ঢাকা ১২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাকসুতে হেরে যাওয়া ছাত্রদল প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীদের শিবিরের সঙ্গীতকে কটাক্ষ করে নাচ Logo দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি Logo দ্য নিউজের সাংবাদিক ইমরানকে প্রাণনাশের হুমকি Logo দেশ জুড়ে এসব অগ্নিকাণ্ডের ঘটনা পূর্বপরিকল্পিত: মির্জা ফখরুল Logo চট্রগ্রাম বন্দরে ১২০০ টন কাচামাল নিয়ে জাহাজডুবি Logo রিশাদের রেকর্ড বোলিংয়ে মিরপুরে বাংলাদেশের বড় জয় Logo মৌলভীবাজারে এম নাসের রহমানের নির্বাচনী গণসংযোগ শুরু Logo একাত্তরের শহিদ আবদুর রবের কবর জিয়ারত করলেন চাকসুর ভিপি-জিএসরা Logo ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে সালাহউদ্দিনের বক্তব্যের প্রতিবাদ জানালেন জামায়াত আমির Logo ‘শহীদ মুগ্ধের বাবা ও আতিকুলকে চেনেন না, তিনি শুধু চিনেন এস আলমের গাড়ি

অলিম্পিক: প্রথমবার ফুটবলে পদক জিতল মরক্কো

অলিম্পিক: প্রথমবার ফুটবলে পদক জিতল মরক্কো

অলিম্পিক পুরুষ ফুটবলে শুরুটা দারুণ হয়েছিল মরোক্কো অনূর্ধ্ব-২৩ দলের। প্রথম ম্যাচেই তারা হারিয়ে দেয় বিশ্ব ও কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। এরপর ইউক্রেনের কাছে হারলেও ইরাককে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আসে।

এরপর যুক্তরাষ্ট্রকে ৪-০ ব্যবধানে নাস্তানাবুদ করে প্রথমবার সেমিফাইনাল নিশ্চিত করে। কিন্তু স্বর্ণ জয়ের মঞ্চে তারা যেতে পারেনি। সেমিফাইনালে স্পেনের কাছে ২-১ ব্যবধানে হেরে ব্রোঞ্জপদকের লড়াইয়ে নেমে যায়।

আর বৃহস্পতিবার রাতে ব্রোঞ্জের লড়াইয়ে মিশরকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে ইতিহাস গড়ে। অলিম্পিক ফুটবলের ইতিহাসে এই প্রথম মরোক্কো কোনো পদক জিতলো। এর আগে অলিম্পিক ফুটবলে কখনোই তারা গ্রুপপর্বের গণ্ডি পেরুতে পারেনি। সেই দলটিই কিনা এবার পদক জিতে বাড়ি ফিরলো।

এদিন ম্যাচের ২৩ মিনিটে আব্দে ইজালজৌলি গোল করে এগিয়ে নেন দলকে। ২৬ মিনিটে সোফিয়ানে রাহিমির গোলে ব্যবধান বেড়ে হয় দ্বিগুণ। প্রথমার্ধে এই দুটি গোলই হয়।

বিরতির পর আরও চারটি গোল হয়। ৫১ মিনিটে বিলাল এল খাননোস গোল করেন। ৬৪ মিনিটে রাহিমি তার জোড়া গোল পূর্ণ করলে ব্যবধান বেড়ে হয় ৪-০। ৭৩ মিনিটে আকরাম নামাকচ ও ৮৭ মিনিটে ফ্রি কিক থেকে বাঁকানো শটে অধিনায়ক আশরাফ হাকিমির গোলে ৬-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়। নিশ্চিত হয় অলিম্পিক ফুটবলে মরোক্কোর প্রথম পদক।

বিশ্ব ফুটবলে উদীয়মান একটি দেশ মরোক্কো। যারা ২০২২ কাতার বিশ্বকাপে সেমিফাইনাল খেলে চতুর্থ হয়েছিল। এবার অলিম্পিকেও পদক জিতলো। ফুটবলে তাদের এই উন্নতির যাত্রা সামনে হয়তো আরও অনেকদিন অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

রাকসুতে হেরে যাওয়া ছাত্রদল প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীদের শিবিরের সঙ্গীতকে কটাক্ষ করে নাচ

অলিম্পিক: প্রথমবার ফুটবলে পদক জিতল মরক্কো

আপডেট সময় ০৩:০০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪

অলিম্পিক পুরুষ ফুটবলে শুরুটা দারুণ হয়েছিল মরোক্কো অনূর্ধ্ব-২৩ দলের। প্রথম ম্যাচেই তারা হারিয়ে দেয় বিশ্ব ও কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। এরপর ইউক্রেনের কাছে হারলেও ইরাককে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আসে।

এরপর যুক্তরাষ্ট্রকে ৪-০ ব্যবধানে নাস্তানাবুদ করে প্রথমবার সেমিফাইনাল নিশ্চিত করে। কিন্তু স্বর্ণ জয়ের মঞ্চে তারা যেতে পারেনি। সেমিফাইনালে স্পেনের কাছে ২-১ ব্যবধানে হেরে ব্রোঞ্জপদকের লড়াইয়ে নেমে যায়।

আর বৃহস্পতিবার রাতে ব্রোঞ্জের লড়াইয়ে মিশরকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে ইতিহাস গড়ে। অলিম্পিক ফুটবলের ইতিহাসে এই প্রথম মরোক্কো কোনো পদক জিতলো। এর আগে অলিম্পিক ফুটবলে কখনোই তারা গ্রুপপর্বের গণ্ডি পেরুতে পারেনি। সেই দলটিই কিনা এবার পদক জিতে বাড়ি ফিরলো।

এদিন ম্যাচের ২৩ মিনিটে আব্দে ইজালজৌলি গোল করে এগিয়ে নেন দলকে। ২৬ মিনিটে সোফিয়ানে রাহিমির গোলে ব্যবধান বেড়ে হয় দ্বিগুণ। প্রথমার্ধে এই দুটি গোলই হয়।

বিরতির পর আরও চারটি গোল হয়। ৫১ মিনিটে বিলাল এল খাননোস গোল করেন। ৬৪ মিনিটে রাহিমি তার জোড়া গোল পূর্ণ করলে ব্যবধান বেড়ে হয় ৪-০। ৭৩ মিনিটে আকরাম নামাকচ ও ৮৭ মিনিটে ফ্রি কিক থেকে বাঁকানো শটে অধিনায়ক আশরাফ হাকিমির গোলে ৬-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়। নিশ্চিত হয় অলিম্পিক ফুটবলে মরোক্কোর প্রথম পদক।

বিশ্ব ফুটবলে উদীয়মান একটি দেশ মরোক্কো। যারা ২০২২ কাতার বিশ্বকাপে সেমিফাইনাল খেলে চতুর্থ হয়েছিল। এবার অলিম্পিকেও পদক জিতলো। ফুটবলে তাদের এই উন্নতির যাত্রা সামনে হয়তো আরও অনেকদিন অব্যাহত থাকবে।