ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo টিএসসিতে শিবিরের এই আয়োজনের দায় ভিসি ও প্রক্টর এড়াতে পারে না: নাছির Logo সিভাসুতে বিচারহীনতার প্রতিবাদে মুখে লাল কাপড় পেঁচিয়ে অবস্থান কর্মসূচি Logo ‘প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে দোদুল্যমানতা কেটে গেছে’ Logo ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‍্যালি: গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন প্রত্যয় Logo ফতহে গণভবনের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রশিবিরের র‍্যালি অনুষ্ঠিত Logo সাংবাদিকদের বিএনপির নয়, দেশ ও জনগণের হতে হবে: আমীর খসরু Logo এদেশের মানুষ চাঁদাবাজদের সাথে আর জোট দেখতে চায় না-অধ্যক্ষ মোস্তফা কামাল Logo আগামীর শাসকদের হাসিনার পরিণতি মনে রাখতে হবে: আসিফ মাহমুদ Logo ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সিইসিকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা Logo বিএনপির আয়োজনে ৫ আগস্ট বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে

হামাসের ওপর আরো চাপের আহ্বান নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী রবিবার হামাসকে গাজায় যুদ্ধবিরতি চুক্তির আলোচনায় বাধা হিসেবে অভিযুক্ত করে এই সপ্তাহের শেষে নতুন আলোচনা শুরুর আগে ফিলিস্তিনি যোদ্ধাদের ওপর আরো চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এই মন্তব্যের মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন রবিবার(১৮ আগস্ট) ইসরায়েলে পৌঁছেছেন। তিনি একটি চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে সফর করছেন, যা একটি বৃহত্তর সংঘাত এড়াতে সহায়ক হতে পারে। গাজা যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে এটি তার নবম সফর।

ব্লিনকেনের সফরসঙ্গী এক মার্কিন কর্মকর্তা বলেছেন, শীর্ষ মার্কিন কূটনীতিক সোমবার ইসরায়েলের নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গে আলাদাভাবে দেখা করবেন। এরপর মঙ্গলবার মিসরে যাত্রা করবেন বলে পররাষ্ট্র দপ্তর জানিয়েছে।

নেতানিয়াহু এ দিন জেরুজালেমে মন্ত্রিসভা বৈঠকে নবনিযুক্ত হামাসপ্রধানের কথা উল্লেখ করে বলেছেন, ‘এই মুহূর্ত পর্যন্ত হামাস অটল রয়েছে। তারা দোহা আলোচনায় কোনো প্রতিনিধি পাঠায়নি।

সুতরাং হামাস ও (ইয়াহিয়া) সিনওয়ারের ওপরই চাপ পড়া উচিত, ইসরায়েলি সরকারের ওপর নয়।’
অন্যদিকে ইসরায়েলি মিত্র জর্দান, ইসরায়েলে প্রতিবাদকারী জিম্মিদের সমর্থক এবং হামাস নেতানিয়াহুর ওপর চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে, যাতে একটি চুক্তিতে পৌঁছনো যায়।

হামাস কর্মকর্তা ওসামা হামদান বৃহস্পতিবার বলেন, হামাস দোহা আলোচনায় অংশ নেবে বলে মধ্যস্থতাকারীদের জানিয়েছে। তবে এ ক্ষেত্রে শর্ত হলো, হামাসের ইতিমধ্যে সম্মত বিষয়ে বাস্তবায়নের একটি সময়সূচি নির্ধারণ করতে হবে।পরে সেই এ আলোচনা বৃহস্পতি ও শুক্রবার অনুষ্ঠিত হয়।
পাশাপাশি হামাস ইসরায়েলের নতুন শর্তগুলোর বিরোধিতার কথাও জানিয়েছে। তবে নেতানিয়াহু মন্ত্রিসভায় বলেছেন, ‘আমরা এমন আলোচনার পথে নেই যেখানে শুধু দিয়ে যাচ্ছি। কিছু বিষয় আছে যেখানে আমরা নমনীয় হতে পারি, আর কিছু বিষয় আছে যেখানে আমরা নমনীয় হতে পারি না, যার ওপর আমরা জোর দিব।’

জিম্মিদের বাড়িতে ফিরিয়ে আনার জন্য ‘বিশাল প্রচেষ্টা’ চালানো হচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেছেন, ‘আমরা সেই নীতিগুলোকে দৃঢ়ভাবে সমর্থন করি, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য অপরিহার্য।

জনপ্রিয় সংবাদ

টিএসসিতে শিবিরের এই আয়োজনের দায় ভিসি ও প্রক্টর এড়াতে পারে না: নাছির

হামাসের ওপর আরো চাপের আহ্বান নেতানিয়াহুর

আপডেট সময় ০৮:৩৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪

ইসরায়েলের প্রধানমন্ত্রী রবিবার হামাসকে গাজায় যুদ্ধবিরতি চুক্তির আলোচনায় বাধা হিসেবে অভিযুক্ত করে এই সপ্তাহের শেষে নতুন আলোচনা শুরুর আগে ফিলিস্তিনি যোদ্ধাদের ওপর আরো চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এই মন্তব্যের মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন রবিবার(১৮ আগস্ট) ইসরায়েলে পৌঁছেছেন। তিনি একটি চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে সফর করছেন, যা একটি বৃহত্তর সংঘাত এড়াতে সহায়ক হতে পারে। গাজা যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে এটি তার নবম সফর।

ব্লিনকেনের সফরসঙ্গী এক মার্কিন কর্মকর্তা বলেছেন, শীর্ষ মার্কিন কূটনীতিক সোমবার ইসরায়েলের নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গে আলাদাভাবে দেখা করবেন। এরপর মঙ্গলবার মিসরে যাত্রা করবেন বলে পররাষ্ট্র দপ্তর জানিয়েছে।

নেতানিয়াহু এ দিন জেরুজালেমে মন্ত্রিসভা বৈঠকে নবনিযুক্ত হামাসপ্রধানের কথা উল্লেখ করে বলেছেন, ‘এই মুহূর্ত পর্যন্ত হামাস অটল রয়েছে। তারা দোহা আলোচনায় কোনো প্রতিনিধি পাঠায়নি।

সুতরাং হামাস ও (ইয়াহিয়া) সিনওয়ারের ওপরই চাপ পড়া উচিত, ইসরায়েলি সরকারের ওপর নয়।’
অন্যদিকে ইসরায়েলি মিত্র জর্দান, ইসরায়েলে প্রতিবাদকারী জিম্মিদের সমর্থক এবং হামাস নেতানিয়াহুর ওপর চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে, যাতে একটি চুক্তিতে পৌঁছনো যায়।

হামাস কর্মকর্তা ওসামা হামদান বৃহস্পতিবার বলেন, হামাস দোহা আলোচনায় অংশ নেবে বলে মধ্যস্থতাকারীদের জানিয়েছে। তবে এ ক্ষেত্রে শর্ত হলো, হামাসের ইতিমধ্যে সম্মত বিষয়ে বাস্তবায়নের একটি সময়সূচি নির্ধারণ করতে হবে।পরে সেই এ আলোচনা বৃহস্পতি ও শুক্রবার অনুষ্ঠিত হয়।
পাশাপাশি হামাস ইসরায়েলের নতুন শর্তগুলোর বিরোধিতার কথাও জানিয়েছে। তবে নেতানিয়াহু মন্ত্রিসভায় বলেছেন, ‘আমরা এমন আলোচনার পথে নেই যেখানে শুধু দিয়ে যাচ্ছি। কিছু বিষয় আছে যেখানে আমরা নমনীয় হতে পারি, আর কিছু বিষয় আছে যেখানে আমরা নমনীয় হতে পারি না, যার ওপর আমরা জোর দিব।’

জিম্মিদের বাড়িতে ফিরিয়ে আনার জন্য ‘বিশাল প্রচেষ্টা’ চালানো হচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেছেন, ‘আমরা সেই নীতিগুলোকে দৃঢ়ভাবে সমর্থন করি, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য অপরিহার্য।