ঢাকা ১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হিজাব পরায় ছাত্রীদের বের করে দেওয়ার অভিযোগ, শিক্ষিকা বরখাস্ত Logo পাঁচ মাসে ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ: বিডা Logo বুধবার থেকে ভারতের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ, নোটিশ জারি করল যুক্তরাষ্ট্র Logo প্রকৌশলী রোকন হত্যার হুমকির প্রতিবাদে রুয়েটিয়ানদের স্মারকলিপি প্রদান ও আল্টিমেটাম Logo আমি বিবাহিত, সেটা ফেসবুকে প্রমাণ করার কিছু নেই: অপু বিশ্বাস Logo বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল হলেন যুক্তরাষ্ট্রের ব্রিগেডিয়ার জেনারেল Logo আইআইইউসিতে ক্লাসরুম সংকট নিরসন, ল্যাব স্থাপন সহ ৭ দফা দাবিতে উপাচার্য বরাবর স্বারক লিপি প্রদান Logo ৪০ দেশের প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন Logo ফজলুর রহমানের দলীয় পদ ৩ মাসের জন্য স্থগিত করলো বিএনপি Logo শোকজের জবাবে যা লিখলেন ফজলুর রহমান

স্বৈরাচার সরকারের বিদায় উপলক্ষ্যে ববিতে বিজয় মিছিল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগে আলোচনা সভা ও বিজয় মিছিল করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও এলাকার জনতা।

বুধবার (১৪ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে এ আলোচনা সভায় অংশগ্রহন করেন শতশত শিক্ষার্থী ও কর্ণকাঠি এলাকাবাসী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং দুপুর ১ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে বিজয় মিছিল বের হয়ে ভোলা রোড ঘুরে ক্যাম্পাসের ভিতরে শেষ হয়।

বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা অনেক আত্মত্যাগের পর বিজয়ী হয়েছি। সুন্দর একটি সোনার বাংলা গড়তে আমাদের আত্মত্যাগকে সমুন্নত রেখেছি। তিনি আরো বলেন, ‘আমাদের বিজয় হলেও সারা দেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণ করা হচ্ছে। আমাদের আন্দোলনকে কলঙ্কিত করতে চেষ্টা করা হচ্ছে। আমাদের সচেতন থাকতে হবে।’

কর্ণকাঠি এলাকার পক্ষ থেকে আহত একজন বলেন, ‘হায়েনা পুলিশ বাহিনীর বুলেটের আঘাতে আমার চোখ হারিয়েছি তবে দুঃখ নেই আমরা চূড়ান্ত সফলতা অর্জন করেছি। তিনি আরো বলেন, ওরা রাজাকার, ওরা খুনি, ওদের বিচার হবে। খুনি হাসিনার দোসরদের বিচার করা হবে। এ সময় তিনি আহত এবং নিহত সকলের জন্য দোয়ার দরখাস্ত করেন।’

তুমি কে আমি কে? শিক্ষার্থী শিক্ষার্থী, হৈ হৈ রই রই ছাত্রলীগ গেলি কই সহ অসংখ্য স্লোগানে সকলে মুখরিত হয়ে ওঠে। বিজয় মিছিলে ছাত্র-জনতার এসব স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হিজাব পরায় ছাত্রীদের বের করে দেওয়ার অভিযোগ, শিক্ষিকা বরখাস্ত

স্বৈরাচার সরকারের বিদায় উপলক্ষ্যে ববিতে বিজয় মিছিল

আপডেট সময় ০৮:০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগে আলোচনা সভা ও বিজয় মিছিল করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও এলাকার জনতা।

বুধবার (১৪ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে এ আলোচনা সভায় অংশগ্রহন করেন শতশত শিক্ষার্থী ও কর্ণকাঠি এলাকাবাসী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং দুপুর ১ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে বিজয় মিছিল বের হয়ে ভোলা রোড ঘুরে ক্যাম্পাসের ভিতরে শেষ হয়।

বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা অনেক আত্মত্যাগের পর বিজয়ী হয়েছি। সুন্দর একটি সোনার বাংলা গড়তে আমাদের আত্মত্যাগকে সমুন্নত রেখেছি। তিনি আরো বলেন, ‘আমাদের বিজয় হলেও সারা দেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণ করা হচ্ছে। আমাদের আন্দোলনকে কলঙ্কিত করতে চেষ্টা করা হচ্ছে। আমাদের সচেতন থাকতে হবে।’

কর্ণকাঠি এলাকার পক্ষ থেকে আহত একজন বলেন, ‘হায়েনা পুলিশ বাহিনীর বুলেটের আঘাতে আমার চোখ হারিয়েছি তবে দুঃখ নেই আমরা চূড়ান্ত সফলতা অর্জন করেছি। তিনি আরো বলেন, ওরা রাজাকার, ওরা খুনি, ওদের বিচার হবে। খুনি হাসিনার দোসরদের বিচার করা হবে। এ সময় তিনি আহত এবং নিহত সকলের জন্য দোয়ার দরখাস্ত করেন।’

তুমি কে আমি কে? শিক্ষার্থী শিক্ষার্থী, হৈ হৈ রই রই ছাত্রলীগ গেলি কই সহ অসংখ্য স্লোগানে সকলে মুখরিত হয়ে ওঠে। বিজয় মিছিলে ছাত্র-জনতার এসব স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।