ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আফগানদের বিদায়, বাংলাদেশকে নিয়েই সুপার ফোরে লঙ্কানরা Logo ১৭ দিনে রেমিট্যান্স এলো ১৭৭ কোটি মার্কিন ডলার Logo বড় সংগ্রহ আফগানদের, বাংলাদেশের সুপার ফোরের আশা ভাঙার পথে Logo কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি: মির্জা ফখরুল Logo নওগাঁয় ভুয়া ৪ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৬ Logo চাকসু নির্বাচনে “সম্প্রীতির শিক্ষার্থী জোট” নামে ছাত্রশিবিরের পূর্নাঙ্গ প্যানেল ঘোষণা Logo দুই দিনে ভারতে ৫৬.২৫ মেট্রিক টন ইলিশ রপ্তানি Logo ন্যাটোর হুমকির পর সামরিক পোশাকে যুদ্ধের ময়দানে পুতিন! Logo ফরিদপুরের দেশীয় অস্ত্র নিয়ে কিশোর-তরুণদের নাচানাচির ভিডিও ভাইরাল Logo বিজিবিতে চাকরি পেলেন বিএসএফের গুলিতে নিহত ফেলানীর ভাই

পলকের হাজার কোটি টাকার দুর্নীতি

দায়িত্ব পাওয়ার পর সোমবার (১২ আগস্ট) আইসিটি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে সাক্ষাতে যান অর্ন্তবর্তীকালিন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। সাক্ষাতের পর গণমাধ্যমের সাথে কথা বলেন নাহিদ। এ সময় নাহিদ বলেন, গণমাধ্যমের কন্ঠ রোধ করে এমন বিতর্কিত ধারাগুলো আইন মন্ত্রণালয়ের সাথে বসে আলোচনার মাধ্যমে সংশোধন করা হবে।

এ সময় আইসিটি বিভাগের সামনে প্রায় শ’খানেক বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন স্লোগান দেয়। এটুআই, ভূয়া ভূয়া। তারা অভিযোগ করেন এটুআই একটি ব্ল্যাকহোল। হাজার কোটি টাকা বাজেট আসে, জানা যায় না এই টাকা কোথায় যায়।

এসময় উপদেষ্টাকে জিজ্ঞেস করা হয়, আইসিটি ডিভিশনে অনেক প্রকল্প গ্রহণ করা হয় যার কোনো প্রয়োজনীয়তা নেই, এবং এসব প্রকল্পে টাকা হরিলুট করা হয়। উপদেষ্টা বলেন, তারুণ্যের নেতৃত্ব এগিয়ে যাবে আইসিটি খাত। এখানে কোনো প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না। এসময় তিনি যেকোনো অভিযোগ লিখিত আকারে দিতে বলেন। শিগগিরিই সকলের সাথে বসবেন বলেও জানান তিনি।

ডিভিশনের অধিনস্ত এক কর্মকর্তা অভিযোগ করেন, এটুআই’র সকলে কাজ ভেন্ডর দিয়ে করানো হয়। প্রচুর টাকা দিয়ে কনসালটেন্ট নিয়োগ করা হয়। অথচ এই কাজ গুলো ডিভিশনের অনেক দক্ষ কর্মকর্তারাই করতে পারে। অভিযোগকারী আরো বলেন, এসব ভেন্ডর সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের অনুসারী। তাদের সিন্ডিকেটের বাইরে কেউ কাজ পায় না। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে বলে জানান উপদেষ্টা।

করোনার সময় সুরক্ষা প্ল্যাটফর্ম তৈরি করা হয় যার মাধ্যমে করোনার ভ্যাকসিন ম্যানেজম্যান্ট করা হতো। জানা গেছে, ডিভিশনের পাঁচজন গ্রোগ্রামার এই প্ল্যাটফর্ম তৈরি করেন। এই প্ল্যাটফর্ম তৈরিতে কোনা টাকা খরচ হয়নি। কিন্তু সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করতে শত কোটি টাকা বাজেট চেয়েছিলেন। যখন তিনি দেখলেন কোনো টাকা ছাড়াই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে, তখন প্রতিমন্ত্রীর চরম নৈরাজ্যের শিকার হয়েছেন বলে জানান এক ভূক্তভোগী।

উল্লেখ্য যে, টেন মিনিট স্কুল প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ছাত্র আন্দোলনের স্বপক্ষে যারা ছিলেন তাদের সাথে এবং যারা বঞ্চিত হয়েছেন তাদের সাথে অবশ্যই সরকার কথা বলবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেবে। তিনি আরও জানান, ইন্টারনেট ক্র্যাক ডাউন এর সাথে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আফগানদের বিদায়, বাংলাদেশকে নিয়েই সুপার ফোরে লঙ্কানরা

পলকের হাজার কোটি টাকার দুর্নীতি

আপডেট সময় ০৫:৫৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪

দায়িত্ব পাওয়ার পর সোমবার (১২ আগস্ট) আইসিটি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে সাক্ষাতে যান অর্ন্তবর্তীকালিন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। সাক্ষাতের পর গণমাধ্যমের সাথে কথা বলেন নাহিদ। এ সময় নাহিদ বলেন, গণমাধ্যমের কন্ঠ রোধ করে এমন বিতর্কিত ধারাগুলো আইন মন্ত্রণালয়ের সাথে বসে আলোচনার মাধ্যমে সংশোধন করা হবে।

এ সময় আইসিটি বিভাগের সামনে প্রায় শ’খানেক বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন স্লোগান দেয়। এটুআই, ভূয়া ভূয়া। তারা অভিযোগ করেন এটুআই একটি ব্ল্যাকহোল। হাজার কোটি টাকা বাজেট আসে, জানা যায় না এই টাকা কোথায় যায়।

এসময় উপদেষ্টাকে জিজ্ঞেস করা হয়, আইসিটি ডিভিশনে অনেক প্রকল্প গ্রহণ করা হয় যার কোনো প্রয়োজনীয়তা নেই, এবং এসব প্রকল্পে টাকা হরিলুট করা হয়। উপদেষ্টা বলেন, তারুণ্যের নেতৃত্ব এগিয়ে যাবে আইসিটি খাত। এখানে কোনো প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না। এসময় তিনি যেকোনো অভিযোগ লিখিত আকারে দিতে বলেন। শিগগিরিই সকলের সাথে বসবেন বলেও জানান তিনি।

ডিভিশনের অধিনস্ত এক কর্মকর্তা অভিযোগ করেন, এটুআই’র সকলে কাজ ভেন্ডর দিয়ে করানো হয়। প্রচুর টাকা দিয়ে কনসালটেন্ট নিয়োগ করা হয়। অথচ এই কাজ গুলো ডিভিশনের অনেক দক্ষ কর্মকর্তারাই করতে পারে। অভিযোগকারী আরো বলেন, এসব ভেন্ডর সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের অনুসারী। তাদের সিন্ডিকেটের বাইরে কেউ কাজ পায় না। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে বলে জানান উপদেষ্টা।

করোনার সময় সুরক্ষা প্ল্যাটফর্ম তৈরি করা হয় যার মাধ্যমে করোনার ভ্যাকসিন ম্যানেজম্যান্ট করা হতো। জানা গেছে, ডিভিশনের পাঁচজন গ্রোগ্রামার এই প্ল্যাটফর্ম তৈরি করেন। এই প্ল্যাটফর্ম তৈরিতে কোনা টাকা খরচ হয়নি। কিন্তু সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করতে শত কোটি টাকা বাজেট চেয়েছিলেন। যখন তিনি দেখলেন কোনো টাকা ছাড়াই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে, তখন প্রতিমন্ত্রীর চরম নৈরাজ্যের শিকার হয়েছেন বলে জানান এক ভূক্তভোগী।

উল্লেখ্য যে, টেন মিনিট স্কুল প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ছাত্র আন্দোলনের স্বপক্ষে যারা ছিলেন তাদের সাথে এবং যারা বঞ্চিত হয়েছেন তাদের সাথে অবশ্যই সরকার কথা বলবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেবে। তিনি আরও জানান, ইন্টারনেট ক্র্যাক ডাউন এর সাথে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।