ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

থানা থেকে লুট হওয়া অস্ত্র ফিরিয়ে দিলেন ছাত্ররা

থানা থেকে লুট হওয়া অস্ত্র ফিরিয়ে দিলেন ছাত্ররা

নোয়াখালীর সোনাইমুড়ী থানা থেকে লুট হওয়া সাতটি অস্ত্র ফিরিয়ে দিয়েছেন ছাত্ররা। ফেরত দেওয়া অস্ত্রের মধ্যে রয়েছে, শটগান, থ্রি নট থ্রি রাইফেল, পিস্তল ও দোনালা বন্দুক। এর আগে বিক্ষুদ্ধ জনতা থানায় ঢুকে অস্ত্রগুলো নিয়ে যায়।

বুধবার (৭ আগস্ট) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সোনাইমুড়ী থানা প্রাঙ্গণে সেনবাহিনীর ক্যাপ্টেন মো. ইফতেখারের কাছে অস্ত্র গুলো জমা দেওয়া হয়। এর আগে, একই দিন সকাল থেকে দুপুর পর্যন্ত অস্ত্রগুলো উদ্ধার করে ছাত্ররা।

সূত্রে জানা যায়, গত সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের খবর প্রচারের পর সোনাইমুড়ী বাইপাস এলাকায় ছাত্র জনতার ঢল নামে। এরপর তারা সেখােনে আনন্দ উল্লাস করতে থাকে। পাঁচটার পর আনন্দ মিছিল থেকে সোনাইমুড়ী থানায় ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। ওই সময় থানার ভেতর থেকে পুলিশ গুলি ছুড়লে ঘটনাস্থলেই একজন নিহত হন।

এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা সংঘবদ্ধ হয়ে থানা ঘেরাও করে হামলা-ভাঙচুর চালায়। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। এতে অনেকেই গুলিবিদ্ধ হন। পরবর্তীতে উত্তেজিত জনতা থানা ভবনে আগুন ধরিয়ে দেয়। এ সময় আরও শতাধিক লোক আহত হয়। সহিংসতায় পুলিশসহ আটজনের মৃত্যু যায়।

ওই সময় বিক্ষুদ্ধ জনতা সোনাইমুড়ী থানা থেকে বেশ কয়েকটি অস্ত্র লুট করে নিয়ে যায়। পরে বুধবার শিক্ষার্থীরা বিভিন্ন এলাকায় ঘুরে সাতটি অন্ত্র উদ্ধার করে সেনাবাহিনীর নিকট জমা দেন।

সেনবাহিনীর ক্যাপ্টেন মো.ইফতেখার বলেন, ‘ছাত্ররা অস্ত্রগুলো উদ্ধার করে জমা দিয়েছে। অস্ত্রগুলো সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হবে। অস্ত্র ফেরত দেওয়া ছাত্রদের দায়িত্বশীলতার পরিচয় বহন করে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজসহ আজ টিভিতে যা দেখবেন

থানা থেকে লুট হওয়া অস্ত্র ফিরিয়ে দিলেন ছাত্ররা

আপডেট সময় ০৯:০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪

নোয়াখালীর সোনাইমুড়ী থানা থেকে লুট হওয়া সাতটি অস্ত্র ফিরিয়ে দিয়েছেন ছাত্ররা। ফেরত দেওয়া অস্ত্রের মধ্যে রয়েছে, শটগান, থ্রি নট থ্রি রাইফেল, পিস্তল ও দোনালা বন্দুক। এর আগে বিক্ষুদ্ধ জনতা থানায় ঢুকে অস্ত্রগুলো নিয়ে যায়।

বুধবার (৭ আগস্ট) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সোনাইমুড়ী থানা প্রাঙ্গণে সেনবাহিনীর ক্যাপ্টেন মো. ইফতেখারের কাছে অস্ত্র গুলো জমা দেওয়া হয়। এর আগে, একই দিন সকাল থেকে দুপুর পর্যন্ত অস্ত্রগুলো উদ্ধার করে ছাত্ররা।

সূত্রে জানা যায়, গত সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের খবর প্রচারের পর সোনাইমুড়ী বাইপাস এলাকায় ছাত্র জনতার ঢল নামে। এরপর তারা সেখােনে আনন্দ উল্লাস করতে থাকে। পাঁচটার পর আনন্দ মিছিল থেকে সোনাইমুড়ী থানায় ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। ওই সময় থানার ভেতর থেকে পুলিশ গুলি ছুড়লে ঘটনাস্থলেই একজন নিহত হন।

এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা সংঘবদ্ধ হয়ে থানা ঘেরাও করে হামলা-ভাঙচুর চালায়। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। এতে অনেকেই গুলিবিদ্ধ হন। পরবর্তীতে উত্তেজিত জনতা থানা ভবনে আগুন ধরিয়ে দেয়। এ সময় আরও শতাধিক লোক আহত হয়। সহিংসতায় পুলিশসহ আটজনের মৃত্যু যায়।

ওই সময় বিক্ষুদ্ধ জনতা সোনাইমুড়ী থানা থেকে বেশ কয়েকটি অস্ত্র লুট করে নিয়ে যায়। পরে বুধবার শিক্ষার্থীরা বিভিন্ন এলাকায় ঘুরে সাতটি অন্ত্র উদ্ধার করে সেনাবাহিনীর নিকট জমা দেন।

সেনবাহিনীর ক্যাপ্টেন মো.ইফতেখার বলেন, ‘ছাত্ররা অস্ত্রগুলো উদ্ধার করে জমা দিয়েছে। অস্ত্রগুলো সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হবে। অস্ত্র ফেরত দেওয়া ছাত্রদের দায়িত্বশীলতার পরিচয় বহন করে।