সুনামগঞ্জে গ্যাস বিল না দেওয়ায় আ.লীগ নেতা ফিলিং স্টেশনের গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড।
বুধবার (১৪ আগস্ট) দুপুরে প্রতিষ্ঠানটির উচ্চপর্যায়ের একটি টিম গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়।
ফিলিং স্টেশনটির মালিক জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।ফিলিং স্টেশনটির নাম সিনথিয়া সিএনজি ফিলিং স্টেশন। স্টেশনটির কাছে ২ কোটি ৩৭ লাখ টাকা বকেয়া পাওনার দাবি জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের।
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড সুনামগঞ্জের আবাসিক ব্যবস্থাপক শফিকুল হক জানায়, বিল বকেয়া থাকায় এই সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করা দেওয়া হয়েছে। তাদের কাছে ৩ মাসের গ্যাস বিল বকেয়া পাওনা রয়েছে।