ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন করে গেজেট প্রকাশ Logo আ.লীগ নিষিদ্ধের খবরে গাইবান্ধার সুন্দরগঞ্জে শিবিরের আনন্দ মিছিল Logo কেরানীগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে “কোরআন দিবস” উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত Logo আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল চায় এনসিপি Logo বিক্ষোভে উত্তাল তেল আবিব Logo আবারও শাহবাগ ব্লকেড জুলাই মঞ্চের Logo উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবি ‘কুচক্রীমূলক’ দাবি করে বেকার মুক্তি পরিষদের সংবাদ সম্মেলন Logo গাইবান্ধায় আ.লীগ কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ Logo কুষ্টিয়ায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়াতে তাৎখনিক আনন্দ মিছিল Logo ‘আ.লীগ নিষিদ্ধে আংশিক দাবি পূরণ, বিচার না হলে পূর্ণতা পাবে না’ডা.শফিকুর রহমান

২৮ অক্টোবরকে ঘিরে পথঘাট বন্ধ হবে কিনা জানতে চাইলেন পিটার হাস

স্বরাষ্ট্রমন্ত্রী ও পিটার হাস

রাজধানীতে আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জাতিয়তাবাদী দল (বিএনপি)। এই মহাসমাবেশকে ঘিরে ঢাকার সব প্রবেশপথ, রাস্তাঘাট সরকার বন্ধ করবে কিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে তা জানতে চেয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

রোববার (২২ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ বিষয়ে জানতে চান তিনি। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আগামী ২৮শে অক্টোবর রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। সেখানে অনেক লোক নিয়ে আসবে তারা। পরিপ্রেক্ষিতে পিটার হাস জানতে চেয়েছেন-এতে ঘিরে তোমরা রাস্তাঘাট বন্ধ করে দেবে কিনা?

তিনি বলেন, আমরা মার্কিন রাষ্ট্রদূতকে জানিয়েছি, সেই ধরনের কোনও পরিকল্পনা আমাদের নেই। বিএনপি রাজনৈতিক কর্মসূচি দিয়েছে। আশা করি, শান্তিপূর্ণভাবে তা পালন করবে তারা। এতে আমাদের কিছু বলার নেই।

২৮ অক্টোবর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা মনে করি; বিএনপি রাজনৈতিক এজেন্ডা ঠিকভাবেই করবে। এমনটি হলে কিছু বলার নেই। যোগাযোগ বন্ধ হবে না। এমন চিন্তা আমাদের নেই।

আসাদুজ্জামান খান কামাল বলেন, পূজা উৎযাপন প্রসঙ্গেও জানতে চেয়েছেন পিটার হাস। আমরা তাকে জানিয়েছি নিরাপত্তা পর্যাপ্ত আছে। সহিংসতা হবে না বলেই আশা করি।

তিনি বলেন, রাজধানী অচল হতে দেয়া হবে না। জনগণের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনী এখন থেকেই সতর্ক অবস্থানে রয়েছে। সর্বত্র সর্বোচ্চ নজরদারি চলছে।

সবশেষে মন্ত্রী বলেন, রাষ্ট্রদূত এমন প্রশ্ন করতে পারেন কিনা? এটা শিষ্টাচার বহির্ভূত কিনা? সেই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম।

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন করে গেজেট প্রকাশ

২৮ অক্টোবরকে ঘিরে পথঘাট বন্ধ হবে কিনা জানতে চাইলেন পিটার হাস

আপডেট সময় ০৫:৩৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩

রাজধানীতে আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জাতিয়তাবাদী দল (বিএনপি)। এই মহাসমাবেশকে ঘিরে ঢাকার সব প্রবেশপথ, রাস্তাঘাট সরকার বন্ধ করবে কিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে তা জানতে চেয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

রোববার (২২ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ বিষয়ে জানতে চান তিনি। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আগামী ২৮শে অক্টোবর রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। সেখানে অনেক লোক নিয়ে আসবে তারা। পরিপ্রেক্ষিতে পিটার হাস জানতে চেয়েছেন-এতে ঘিরে তোমরা রাস্তাঘাট বন্ধ করে দেবে কিনা?

তিনি বলেন, আমরা মার্কিন রাষ্ট্রদূতকে জানিয়েছি, সেই ধরনের কোনও পরিকল্পনা আমাদের নেই। বিএনপি রাজনৈতিক কর্মসূচি দিয়েছে। আশা করি, শান্তিপূর্ণভাবে তা পালন করবে তারা। এতে আমাদের কিছু বলার নেই।

২৮ অক্টোবর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা মনে করি; বিএনপি রাজনৈতিক এজেন্ডা ঠিকভাবেই করবে। এমনটি হলে কিছু বলার নেই। যোগাযোগ বন্ধ হবে না। এমন চিন্তা আমাদের নেই।

আসাদুজ্জামান খান কামাল বলেন, পূজা উৎযাপন প্রসঙ্গেও জানতে চেয়েছেন পিটার হাস। আমরা তাকে জানিয়েছি নিরাপত্তা পর্যাপ্ত আছে। সহিংসতা হবে না বলেই আশা করি।

তিনি বলেন, রাজধানী অচল হতে দেয়া হবে না। জনগণের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনী এখন থেকেই সতর্ক অবস্থানে রয়েছে। সর্বত্র সর্বোচ্চ নজরদারি চলছে।

সবশেষে মন্ত্রী বলেন, রাষ্ট্রদূত এমন প্রশ্ন করতে পারেন কিনা? এটা শিষ্টাচার বহির্ভূত কিনা? সেই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম।