ঢাকা ০১:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‎ছাত্রদল নেতাকে মেরে ছিনতাইয়ের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে Logo ডাকসু নির্বাচনে বল পেন ব্যবহারে ভোট নষ্ট হয়েছে -আবিদ Logo রাবিতে কর্মবিরতি উপেক্ষা করে গাছতলায় ক্লাস নিলেন অধ্যাপক মোর্শেদুল Logo নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, ধাওয়া দিয়ে ৪ জনকে ধরল জনতা Logo রাতভর বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, বিদ্যুতায়িত হয়ে নিহত ১ Logo লক্ষ্মীপুরে বিকাশ-নগদ প্রতারক চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান, গ্রেপ্তার ৪ Logo উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে নুর Logo কুমিল্লা-৩ আসনে ভোটের মাঠে দৌড়াচ্ছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ হাকিম সোহেল Logo চট্টগ্রাম মিরসরাইয়ে ছাত্রদলের দুই গ্রুপের ধাওয়া–পাল্টা ধাওয়া, আহত ৫ Logo রাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের

ববিতে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এর দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

ববিতে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এর দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এর দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাধারণ শিক্ষার্থীর একাংশ। এসময় আন্দোলনকারীরা তাদের পদত্যাগের জন্য ২৪ ঘন্টা (কাল দুপুর ১২ টা পর্যন্ত) সময় বেধে দেয়।

সোমবার (১৯ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় প্রদক্ষিন করে ভিসি বাংলোতে অবস্থান নেয় পরে পুনরায় গ্রাউন্ড ফ্লোরে ফিরে আসে এবং ভিসি ও প্রক্টর বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এসময় বিক্ষোভকারী আইন বিভাগের সিরাজুল ইসলাম বলেন, কোটা বিরোধী আন্দোলনের সময় ভিসি ও প্রক্টর ক্যাম্পাসে থাকা অবস্থায় পুলিশ আমাদের উপর হামলা চালায়।এছাড়া ভিসির উপস্থিতিতে যে ৩৫ জন শিক্ষক আমাদের পাশে এসে দাড়াতে চেয়েছিলো তাদের সন্ত্রাসী আখ্যা দেয়া হয়। ক্যাম্পাসে ৯০ শতাংশের বেশি শিক্ষার্থী চায় না এই প্রক্টর থাকুক। তাই আমরা সাধারণ শিক্ষার্থীরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীন দেশে কোনো ফ্যাসিস্ট ও স্বৈরাচারীর দোসর দূর্নীতিবাজ ভিসি ও প্রক্টরকে আমরা মেনে নেব না। তাই অবিলম্বে এই ফ্যাসিস্ট ও স্বৈরাচারীর দোসর ভিসি ও প্রক্টরকে পদত্যাগ করতে হবে।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এ কে আরাফাত নামে আরেক আন্দোলনকারী বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে এই ফ্যাসিস্ট ও স্বৈরাচারের দালাল ভিসি ও প্রক্টরকে পদত্যাগ করতে হবে। আজ থেকে আমরা এই ফ্যাসিস্টদের দালালদের এই ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করলাম। আর তারা পদত্যাগ না করলে আমরা কালকে তাদের বাসভবন ও অফিস ঘেরাও করবো।

এসময় আন্দোলনকারীরা আরো জানান, ভিসিসহ তার অনুসারীদের পদত্যাগের একদফা দাবিতে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। যতক্ষণ তাদের দাবি বাস্তবায়ন হবে না, ততক্ষণ তাদের আন্দোলন চলবে। কাল দুপুর ১২ টার মধ্যে ফ্যাসিস্টের দালাল ভিসি ও প্রক্টর পদত্যাগ না করলে ভিসি বাসভবন ঘেরাও করা হবে এবং প্রক্টর অফিসে তালা ঝোলানো হবে বলেও জানায় আন্দোলনকারীরা।

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বদরুজ্জামান ভূঁইয়া বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক, শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির কেন্দ্রীয় সদস্য ছিলেন। এছাড়া প্রক্টর ড. আব্দুল কাইউম বরিশাল শহরের নৌকা মার্কার মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখেন।

জনপ্রিয় সংবাদ

‎ছাত্রদল নেতাকে মেরে ছিনতাইয়ের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

ববিতে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এর দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

আপডেট সময় ০৯:২৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এর দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাধারণ শিক্ষার্থীর একাংশ। এসময় আন্দোলনকারীরা তাদের পদত্যাগের জন্য ২৪ ঘন্টা (কাল দুপুর ১২ টা পর্যন্ত) সময় বেধে দেয়।

সোমবার (১৯ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় প্রদক্ষিন করে ভিসি বাংলোতে অবস্থান নেয় পরে পুনরায় গ্রাউন্ড ফ্লোরে ফিরে আসে এবং ভিসি ও প্রক্টর বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এসময় বিক্ষোভকারী আইন বিভাগের সিরাজুল ইসলাম বলেন, কোটা বিরোধী আন্দোলনের সময় ভিসি ও প্রক্টর ক্যাম্পাসে থাকা অবস্থায় পুলিশ আমাদের উপর হামলা চালায়।এছাড়া ভিসির উপস্থিতিতে যে ৩৫ জন শিক্ষক আমাদের পাশে এসে দাড়াতে চেয়েছিলো তাদের সন্ত্রাসী আখ্যা দেয়া হয়। ক্যাম্পাসে ৯০ শতাংশের বেশি শিক্ষার্থী চায় না এই প্রক্টর থাকুক। তাই আমরা সাধারণ শিক্ষার্থীরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীন দেশে কোনো ফ্যাসিস্ট ও স্বৈরাচারীর দোসর দূর্নীতিবাজ ভিসি ও প্রক্টরকে আমরা মেনে নেব না। তাই অবিলম্বে এই ফ্যাসিস্ট ও স্বৈরাচারীর দোসর ভিসি ও প্রক্টরকে পদত্যাগ করতে হবে।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এ কে আরাফাত নামে আরেক আন্দোলনকারী বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে এই ফ্যাসিস্ট ও স্বৈরাচারের দালাল ভিসি ও প্রক্টরকে পদত্যাগ করতে হবে। আজ থেকে আমরা এই ফ্যাসিস্টদের দালালদের এই ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করলাম। আর তারা পদত্যাগ না করলে আমরা কালকে তাদের বাসভবন ও অফিস ঘেরাও করবো।

এসময় আন্দোলনকারীরা আরো জানান, ভিসিসহ তার অনুসারীদের পদত্যাগের একদফা দাবিতে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। যতক্ষণ তাদের দাবি বাস্তবায়ন হবে না, ততক্ষণ তাদের আন্দোলন চলবে। কাল দুপুর ১২ টার মধ্যে ফ্যাসিস্টের দালাল ভিসি ও প্রক্টর পদত্যাগ না করলে ভিসি বাসভবন ঘেরাও করা হবে এবং প্রক্টর অফিসে তালা ঝোলানো হবে বলেও জানায় আন্দোলনকারীরা।

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বদরুজ্জামান ভূঁইয়া বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক, শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির কেন্দ্রীয় সদস্য ছিলেন। এছাড়া প্রক্টর ড. আব্দুল কাইউম বরিশাল শহরের নৌকা মার্কার মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখেন।