ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত : ছাত্রদলের জরুরি মেডিকেল টিম গঠন Logo মানুষের পাশে দাঁড়ান, প্রচুর রক্ত লাগবে : সিবগাতুল্লাহ Logo উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে পাইলট বেঁচে আছেন, পালস পেয়েছেন চিকিৎসকরা Logo উত্তরায় বিমান বিধ্বস্ত : নারী-শিশুসহ দগ্ধ প্রায় ৩০ জন জাতীয় বার্ন ইউনিটে Logo বিমানবিধ্বস্ত উদ্ধারে কাজে জামায়তের কর্মীদের র্নিদেশ Logo বিমানবিধ্বস্ত উদ্ধারে কাজে অংশ গ্রহণ করতে জামায়তের কর্মীদের র্নিদেশ Logo উড্ডয়নের ১২ মিনিটের মাথায় বিধ্বস্ত হয় বিমানটি  Logo উত্তরা বিমান বিধ্বস্তের ঘটনায় কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট Logo উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত Logo ১০ দিনের মধ্যে সনদ বাস্তবায়নের আশা আলী রীয়াজের

গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ১৫ জন নিহত

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০৮:২৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
  • 152

গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ১৫ জন নিহত

গাজা উপত্যকায় স্থানীয় সময় শনিবার ভোরে ইসরায়েলি বিমান হামলায় ৯ শিশু, তিন নারীসহ একটি ফিলিস্তিনি পরিবারের ১৫ জন নিহত হয়েছে। অঞ্চলটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল জানান, মধ্য গাজার আল-জাওয়াইদা এলাকায় আজলাহ পরিবারের বাড়িতে হামলা হয়। তবে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বাসাল বলেন, আজলাহ পরিবারের বাড়ি ও আল-জাওয়াইদায় তাদের গুদামে ইসরায়েলি হামলায় ১৫ জন নিহত হয়েছে। তিনি নিহতদের তালিকাও দিয়েছেন, যাদের মধ্যে ৯ শিশু ও তিন নারী রয়েছে।

মধ্যরাতের পরপরই হামলাটি হয় বলে আহমেদ আবু আল-ঘৌল নামের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। উদ্ধারকারীরা বাড়িটির ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ বের করে আনার সময় তিনি বলেন, তিনটি রকেট সরাসরি বাড়িটিতে আঘাত হানে।

ভেতরে অনেক শিশু ও নারী ছিল। ইসরায়েল ও হামাসের মধ্যে ১০ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের ফলে গাজার বিশাল অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা করার পর এ যুদ্ধ শুরু হয়। ইসরায়েলের সরকারি পরিসংখ্যান অনুসারে, এক হাজার ১৯৮ জন নিহত হয়, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক ছিল।

অন্যদিকে ইসরায়েলের প্রতিশোধমূলক সামরিক অভিযানে গাজায় ৪০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে হামাসশাসিত অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত : ছাত্রদলের জরুরি মেডিকেল টিম গঠন

গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ১৫ জন নিহত

আপডেট সময় ০৮:২৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪

গাজা উপত্যকায় স্থানীয় সময় শনিবার ভোরে ইসরায়েলি বিমান হামলায় ৯ শিশু, তিন নারীসহ একটি ফিলিস্তিনি পরিবারের ১৫ জন নিহত হয়েছে। অঞ্চলটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল জানান, মধ্য গাজার আল-জাওয়াইদা এলাকায় আজলাহ পরিবারের বাড়িতে হামলা হয়। তবে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বাসাল বলেন, আজলাহ পরিবারের বাড়ি ও আল-জাওয়াইদায় তাদের গুদামে ইসরায়েলি হামলায় ১৫ জন নিহত হয়েছে। তিনি নিহতদের তালিকাও দিয়েছেন, যাদের মধ্যে ৯ শিশু ও তিন নারী রয়েছে।

মধ্যরাতের পরপরই হামলাটি হয় বলে আহমেদ আবু আল-ঘৌল নামের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। উদ্ধারকারীরা বাড়িটির ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ বের করে আনার সময় তিনি বলেন, তিনটি রকেট সরাসরি বাড়িটিতে আঘাত হানে।

ভেতরে অনেক শিশু ও নারী ছিল। ইসরায়েল ও হামাসের মধ্যে ১০ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের ফলে গাজার বিশাল অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা করার পর এ যুদ্ধ শুরু হয়। ইসরায়েলের সরকারি পরিসংখ্যান অনুসারে, এক হাজার ১৯৮ জন নিহত হয়, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক ছিল।

অন্যদিকে ইসরায়েলের প্রতিশোধমূলক সামরিক অভিযানে গাজায় ৪০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে হামাসশাসিত অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।