ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গভবন থেকে যে বার্তা দিলেন আসিফ নজরুল

বঙ্গভবন থেকে যে বার্তা দিলেন আসিফ নজরুল

শেখ হাসিনার সরকারের পদত্যাগের মধ্য দিয়ে সৃষ্ট পরিস্থিতি দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলার খবর পাওয়া যাচ্ছে। এই বিশৃঙ্খলা-ধ্বংসযজ্ঞ প্রতিরোধে ছাত্র-জনতার প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল।

সোমবার (৫ আগস্ট) রাতে বঙ্গভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ আহ্বান জানান। আসিফ নজরুল বলেন, আমাদের ছাত্র-জনতার বিজয় হয়েছে।

এখন প্রয়োজন সবার শান্ত-সংযত হওয়া। সবাই ধৈর্যশীল হন। অতীতে যেসব অপরাধ হয়েছে, প্রতিটি ঘটনার বিচার হবে। সুতরাং কোথাও কেউ প্রতিশোধমূলক কর্মকাণ্ডে জড়াবেন না। ছাত্র-জনতার উদ্দেশে এই অধ্যাপক বলেন, যারা ধ্বংসযজ্ঞ চালাতে চায় তাদের প্রতিরোধ করুন। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বিনষ্ট না হয়, সবাই সে ভূমিকা রাখুন।

জনপ্রিয় সংবাদ

যুদ্ধবিরতির আগের দিনও গাজায় হত্যাযজ্ঞ চালিছে ইসরাইল

বঙ্গভবন থেকে যে বার্তা দিলেন আসিফ নজরুল

আপডেট সময় ১০:১৭:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪

শেখ হাসিনার সরকারের পদত্যাগের মধ্য দিয়ে সৃষ্ট পরিস্থিতি দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলার খবর পাওয়া যাচ্ছে। এই বিশৃঙ্খলা-ধ্বংসযজ্ঞ প্রতিরোধে ছাত্র-জনতার প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল।

সোমবার (৫ আগস্ট) রাতে বঙ্গভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ আহ্বান জানান। আসিফ নজরুল বলেন, আমাদের ছাত্র-জনতার বিজয় হয়েছে।

এখন প্রয়োজন সবার শান্ত-সংযত হওয়া। সবাই ধৈর্যশীল হন। অতীতে যেসব অপরাধ হয়েছে, প্রতিটি ঘটনার বিচার হবে। সুতরাং কোথাও কেউ প্রতিশোধমূলক কর্মকাণ্ডে জড়াবেন না। ছাত্র-জনতার উদ্দেশে এই অধ্যাপক বলেন, যারা ধ্বংসযজ্ঞ চালাতে চায় তাদের প্রতিরোধ করুন। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বিনষ্ট না হয়, সবাই সে ভূমিকা রাখুন।