ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়েছেন টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট টিম। দেশের পরিবর্তনে ধারা ক্রিকেটেও পারফরম্যান্সের পরিবর্তন দেখাতে চান তাসকিন আহমেদ।

গত সোমবার (১২ আগস্ট)দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট টিমসাকিব সরাসরি যোগ দেবেন পাকিস্তানে।

সবার আগে এয়ার‌পো‌র্টে আসেন খা‌লেদ আহ‌মেদ। একে একে প্রবেশ ক‌রেন না‌হিদ রানা, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, তাস‌কিন আহ‌মেদ ও মে‌হেদী মিরাজ।

গণমাধ্যমের মু‌খোমু‌খি হ‌য়ে তাস‌কিন বলেন, সবসময় টে‌স্ট খেলার ই‌চ্ছা ছিল তার। এ দ‌লের দ্বিতীয় চার‌দি‌নের ম্যাচে নি‌জে‌কে প্রস্তুত ক‌রে জাতীয় দ‌লের হ‌য়ে খেল‌বেন দ্বিতীয় টেস্ট।
টাইগার পেসার আরও বলেন, কাঁধের সমস্যার জন্য আমি টেস্ট থেকে বিরতিতে গিয়েছিলাম, যাতে করে আমার কাঁধ ও শরীর ভালো থাকে। দেশকে যাতে লংগার ভার্সন ম্যাচ জেতাতে পারি।

জনপ্রিয় সংবাদ

একইস্থানে বিএনপির দু‘পক্ষের সম্মেলনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়েছেন টাইগাররা

আপডেট সময় ০৮:২৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট টিম। দেশের পরিবর্তনে ধারা ক্রিকেটেও পারফরম্যান্সের পরিবর্তন দেখাতে চান তাসকিন আহমেদ।

গত সোমবার (১২ আগস্ট)দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট টিমসাকিব সরাসরি যোগ দেবেন পাকিস্তানে।

সবার আগে এয়ার‌পো‌র্টে আসেন খা‌লেদ আহ‌মেদ। একে একে প্রবেশ ক‌রেন না‌হিদ রানা, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, তাস‌কিন আহ‌মেদ ও মে‌হেদী মিরাজ।

গণমাধ্যমের মু‌খোমু‌খি হ‌য়ে তাস‌কিন বলেন, সবসময় টে‌স্ট খেলার ই‌চ্ছা ছিল তার। এ দ‌লের দ্বিতীয় চার‌দি‌নের ম্যাচে নি‌জে‌কে প্রস্তুত ক‌রে জাতীয় দ‌লের হ‌য়ে খেল‌বেন দ্বিতীয় টেস্ট।
টাইগার পেসার আরও বলেন, কাঁধের সমস্যার জন্য আমি টেস্ট থেকে বিরতিতে গিয়েছিলাম, যাতে করে আমার কাঁধ ও শরীর ভালো থাকে। দেশকে যাতে লংগার ভার্সন ম্যাচ জেতাতে পারি।