ঢাকা ১০:১৫ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সিরাজগঞ্জ  ১০০ প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও ১০০ শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ Logo বিনা সুদে লাখ টাকা ঋণের নামে সমাবেশের হোতা মোস্তফা আটক Logo প্রথম আলো অফিসের সামনে আবারও আন্দোলনকারীদের অবস্থান Logo যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Logo শিক্ষার্থীদের সংঘর্ষে মোল্লা কলেজের ৩ জন নিহত Logo ডেমরা-যাত্রাবাড়ীতে তিন কলেজের শিক্ষার্থীদের ভয়াবহ সংঘর্ষ Logo আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে গেলে আরও রক্তপাত হতো: আসিফ Logo ব্যাটারিচালিত রিকশা চলবে: হাইকোর্টের আদেশে স্থিতাবস্থা Logo বাংলাদেশে আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধের নির্দেশনা পশ্চিমবঙ্গ সরকারের Logo মামলা না নিলে ওসিকে এক মিনিটে বরখাস্ত করে দেবো: ডিএমপি কমিশনার

জামালপুরে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ১০

জামালপুরে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ১০

হত্যাকাণ্ড, গণগ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নিপীড়নবিরোধী বিক্ষোভ মিছিলে লাঠি-সোটা নিয়ে হামলা চালিয়েছে আওয়ামী লীগ। এসময় শিক্ষার্থীদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ছুড়ে পুলিশ। এতে ১০ শিক্ষার্থী আহত হন। আজ সকাল ১১টার পর এ ঘটনা ঘটে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শহরের বাইপাস মোড়ে জমায়েত হন। পরে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জামালপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল হয়ে শেখ হাসিনা রোড হয়ে আজম চত্বরে গিয়ে অবস্থান নেন। আন্দোলনকারীদের ঘিরে পুলিশ, বিজিবি, র‌্যাবের কড়া নিরাপত্তা জোরদার ছিল।

পরে দুপুর দেড়টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা আবারও বিক্ষোভ মিছিল বের করে। আন্দোলনকারীরা সরকারী আশেক মাহমুদ কলেজ হয়ে বকুলতলার দিকে যেতে চাইলে পুলিশ হাইস্কুল মোড়ে তাদের বাধা দেয়। অপরদিক থেকে বকুলতলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বের হয়ে হাইস্কুল মোড়ে এলে উত্তেজনা তৈরি হয়।

একপর্যায়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এসময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলিবর্ষণ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এতে ১০ জন আহত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সোহেল রানা খান।

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জ  ১০০ প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও ১০০ শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ

জামালপুরে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ১০

আপডেট সময় ০৭:৩৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪

হত্যাকাণ্ড, গণগ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নিপীড়নবিরোধী বিক্ষোভ মিছিলে লাঠি-সোটা নিয়ে হামলা চালিয়েছে আওয়ামী লীগ। এসময় শিক্ষার্থীদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ছুড়ে পুলিশ। এতে ১০ শিক্ষার্থী আহত হন। আজ সকাল ১১টার পর এ ঘটনা ঘটে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শহরের বাইপাস মোড়ে জমায়েত হন। পরে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জামালপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল হয়ে শেখ হাসিনা রোড হয়ে আজম চত্বরে গিয়ে অবস্থান নেন। আন্দোলনকারীদের ঘিরে পুলিশ, বিজিবি, র‌্যাবের কড়া নিরাপত্তা জোরদার ছিল।

পরে দুপুর দেড়টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা আবারও বিক্ষোভ মিছিল বের করে। আন্দোলনকারীরা সরকারী আশেক মাহমুদ কলেজ হয়ে বকুলতলার দিকে যেতে চাইলে পুলিশ হাইস্কুল মোড়ে তাদের বাধা দেয়। অপরদিক থেকে বকুলতলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বের হয়ে হাইস্কুল মোড়ে এলে উত্তেজনা তৈরি হয়।

একপর্যায়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এসময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলিবর্ষণ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এতে ১০ জন আহত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সোহেল রানা খান।