ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দেশকে বিরাজনীতিকরণে নতুন ‘মাইনাস-টু ফর্মুলা’ সক্রিয়: মির্জা আব্বাস Logo লিটনকে অধিনায়ক করে এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা Logo নীতি পরিপন্থী কার্যকলাপের জন্য মৌলভীবাজার জেলা বিএনপি নেতার পদ স্থগ Logo ফ্যাসিবাদী বিজেপি’ ও মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয় Logo শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেপ্তার Logo গোপালগঞ্জে একসঙ্গে আওয়ামী লীগের ৮ নেতার পদত্যাগ Logo দীর্ঘ এক যুগ পর লক্ষ্মীপুরে বিএনপির ‘দ্বি-বার্ষিক’ সম্মেলন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন নেতৃত্ব Logo নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ মিলল মেঘনা নদীতে Logo এবার জাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে তারিকুল-নিগার সুলতানা দম্পতি Logo ফটিকছড়িতে ৩ কিশোরকে গণপিটুনি, ঘটনাস্থলে একজনের মৃত্যু

অন্তর্বর্তী সরকারের সদস্যদের জন্য প্রস্তুত ২১ গাড়ি

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০৮:১৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
  • 146

অন্তর্বর্তী সরকারের সদস্যদের জন্য প্রস্তুত ২১ গাড়ি

নো‌বেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃ‌ত্বে গ‌ঠিত হ‌তে যা‌চ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্প‌তিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টায় বঙ্গভবনের দরবার হলে নতুন অন্তর্বর্তী সরকারের প্রধানসহ অন্যান্য সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠা‌নে অংশ নি‌তে ইতোম‌ধ্যে নতুন সরকা‌রের প্রধানসহ অন‌্যান‌্যদের জন্য প্রস্তুত রাখা হ‌য়ে‌ছে ২১টি নতুন গাড়ি। পরিবহন পুল থেকে এসব গাড়ি প্রস্তুত ক‌রে মন্ত্রিপরিষদ বিভাগে রাখা হ‌য়ে‌ছে।

সং‌শ্লিষ্ট সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের জন্য বরাদ্দ হয়েছে বিএমডব্লিউ অত্যাধুনিক সিরিজের গাড়ি। সরকারের অন্য সদস্যদের জন্য বরাদ্দ দেওয়া গাড়ির মধ্যে রয়েছে টয়োটা ক্যামরি হাইব্রিড মডেলের গাড়ি। ২৫০০ সিসির এই গাড়ির মূল্য প্রকারভেদে ৮৫ থেকে ৯০ লাখ টাকা পর্যন্ত। এ ছাড়া, রয়েছে মিতসুবিশি ল্যান্সার ইএক্স মডেলের গাড়ি। ১৬০০ সিসির এসব গাড়ির মূল্য ২০ থেকে ২৫ লাখ টাকা।

মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যারা সরকারের সদস্য হিসেবে শপথ নেবেন, তাদের নিজ বাসা থেকে শপথের জন্য এসব গাড়িতে করে বঙ্গভবনে নিয়ে যাওয়া হবে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে গত ‌সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রীর পদত্যাগ করার পর অন্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা পদত্যাগ করেছেন বলে গণ্য হবে।

নতুন সরকা‌রের প্রধান হি‌সে‌বে দা‌য়িত্ব নি‌তে বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে ফ্রান্স থেকে দেশে ফিরেছেন নো‌বেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ ক‌রেই কথা দে‌শের চলমান প‌রি‌স্থি‌তি নি‌য়ে কথা ব‌লেন তি‌নি। দেশের মধ্যে যে সহিংসতা হয়েছে, সেগুলোকে ষড়যন্ত্র বলে উল্লেখ করে নোবেলজয়ী এ অর্থনীতিবিদ বলেন, আমাদের অগ্রগতির জন্য এটিকে (সহিংসতা) রোধ করতে হবে। বিশৃঙ্খলা, সহিংসতা এবং ষড়যন্ত্র হলো অগ্রগতির বাধা। প্রতিটি মানুষ আমাদের ভাই-বোন। তাদের বোঝাতে হবে।

জনপ্রিয় সংবাদ

দেশকে বিরাজনীতিকরণে নতুন ‘মাইনাস-টু ফর্মুলা’ সক্রিয়: মির্জা আব্বাস

অন্তর্বর্তী সরকারের সদস্যদের জন্য প্রস্তুত ২১ গাড়ি

আপডেট সময় ০৮:১৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪

নো‌বেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃ‌ত্বে গ‌ঠিত হ‌তে যা‌চ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্প‌তিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টায় বঙ্গভবনের দরবার হলে নতুন অন্তর্বর্তী সরকারের প্রধানসহ অন্যান্য সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠা‌নে অংশ নি‌তে ইতোম‌ধ্যে নতুন সরকা‌রের প্রধানসহ অন‌্যান‌্যদের জন্য প্রস্তুত রাখা হ‌য়ে‌ছে ২১টি নতুন গাড়ি। পরিবহন পুল থেকে এসব গাড়ি প্রস্তুত ক‌রে মন্ত্রিপরিষদ বিভাগে রাখা হ‌য়ে‌ছে।

সং‌শ্লিষ্ট সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের জন্য বরাদ্দ হয়েছে বিএমডব্লিউ অত্যাধুনিক সিরিজের গাড়ি। সরকারের অন্য সদস্যদের জন্য বরাদ্দ দেওয়া গাড়ির মধ্যে রয়েছে টয়োটা ক্যামরি হাইব্রিড মডেলের গাড়ি। ২৫০০ সিসির এই গাড়ির মূল্য প্রকারভেদে ৮৫ থেকে ৯০ লাখ টাকা পর্যন্ত। এ ছাড়া, রয়েছে মিতসুবিশি ল্যান্সার ইএক্স মডেলের গাড়ি। ১৬০০ সিসির এসব গাড়ির মূল্য ২০ থেকে ২৫ লাখ টাকা।

মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যারা সরকারের সদস্য হিসেবে শপথ নেবেন, তাদের নিজ বাসা থেকে শপথের জন্য এসব গাড়িতে করে বঙ্গভবনে নিয়ে যাওয়া হবে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে গত ‌সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রীর পদত্যাগ করার পর অন্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা পদত্যাগ করেছেন বলে গণ্য হবে।

নতুন সরকা‌রের প্রধান হি‌সে‌বে দা‌য়িত্ব নি‌তে বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে ফ্রান্স থেকে দেশে ফিরেছেন নো‌বেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ ক‌রেই কথা দে‌শের চলমান প‌রি‌স্থি‌তি নি‌য়ে কথা ব‌লেন তি‌নি। দেশের মধ্যে যে সহিংসতা হয়েছে, সেগুলোকে ষড়যন্ত্র বলে উল্লেখ করে নোবেলজয়ী এ অর্থনীতিবিদ বলেন, আমাদের অগ্রগতির জন্য এটিকে (সহিংসতা) রোধ করতে হবে। বিশৃঙ্খলা, সহিংসতা এবং ষড়যন্ত্র হলো অগ্রগতির বাধা। প্রতিটি মানুষ আমাদের ভাই-বোন। তাদের বোঝাতে হবে।