ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পাবনার পুলিশ প্রশাসনের উপর অনাস্থা জানিয়ে বিক্ষুদ্ধ ছাত্রজনতার মানববন্ধন Logo লতিফ সিদ্দিকীর ও ঢাবি আইন বিভাগের অধ্যাপক ডিবি হেফাজতে Logo ডাকসু নির্বাচনে ছাত্রদলের ১০ দফা ইশতেহার ঘোষণা Logo খাগড়াছড়িতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির Logo ৩ দফা দাবিতে আগারগাঁওয়ে শেকৃবি শিক্ষার্থীদের ব্লকেড, যান চলাচল বন্ধ Logo পাথরকাণ্ডে মিথ্যা অপবাদের প্রতিবাদে এবার রাজপথে নামছে সিলেট জামায়াত Logo প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীর সাথে পরকীয়া, দুই বন্ধুর মাথা ন্যাড়া করে পুলিশের হাতে সোপর্দ Logo শহিদ আবু সাঈদ হত্যার মামলার সাক্ষ্যগ্রহণ শুরু Logo ‘তারেক রহমান দেশে ফিরলেই পাল্টে যাবে রাজনীতির দৃশ্যপট’-যুবদল সভাপতি Logo সুন্দরগঞ্জে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনে অনিয়ম, প্রতিবাদে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল

বগুড়ায় ব্রীজে মিলল মু‌দি‌ দোকানী‌র গলা‌কাটা মরদেহ

বগুড়ার সদরে রাতে দোকান থেকে বাসায় ফেরার পথে তুলে নিয়ে যাওয়ার পর বাবর আলী নামে এক মু‌দি দোকানীর গলা কাটা মরদেহ উদ্ধার হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল সাগে ৭ টার দিকে সদরের ফুলবাড়ি বারুনীমেলার ব্রীজের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে সোমবার রাতে বাড়িতে ফেরার পথে বাড়ির সামনে থেকে ক‌য়েকজন দুর্বৃত্ত তা‌কে  তুলে নিয়ে যায়।

পুলিশের ধারণা, দিবাগত রাতের কোনো এক সময় তা‌কে হত‌্যা ক‌রে শহরের ফুলবাড়ি বারুনীমেলার ব্রী‌জের উপর তা‌কে ফে‌লে যায় দুর্বৃত্তরা।

বাবর আলী বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের আকাশতারা এলাকার মৃত রমজান আলীর ছেলে। তি‌নি পেশায় মুদি দোকানী ছি‌লেন।

নিহ‌তের প‌রিবার ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, বাবার আকাশতারা এলাকায় মুদি দোকান র‌য়ে‌ছে। গতকাল রাতে দোকান থেকে বাড়িতে ফেরার পথে বাড়ির সামনে থেকে ক‌য়েকজন দুর্বৃত্ত তা‌কে  তুলে নিয়ে যায়৷ তাদের বেশিরভাগেরই মুখ ঢাকা ছিল। প‌রে আজ সকা‌লে স্থানীয় লোকজন ওই ব্রিজের উপর দি‌য়ে যাওয়ার সময় তার গলাকাটা লাশ দেখ‌তে পায়। প‌রে খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থল থে‌কে লাশ উদ্ধ‌ার ক‌রে বগুড়া শহীদ জিয়াউর রহমান মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ম‌র্গে প্রেরণ ক‌রে।

এ বিষয়ে নারুলী পুলিশ ফাঁড়ির এসআই সাজ্জাদ হোসেন ব‌লেন, পূর্ব শত্রুতার জে‌রে এই হত্যাকান্ড সংঘ‌টিত হ‌য়ে‌ছে। নিহ‌তের লাশ শহীদ‌ জিয়াউর রহমান মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ম‌র্গে র‌য়ে‌ছে। এ ঘটনায় নিহ‌তের প‌রিবার থে‌কে মামলার প্রক্রিয়া চল‌ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাবনার পুলিশ প্রশাসনের উপর অনাস্থা জানিয়ে বিক্ষুদ্ধ ছাত্রজনতার মানববন্ধন

বগুড়ায় ব্রীজে মিলল মু‌দি‌ দোকানী‌র গলা‌কাটা মরদেহ

আপডেট সময় ০২:৪৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪

বগুড়ার সদরে রাতে দোকান থেকে বাসায় ফেরার পথে তুলে নিয়ে যাওয়ার পর বাবর আলী নামে এক মু‌দি দোকানীর গলা কাটা মরদেহ উদ্ধার হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল সাগে ৭ টার দিকে সদরের ফুলবাড়ি বারুনীমেলার ব্রীজের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে সোমবার রাতে বাড়িতে ফেরার পথে বাড়ির সামনে থেকে ক‌য়েকজন দুর্বৃত্ত তা‌কে  তুলে নিয়ে যায়।

পুলিশের ধারণা, দিবাগত রাতের কোনো এক সময় তা‌কে হত‌্যা ক‌রে শহরের ফুলবাড়ি বারুনীমেলার ব্রী‌জের উপর তা‌কে ফে‌লে যায় দুর্বৃত্তরা।

বাবর আলী বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের আকাশতারা এলাকার মৃত রমজান আলীর ছেলে। তি‌নি পেশায় মুদি দোকানী ছি‌লেন।

নিহ‌তের প‌রিবার ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, বাবার আকাশতারা এলাকায় মুদি দোকান র‌য়ে‌ছে। গতকাল রাতে দোকান থেকে বাড়িতে ফেরার পথে বাড়ির সামনে থেকে ক‌য়েকজন দুর্বৃত্ত তা‌কে  তুলে নিয়ে যায়৷ তাদের বেশিরভাগেরই মুখ ঢাকা ছিল। প‌রে আজ সকা‌লে স্থানীয় লোকজন ওই ব্রিজের উপর দি‌য়ে যাওয়ার সময় তার গলাকাটা লাশ দেখ‌তে পায়। প‌রে খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থল থে‌কে লাশ উদ্ধ‌ার ক‌রে বগুড়া শহীদ জিয়াউর রহমান মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ম‌র্গে প্রেরণ ক‌রে।

এ বিষয়ে নারুলী পুলিশ ফাঁড়ির এসআই সাজ্জাদ হোসেন ব‌লেন, পূর্ব শত্রুতার জে‌রে এই হত্যাকান্ড সংঘ‌টিত হ‌য়ে‌ছে। নিহ‌তের লাশ শহীদ‌ জিয়াউর রহমান মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ম‌র্গে র‌য়ে‌ছে। এ ঘটনায় নিহ‌তের প‌রিবার থে‌কে মামলার প্রক্রিয়া চল‌ছে।