ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আগে হোক বা পরে ইসরায়েলে হামলা চালাবেই ইরান

হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া হত্যার শিকার হওয়ার পর ইসরায়েলে হামলার হুমকি দিয়েছিল ইরান কিন্তু এখনো ইসরায়েলে হামলা চালায়নি ইরান।

ইরান কেন এখনো ইসরায়েলে হামলা চালায়নি, তা নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। পরে এ নিয়ে মুখ খুলতে বাধ্য হয়েছেন ইরানের কর্মকর্তারা।

তারা বলেন,আগে হোক বা পরে ইসরায়েলে হামলা চালাবেই ইরান, পশ্চিমাদের মধ্যে এমন বিশ্বাস প্রবল। তবে ইরানের কর্মকর্তারা বলছেন, গাজা নিয়ে চলমান যুদ্ধবিরতি এ হামলার রেডলাইন।

এতে বওাঝা যায়, ওই আলোচনা ভেস্তে গেলে বা যদি মনে হয়, ইসরায়েল ইচ্ছা করে আলোচনা দীর্ঘায়িত করছে, তাহলে ইহুদিবাদী রাষ্ট্রে হামলা চালাবে ইরান। তবে এ আলোচনা কত দিন চলতে দেবে ইরান, সে ইঙ্গিত এখনো পাওয়া যায়নি।

এখনই যুদ্ধে জড়াতে চায় না ইরান। হানিয়াহর হত্যাকাণ্ডের কয়েক সপ্তাহ পার হলেও ইসরায়েলে ইরান হামলা না করায় গোয়েন্দা বিশ্লেষকরা এমন সিদ্ধান্তে পৌঁছেছেন। ২০০৬ সালে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের ক্ষত সারিয়ে উঠে আর্থিকভাবে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে লেবানন। ইরান যদি এখন ইসরায়েলে হামলা করে বসে, তাহলে সবার আগে টার্গেট হবে দেশটিতে থাকা তেহরানের প্রক্সিরা। এটা ইরান ও লেবানন খুব ভালো করেই জানে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজসহ আজ টিভিতে যা দেখবেন

আগে হোক বা পরে ইসরায়েলে হামলা চালাবেই ইরান

আপডেট সময় ০৮:৫৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪

হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া হত্যার শিকার হওয়ার পর ইসরায়েলে হামলার হুমকি দিয়েছিল ইরান কিন্তু এখনো ইসরায়েলে হামলা চালায়নি ইরান।

ইরান কেন এখনো ইসরায়েলে হামলা চালায়নি, তা নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। পরে এ নিয়ে মুখ খুলতে বাধ্য হয়েছেন ইরানের কর্মকর্তারা।

তারা বলেন,আগে হোক বা পরে ইসরায়েলে হামলা চালাবেই ইরান, পশ্চিমাদের মধ্যে এমন বিশ্বাস প্রবল। তবে ইরানের কর্মকর্তারা বলছেন, গাজা নিয়ে চলমান যুদ্ধবিরতি এ হামলার রেডলাইন।

এতে বওাঝা যায়, ওই আলোচনা ভেস্তে গেলে বা যদি মনে হয়, ইসরায়েল ইচ্ছা করে আলোচনা দীর্ঘায়িত করছে, তাহলে ইহুদিবাদী রাষ্ট্রে হামলা চালাবে ইরান। তবে এ আলোচনা কত দিন চলতে দেবে ইরান, সে ইঙ্গিত এখনো পাওয়া যায়নি।

এখনই যুদ্ধে জড়াতে চায় না ইরান। হানিয়াহর হত্যাকাণ্ডের কয়েক সপ্তাহ পার হলেও ইসরায়েলে ইরান হামলা না করায় গোয়েন্দা বিশ্লেষকরা এমন সিদ্ধান্তে পৌঁছেছেন। ২০০৬ সালে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের ক্ষত সারিয়ে উঠে আর্থিকভাবে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে লেবানন। ইরান যদি এখন ইসরায়েলে হামলা করে বসে, তাহলে সবার আগে টার্গেট হবে দেশটিতে থাকা তেহরানের প্রক্সিরা। এটা ইরান ও লেবানন খুব ভালো করেই জানে।