ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দেশকে বিরাজনীতিকরণে নতুন ‘মাইনাস-টু ফর্মুলা’ সক্রিয়: মির্জা আব্বাস Logo লিটনকে অধিনায়ক করে এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা Logo নীতি পরিপন্থী কার্যকলাপের জন্য মৌলভীবাজার জেলা বিএনপি নেতার পদ স্থগ Logo ফ্যাসিবাদী বিজেপি’ ও মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয় Logo শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেপ্তার Logo গোপালগঞ্জে একসঙ্গে আওয়ামী লীগের ৮ নেতার পদত্যাগ Logo দীর্ঘ এক যুগ পর লক্ষ্মীপুরে বিএনপির ‘দ্বি-বার্ষিক’ সম্মেলন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন নেতৃত্ব Logo নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ মিলল মেঘনা নদীতে Logo এবার জাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে তারিকুল-নিগার সুলতানা দম্পতি Logo ফটিকছড়িতে ৩ কিশোরকে গণপিটুনি, ঘটনাস্থলে একজনের মৃত্যু

প্রথমেই ধস ১২২ রানেই শেষ মুশফিক-মুমিনুলদের ইনিংস

প্রস্তুতি হিসেবে এই সিরিজকে দেখা হচ্ছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে বেশ কয়েকজনের জন্য ‘এ’ দল । তবে শুরুটা ভালো হলো না মুশফিকুর রহিম-মুমিনুল হকদের। পাকিস্তান শাহিনস দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে প্রথম ইনিংসে ৪৪.৩ ওভারে ১২২ রানেই গুটিয়ে গেছে এনামুল হকের দল। ইনিংসে একমাত্র ফিফটি ওপেনার মাহমুদুল হাসানের, আর কেউ ১৪ রানের বেশিও করতে পারেননি। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে জবাবে ২ ওভারে বিনা উইকেটে ২ রান করেছে পাকিস্তান শাহিনস।

গতকাল পাকিস্তান ইসলামাবাদের ক্লাব গ্রাউন্ডে বৃষ্টির কারণে প্রথম সেশনে খেলা হয়নি। শেষ পর্যন্ত স্থানীয় সময় বেলা দুইটায় শুরু হয় খেলা। তার আগে টসে জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ ‘এ’ দল।]

ওপেনিং ব্যাটিংয়ে প্রথম উইকেট হারায় মাত্র ৬ রানে তারা-মীর হামজার বলে বোল্ড হন জাকির হাসান। একপ্রান্তে মাহমুদুল টিকে ছিলেন, কিন্তু তাঁকে সে অর্থে কেউই সঙ্গ দিতে পারেননি। কোনো জুটিও বড় হয়নি তাই। অবশ্য একসময় ৩ উইকেট হারিয়ে ৯১ রান তুলেছিল বাংলাদেশ ‘এ’, সেখান থেকে ৩১ রান তুলতেই শেষ ৭ উইকেট হারায় তারা।

তিন নাম্বারে নামা অধিনায়ক এনামুল টিকে ছিলেন বেশ কিছুক্ষণ, খেলেন ৪৫ বল। তবে নাসিম শাহর প্রথম শিকারে পরিণত হওয়ার আগে ৭ রানের বেশি করতে পারেননি তিনি। এনামুলের পর মুমিনুলকেও আউট করেন নাসিম, দুজনই উইকেটকিপার সরফরাজ আহমেদের হাতে ক্যাচ দেন।
এ ম্যাচে বাংলাদেশ খেলাচ্ছে মাত্র ছয়জন স্বীকৃত ব্যাটসম্যানকে, সাতে তাই আসতে হয় নাঈম হাসানকে। মিডল অর্ডারের পর লোয়ার মিডল অর্ডার পাকিস্তান শাহিনসের পেসারদের সামনে দাঁড়াতেই পারেনি। উমর আমিনকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে মাহমুদুল ৬৫ রান করেন ১১৬ বলে, মারেন ৯টি চার।

শাহিনসের হামজা ও নাসিম নেন ৩টি করে উইকেট, ১টি করে নেন মোহাম্মদ আলী ও উমর আমিন। লেগ স্পিনার মোহাম্মদ রমিজ জুনিয়র নেন ২টি উইকেট।

স্কোর
বাংলাদেশ ‘এ’ ১ম ইনিংস: ৪৪.৩ ওভারে ১২২ (মাহমুদুল ৬৫, মুশফিক ১৪, মুমিনুল ১১, রেজাউর ১০; নাসিম ৩/২৪, হামজা ৩/৩৩, রমিজ জুনিয়র ২/৪১)।
পাকিস্তান শাহিনস ১ম ইনিংস: ২ ওভারে ২/০ (সাইম ২*, হুরাইরা ০)।

 

জনপ্রিয় সংবাদ

দেশকে বিরাজনীতিকরণে নতুন ‘মাইনাস-টু ফর্মুলা’ সক্রিয়: মির্জা আব্বাস

প্রথমেই ধস ১২২ রানেই শেষ মুশফিক-মুমিনুলদের ইনিংস

আপডেট সময় ০৭:৩২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪

প্রস্তুতি হিসেবে এই সিরিজকে দেখা হচ্ছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে বেশ কয়েকজনের জন্য ‘এ’ দল । তবে শুরুটা ভালো হলো না মুশফিকুর রহিম-মুমিনুল হকদের। পাকিস্তান শাহিনস দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে প্রথম ইনিংসে ৪৪.৩ ওভারে ১২২ রানেই গুটিয়ে গেছে এনামুল হকের দল। ইনিংসে একমাত্র ফিফটি ওপেনার মাহমুদুল হাসানের, আর কেউ ১৪ রানের বেশিও করতে পারেননি। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে জবাবে ২ ওভারে বিনা উইকেটে ২ রান করেছে পাকিস্তান শাহিনস।

গতকাল পাকিস্তান ইসলামাবাদের ক্লাব গ্রাউন্ডে বৃষ্টির কারণে প্রথম সেশনে খেলা হয়নি। শেষ পর্যন্ত স্থানীয় সময় বেলা দুইটায় শুরু হয় খেলা। তার আগে টসে জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ ‘এ’ দল।]

ওপেনিং ব্যাটিংয়ে প্রথম উইকেট হারায় মাত্র ৬ রানে তারা-মীর হামজার বলে বোল্ড হন জাকির হাসান। একপ্রান্তে মাহমুদুল টিকে ছিলেন, কিন্তু তাঁকে সে অর্থে কেউই সঙ্গ দিতে পারেননি। কোনো জুটিও বড় হয়নি তাই। অবশ্য একসময় ৩ উইকেট হারিয়ে ৯১ রান তুলেছিল বাংলাদেশ ‘এ’, সেখান থেকে ৩১ রান তুলতেই শেষ ৭ উইকেট হারায় তারা।

তিন নাম্বারে নামা অধিনায়ক এনামুল টিকে ছিলেন বেশ কিছুক্ষণ, খেলেন ৪৫ বল। তবে নাসিম শাহর প্রথম শিকারে পরিণত হওয়ার আগে ৭ রানের বেশি করতে পারেননি তিনি। এনামুলের পর মুমিনুলকেও আউট করেন নাসিম, দুজনই উইকেটকিপার সরফরাজ আহমেদের হাতে ক্যাচ দেন।
এ ম্যাচে বাংলাদেশ খেলাচ্ছে মাত্র ছয়জন স্বীকৃত ব্যাটসম্যানকে, সাতে তাই আসতে হয় নাঈম হাসানকে। মিডল অর্ডারের পর লোয়ার মিডল অর্ডার পাকিস্তান শাহিনসের পেসারদের সামনে দাঁড়াতেই পারেনি। উমর আমিনকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে মাহমুদুল ৬৫ রান করেন ১১৬ বলে, মারেন ৯টি চার।

শাহিনসের হামজা ও নাসিম নেন ৩টি করে উইকেট, ১টি করে নেন মোহাম্মদ আলী ও উমর আমিন। লেগ স্পিনার মোহাম্মদ রমিজ জুনিয়র নেন ২টি উইকেট।

স্কোর
বাংলাদেশ ‘এ’ ১ম ইনিংস: ৪৪.৩ ওভারে ১২২ (মাহমুদুল ৬৫, মুশফিক ১৪, মুমিনুল ১১, রেজাউর ১০; নাসিম ৩/২৪, হামজা ৩/৩৩, রমিজ জুনিয়র ২/৪১)।
পাকিস্তান শাহিনস ১ম ইনিংস: ২ ওভারে ২/০ (সাইম ২*, হুরাইরা ০)।