ঢাকা ০১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাকসুতে হেরে যাওয়া ছাত্রদল প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীদের শিবিরের সঙ্গীতকে কটাক্ষ করে নাচ Logo দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি Logo দ্য নিউজের সাংবাদিক ইমরানকে প্রাণনাশের হুমকি Logo দেশ জুড়ে এসব অগ্নিকাণ্ডের ঘটনা পূর্বপরিকল্পিত: মির্জা ফখরুল Logo চট্রগ্রাম বন্দরে ১২০০ টন কাচামাল নিয়ে জাহাজডুবি Logo রিশাদের রেকর্ড বোলিংয়ে মিরপুরে বাংলাদেশের বড় জয় Logo মৌলভীবাজারে এম নাসের রহমানের নির্বাচনী গণসংযোগ শুরু Logo একাত্তরের শহিদ আবদুর রবের কবর জিয়ারত করলেন চাকসুর ভিপি-জিএসরা Logo ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে সালাহউদ্দিনের বক্তব্যের প্রতিবাদ জানালেন জামায়াত আমির Logo ‘শহীদ মুগ্ধের বাবা ও আতিকুলকে চেনেন না, তিনি শুধু চিনেন এস আলমের গাড়ি

আর্থিক-প্রশাসনিক ক্ষমতা পেলেন ডিএনসিসির প্রধান নির্বাহী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
  • 270

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) পুনরাদেশ না পাওয়া পর্যন্ত সাময়িকভাবে অর্পণ করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) রাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়।

স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানের স্বাক্ষর করা অফিস আদেশে উল্লেখ করা হয়, যেহেতু সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির কারণে সিটি কর্পোরেশনের মেয়র ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

যোগাযোগ করেও তাদের উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না। পাশাপাশি প্যানেল মেয়ররাও কর্মস্থলে ধারাবাহিকভাবে অনুপস্থিত রয়েছেন এবং তাদের সাথেও যোগাযোগ করেও উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না। এ পরিপ্রেক্ষিতে সিটি কর্পোরেশনের অনেক ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং জনসেবা বিঘ্নিত হচ্ছে।
সেখানে বলা হয়েছে, সিটি কর্পোরেশনের সব ধরনের জনসেবা অব্যাহত রাখা ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখার জন্য প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে পুনরাদেশ না পাওয়া পর্যন্ত সাময়িকভাবে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো।জনস্বার্থে জারীকৃত এ আদেশ ১৪ আগস্ট হতে কার্যকর হবে।

ডিএনসিসির এক কর্মকর্তা বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অফিস আদেশে যেভাবে বলা হয়েছে সেভাবেই চলবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

জনপ্রিয় সংবাদ

রাকসুতে হেরে যাওয়া ছাত্রদল প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীদের শিবিরের সঙ্গীতকে কটাক্ষ করে নাচ

আর্থিক-প্রশাসনিক ক্ষমতা পেলেন ডিএনসিসির প্রধান নির্বাহী

আপডেট সময় ০৯:১৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) পুনরাদেশ না পাওয়া পর্যন্ত সাময়িকভাবে অর্পণ করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) রাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়।

স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানের স্বাক্ষর করা অফিস আদেশে উল্লেখ করা হয়, যেহেতু সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির কারণে সিটি কর্পোরেশনের মেয়র ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

যোগাযোগ করেও তাদের উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না। পাশাপাশি প্যানেল মেয়ররাও কর্মস্থলে ধারাবাহিকভাবে অনুপস্থিত রয়েছেন এবং তাদের সাথেও যোগাযোগ করেও উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না। এ পরিপ্রেক্ষিতে সিটি কর্পোরেশনের অনেক ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং জনসেবা বিঘ্নিত হচ্ছে।
সেখানে বলা হয়েছে, সিটি কর্পোরেশনের সব ধরনের জনসেবা অব্যাহত রাখা ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখার জন্য প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে পুনরাদেশ না পাওয়া পর্যন্ত সাময়িকভাবে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো।জনস্বার্থে জারীকৃত এ আদেশ ১৪ আগস্ট হতে কার্যকর হবে।

ডিএনসিসির এক কর্মকর্তা বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অফিস আদেশে যেভাবে বলা হয়েছে সেভাবেই চলবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।