পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ লন্ডনে চার বছর ‘স্বেচ্ছা নির্বাসন’ কাটিয়ে পাকিস্তানে ফিরেছেন। শনিবার (২১ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১টা ১৬ মিনিটে নওয়াজ শরিফকে বহনকারী উড়োজাহাজ দুবাই থেকে ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছায়।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দরে নওয়াজ শরীফকে স্বাগত জানাতে সাবেক আইনমন্ত্রী সিনেটর আজম তারারসহ পিএমএল-এনের আইনি টিম ও দলের নেতারা উপস্থিত ছিলেন।
দলের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দেশটির পার্লামেন্ট নির্বাচনের তিন মাস আগে তার দলের প্রচারণা শুরু করতে লন্ডন থেকে দেশে এসেছেন।
সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডন থেকে নওয়াজ শরিফ দুবাই আসেন। সেখানে তিনি গত কয়েক দিন অবস্থান করেন।
পাকিস্তানে আসার আগ মুহূর্তে দুবাই বিমানবন্দরে নওয়াজ সাংবাদিকদের বলেন, ‘চার বছর পর আজ আমি পাকিস্তানে ফিরে যাচ্ছি। আমি যখন দেশ ছেড়েছিলাম, তখন আমার মনে সুখ ছিল না। তবে, আজ আমি খুশি।’
আগামী বছরের জানুয়ারিতে হতে যাওয়া নির্বাচনকে সামনে রেখে তার দলের সম্ভাবনা পুনরুজ্জীবিত করতে নির্বাচনী প্রচারণা শুরু করার আগে তিনি বেশ কয়েকটি আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন।
২০১৭ সালে দুর্নীতির অভিযোগে দেশটির সর্বোচ্চ আদালত তাকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করে। সে সময় তাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। যদিও তিনি তার ওপরে আনা সব অভিযোগ অস্বীকার করেন। তিনি আবার চার সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন এমন শর্তে তাকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সে সময় আর দেশে ফেরেননি। তার সাজা বহাল আছে, তবে গত বৃহস্পতিবার আদালত তাকে আগামী মঙ্গলবার পর্যন্ত গ্রেপ্তার না করার আদেশ দিয়েছে। সেদিন তাকে আদালতে হাজির করা হবে।
ঢাকা ভয়েস/টিআই