ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ ড্র

দক্ষিণ আফ্রিকার সম্ভাবনা জাগালেও জেতা হলো না আবার সুযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজেরও। তবে ত্রিনিদাদে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলের। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটাই তাই জেতেনি কেউ, আবার হারেওনি।

কুইন্স পার্ক ওভালে টসে জিতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৫৭ রাত তুলে নেয় প্রোটিয়ারা। জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২৩৩ রানেই গুটিয়ে যায় । ১২৪ রানের লিড পাওয়া প্রোটিয়ারা এরপর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে যোগ করে ১৭৩ রান।

রোববার শেষ দিনে দক্ষিণ আফ্রিকার ইনিংস ঘোষণার পরে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২৯৭ রানের। ওয়েস্ট ইন্ডিজ বৃষ্টির বাধায় ৫ উইকেট হারিয়ে ২০১ রান তুলতে পারে।

ওয়েস্ট ইন্ডিজ আর মাত্র একটি সেশন ব্যাট করতে পারলেই হয়তো ম্যাচটি জিততে পারতো । জয় থেকে মাত্র ৯৬ রান দূরে ছিল স্বাগতিকরা। হাতে ছিল ৫ উইকেটও। তবে শুরু থেকেই বাধা হয়ে দাড়ায় বৃষ্টি ।শেষ দিনেও নিস্তার দেয়নি। সব মিলিয়ে এই টেস্টে ১৪২ ওভার গেছে বৃষ্টির পেটে।

৫ম দিনে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলতে থাকে দক্ষিণ আফ্রিকা। উদ্দেশ্য ছিল স্পষ্ট, দ্রুত রান তোলা। টনি জর্জি এবং মার্করাম মিলে প্রঞ্চম দিনের প্রথম ১০ ওভারেই স্কোরবোর্ডে জমা করে ৪৮ রান। উদ্বোধনী জুটিতে আসে ৭৮ রান।৬০ বলে ৪৫ রান করে জোশুয়া ডি সিলভার হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন জর্জি। এরপর ত্রিস্টান স্টাবসকে নিয়ে এগোতে থাকেন মার্করাম। তবে দলীয় ১১৩ রানের মাথায় ৩৮ রানে ফেরেন মার্করাম। এরপর অধিনায়ক বাভুমাকে পাশে রেখে দ্রুত রান তুলতে থাকেন স্টাবস।৫০ বলে ৬৮ রানে থামে স্টাবসের ইনিংস। বাভুমা তখন ১৭ বলে ১৫ রান নিয়ে নট আউট ছিলেন। ৩ উইকেটে ১৭৩ রানেই দ্বিতীয় ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা।

ক্রেইগ ব্র্যাথওয়েট জবাব দিতে নেমে ওভারের ৩য় বলেই ক্যাচ তুলে দেন । এরপর প্রায় ঘণ্টাখানেক বৃষ্টিতে বন্ধ থাকে খেলা। বৃষ্টি থামতেই মিকাইল লুইকে (৯) ফাঁদে ফেলেন রাবাদা। তবে বেশ স্বাচ্ছন্দে খেলতে থাকেন অলোক অ্যাথেনেজ। ক্যাসি কার্থির ব্যাটে আসে ৩১ রান।

তারপর কাভেম হজকে নিয়ে চেষ্টা করেন অলোক। তবে ২৯ রান করে থামতে হয় হজকে। অলোক অ্যাথেনেজ করেন ১১৬ বলে ৯২ রান। এরপর জেসন হোল্ডার এবং জোশুয়া ডি সিলভা চেষ্টা করেন জয়ের লক্ষ্যে দলকে রাখার। তবে আলো স্বল্পতার কারণে ৬.৪ ওভার আগেই শেষ হয় ম্যাচ। আর সেইসাথে ড্র হয় ম্যাচ।

জনপ্রিয় সংবাদ

মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশ সাংবাদিকসহ আহত ৫০

ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ ড্র

আপডেট সময় ০৭:৫০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪

দক্ষিণ আফ্রিকার সম্ভাবনা জাগালেও জেতা হলো না আবার সুযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজেরও। তবে ত্রিনিদাদে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলের। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটাই তাই জেতেনি কেউ, আবার হারেওনি।

কুইন্স পার্ক ওভালে টসে জিতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৫৭ রাত তুলে নেয় প্রোটিয়ারা। জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২৩৩ রানেই গুটিয়ে যায় । ১২৪ রানের লিড পাওয়া প্রোটিয়ারা এরপর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে যোগ করে ১৭৩ রান।

রোববার শেষ দিনে দক্ষিণ আফ্রিকার ইনিংস ঘোষণার পরে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২৯৭ রানের। ওয়েস্ট ইন্ডিজ বৃষ্টির বাধায় ৫ উইকেট হারিয়ে ২০১ রান তুলতে পারে।

ওয়েস্ট ইন্ডিজ আর মাত্র একটি সেশন ব্যাট করতে পারলেই হয়তো ম্যাচটি জিততে পারতো । জয় থেকে মাত্র ৯৬ রান দূরে ছিল স্বাগতিকরা। হাতে ছিল ৫ উইকেটও। তবে শুরু থেকেই বাধা হয়ে দাড়ায় বৃষ্টি ।শেষ দিনেও নিস্তার দেয়নি। সব মিলিয়ে এই টেস্টে ১৪২ ওভার গেছে বৃষ্টির পেটে।

৫ম দিনে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলতে থাকে দক্ষিণ আফ্রিকা। উদ্দেশ্য ছিল স্পষ্ট, দ্রুত রান তোলা। টনি জর্জি এবং মার্করাম মিলে প্রঞ্চম দিনের প্রথম ১০ ওভারেই স্কোরবোর্ডে জমা করে ৪৮ রান। উদ্বোধনী জুটিতে আসে ৭৮ রান।৬০ বলে ৪৫ রান করে জোশুয়া ডি সিলভার হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন জর্জি। এরপর ত্রিস্টান স্টাবসকে নিয়ে এগোতে থাকেন মার্করাম। তবে দলীয় ১১৩ রানের মাথায় ৩৮ রানে ফেরেন মার্করাম। এরপর অধিনায়ক বাভুমাকে পাশে রেখে দ্রুত রান তুলতে থাকেন স্টাবস।৫০ বলে ৬৮ রানে থামে স্টাবসের ইনিংস। বাভুমা তখন ১৭ বলে ১৫ রান নিয়ে নট আউট ছিলেন। ৩ উইকেটে ১৭৩ রানেই দ্বিতীয় ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা।

ক্রেইগ ব্র্যাথওয়েট জবাব দিতে নেমে ওভারের ৩য় বলেই ক্যাচ তুলে দেন । এরপর প্রায় ঘণ্টাখানেক বৃষ্টিতে বন্ধ থাকে খেলা। বৃষ্টি থামতেই মিকাইল লুইকে (৯) ফাঁদে ফেলেন রাবাদা। তবে বেশ স্বাচ্ছন্দে খেলতে থাকেন অলোক অ্যাথেনেজ। ক্যাসি কার্থির ব্যাটে আসে ৩১ রান।

তারপর কাভেম হজকে নিয়ে চেষ্টা করেন অলোক। তবে ২৯ রান করে থামতে হয় হজকে। অলোক অ্যাথেনেজ করেন ১১৬ বলে ৯২ রান। এরপর জেসন হোল্ডার এবং জোশুয়া ডি সিলভা চেষ্টা করেন জয়ের লক্ষ্যে দলকে রাখার। তবে আলো স্বল্পতার কারণে ৬.৪ ওভার আগেই শেষ হয় ম্যাচ। আর সেইসাথে ড্র হয় ম্যাচ।