙ্গে শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহর পেস তাণ্ডব। এবারও এই দু’পেসার আছেন পাক একাদশে।

পাকিস্তান অধিনায়ক শান মাসুদ বলেছেন, আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে চাই। সেজন্য জিততে হবে। আর হোম ম্যাচগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। জিততে হলে প্রতিপক্ষের ২০ উইকেট নিতে হবে। আমরা এমন ক্রিকেট খেলতে চাই যাতে নিজেরাও উপভোগ করতে পারি, সমর্থকরাও।

তবে এতে বাংলাদেশ এতটা সাহসী হবে না নিশ্চিত। সাকিব আল হাসান অলরাউন্ডার কোটায় খেলবেনই। মেহেদী হাসান মিরাজ না তাইজুল ইসলামের কাকে বেছে নেবে দল? সৈয়দ খালেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও হাসান মাহমুদের মধ্যে তিনজনকে দেখা যেতে পারে একাদশে।

অধিনায়কের চোখে গুরুত্বপূর্ণ ব্যাটারদের পারফরম্যান্স। অভিজ্ঞতায় ঋদ্ধ প্রতিপক্ষে সমীহ পাকিস্তান অধিনায়কেরও।

নাজমুল হোসেন বলেছেন, সবাই জানে ব্যাটিংটা শেষ কয়েকদিন ধরে ভালো হচ্ছে না। শেষ টেস্ট সিরিজটাও ওরকম ভালো করিনি। এবার আমরা ভালো প্রস্তুতি নিতে পেরেছি। যতটুকু সুযোগ পেয়েছি সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। খেলোয়াড়দের বিশ্বাস এবার আমাদের ব্যাটিং ইউনিটটা ভালো করবে।

শান মাসুদ বলেছেন, বাংলাদেশের শক্তি তাদের অভিজ্ঞতা। আমার নিজের পছন্দ লিটন দাস। সাকিব, মুশফিক, মুমিনুল সবাই অনেক বেশি টেস্ট খেলেছে। টেস্টে অভিজ্ঞতা অনেক সাহায্য করে। তাদের বোলিং হয়তো তারুণ্য নির্ভর কিন্তু দারুণ খেলছে।

ট্রফি হাতে দু’অধিনায়কের ফটোসেশনের ছবিটা জানান দিচ্ছে আগামী দু’সপ্তাহ রাওয়ালপিন্ডি উত্তপ্ত হবে টেস্ট ক্রিকেটের লড়াইয়ে।