ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত : ছাত্রদলের জরুরি মেডিকেল টিম গঠন Logo মানুষের পাশে দাঁড়ান, প্রচুর রক্ত লাগবে : সিবগাতুল্লাহ Logo উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে পাইলট বেঁচে আছেন, পালস পেয়েছেন চিকিৎসকরা Logo উত্তরায় বিমান বিধ্বস্ত : নারী-শিশুসহ দগ্ধ প্রায় ৩০ জন জাতীয় বার্ন ইউনিটে Logo বিমানবিধ্বস্ত উদ্ধারে কাজে জামায়তের কর্মীদের র্নিদেশ Logo বিমানবিধ্বস্ত উদ্ধারে কাজে অংশ গ্রহণ করতে জামায়তের কর্মীদের র্নিদেশ Logo উড্ডয়নের ১২ মিনিটের মাথায় বিধ্বস্ত হয় বিমানটি  Logo উত্তরা বিমান বিধ্বস্তের ঘটনায় কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট Logo উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত Logo ১০ দিনের মধ্যে সনদ বাস্তবায়নের আশা আলী রীয়াজের

গাজায় স্কুলে ইসরায়েলি হামলায় শতাধিক নিহত

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০৩:২৫:২২ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
  • 131

গাজায় স্কুলে ইসরায়েলি হামলায় শতাধিক নিহত

গাজা শহরের কেন্দ্রস্থলে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শতাধিক ফিলিস্তিনি নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। আজ শনিবার (১০ আগস্ট) ভোরে শহরের দারাজ এলাকায় বোমা হামলাটি হয়। খবর আল জাজিরার।

স্থানীয় গণমাধ্যম বলছে, বোমা বিস্ফোরণে স্কুলটিতে আগুন লেগে যায় এবং উদ্ধারকারী দল তা নিয়ন্ত্রণে কাজ করছে। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, তারা হামাসের একটি কমান্ড সেন্টার লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গাজা সিটির বাসিন্দাদের আশ্রয়স্থল দারাজ তুফাহ শহরের একটি মসজিদ সংলগ্ন আল-তাবাঈন স্কুলে অবস্থিত হামাস কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে হামাস সন্ত্রাসীদের ওপর হামলা চালিয়েছে আইএএফ।

এতে আরও বলা হয়, হামলার আগে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি কমাতে সুনির্দিষ্ট অস্ত্র ব্যবহারসহ আকাশ থেকে নজরদারি এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ ছাড়াও বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল।

গাজার সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসসাল বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, গাজা শহরের একটি স্কুলে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে ৯০ থেকে ১০০ জনে। এ ছাড়া আরও মানুষ আহত হয়েছেন। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত স্কুলটিতে তিনটি ইসরায়েলি রকেট আঘাত হানে।

গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় থেকে জানানো হয়েছে, হামলায় ১০০ জনেরও বেশি লোক শহিদ হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার প্রতিশোধ নিতে সেদিন থেকেই ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। নয় মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় গাজায় ইতিমধ্যে ৩৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহতের সংখ্যা ছাড়িয়েছ ৯১ হাজার। হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

জনপ্রিয় সংবাদ

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত : ছাত্রদলের জরুরি মেডিকেল টিম গঠন

গাজায় স্কুলে ইসরায়েলি হামলায় শতাধিক নিহত

আপডেট সময় ০৩:২৫:২২ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪

গাজা শহরের কেন্দ্রস্থলে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শতাধিক ফিলিস্তিনি নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। আজ শনিবার (১০ আগস্ট) ভোরে শহরের দারাজ এলাকায় বোমা হামলাটি হয়। খবর আল জাজিরার।

স্থানীয় গণমাধ্যম বলছে, বোমা বিস্ফোরণে স্কুলটিতে আগুন লেগে যায় এবং উদ্ধারকারী দল তা নিয়ন্ত্রণে কাজ করছে। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, তারা হামাসের একটি কমান্ড সেন্টার লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গাজা সিটির বাসিন্দাদের আশ্রয়স্থল দারাজ তুফাহ শহরের একটি মসজিদ সংলগ্ন আল-তাবাঈন স্কুলে অবস্থিত হামাস কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে হামাস সন্ত্রাসীদের ওপর হামলা চালিয়েছে আইএএফ।

এতে আরও বলা হয়, হামলার আগে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি কমাতে সুনির্দিষ্ট অস্ত্র ব্যবহারসহ আকাশ থেকে নজরদারি এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ ছাড়াও বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল।

গাজার সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসসাল বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, গাজা শহরের একটি স্কুলে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে ৯০ থেকে ১০০ জনে। এ ছাড়া আরও মানুষ আহত হয়েছেন। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত স্কুলটিতে তিনটি ইসরায়েলি রকেট আঘাত হানে।

গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় থেকে জানানো হয়েছে, হামলায় ১০০ জনেরও বেশি লোক শহিদ হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার প্রতিশোধ নিতে সেদিন থেকেই ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। নয় মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় গাজায় ইতিমধ্যে ৩৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহতের সংখ্যা ছাড়িয়েছ ৯১ হাজার। হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।