ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সঙ্কটকালে বাংলাদেশের পাশে আছে ইইউ: রাষ্ট্রদূত

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ১০:৫৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
  • 119

সঙ্কটকালে বাংলাদেশের পাশে আছে ইইউ: রাষ্ট্রদূত

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সঙ্কটকালে বাংলাদেশের পাশে আছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ’র ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নড স্পানিয়ের। বুধবার (১৪ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ইইউ’র ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বলেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। সঙ্কটকালে আমরা বাংলাদেশের পাশে আছি। আমরা আজ জানতে এসেছি, কীভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে পারি। আমরা অনেক দেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করেছি। তিনি বলেন, বাংলাদেশকে দীর্ঘ, মধ্য ও স্বল্প মেয়াদি সহযোগিতার সুযোগ রয়েছে।

অনেক রাজনৈতিক নেতা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন, সে বিষয়ে ইইউ’র অবস্থান জানতে চাইলে বার্নড স্পানিয়ের বলেন, ইউরোপীয় ইউনিয়নের কনস্যুলার সেবার সুযোগ নেই। তাই, এটি সদস্য দেশের ওপর নির্ভর করবে।

বৈঠকে জিএসপি প্লাস সুবিধা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান জানান বার্নড। তিনি বলেন, শ্রমিক অধিকার বিষয়ে আলোচনা হয়েছে। আশা করি, অন্তর্বর্তী সরকার এ বিষয়ে নজর দেবে।

দখল-দূষণে মৃতপ্রায় লক্ষ্মীপুরের ভুলুয়া নদী

সঙ্কটকালে বাংলাদেশের পাশে আছে ইইউ: রাষ্ট্রদূত

আপডেট সময় ১০:৫৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সঙ্কটকালে বাংলাদেশের পাশে আছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ’র ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নড স্পানিয়ের। বুধবার (১৪ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ইইউ’র ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বলেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। সঙ্কটকালে আমরা বাংলাদেশের পাশে আছি। আমরা আজ জানতে এসেছি, কীভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে পারি। আমরা অনেক দেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করেছি। তিনি বলেন, বাংলাদেশকে দীর্ঘ, মধ্য ও স্বল্প মেয়াদি সহযোগিতার সুযোগ রয়েছে।

অনেক রাজনৈতিক নেতা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন, সে বিষয়ে ইইউ’র অবস্থান জানতে চাইলে বার্নড স্পানিয়ের বলেন, ইউরোপীয় ইউনিয়নের কনস্যুলার সেবার সুযোগ নেই। তাই, এটি সদস্য দেশের ওপর নির্ভর করবে।

বৈঠকে জিএসপি প্লাস সুবিধা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান জানান বার্নড। তিনি বলেন, শ্রমিক অধিকার বিষয়ে আলোচনা হয়েছে। আশা করি, অন্তর্বর্তী সরকার এ বিষয়ে নজর দেবে।