ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা বিএনপির

২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা বিএনপির

সরকার পতনের একদফা দাবিতে আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। আজ বুধবার (১৮ অক্টোবর) নয়াপল্টনে আয়োজিত সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘২৮ অক্টোবরের মহাসমাবেশের মধ্য দিয়ে মহাযাত্রা শুরু হবে ৷ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ফিরে যাব না৷ অনেক বাধা আসবে, বিপত্তি আসবে ৷ সব বাধাবিপত্তি উপেক্ষা করে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ছুটে যেতে হবে।’

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বুধবার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে নয়াপল্টনে এ সমাবেশ শুরু হয়। এর আয়োজন করে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি। বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে যোগ দেন।

সকাল থেকেই নয়া পল্টন থেকে কাকরাইল মোড় পর্যন্ত রাস্তার উভয় পাশে নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার-ফেস্টুনসহ অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এদিকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

ঢাকা ভয়েস/টিআই

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা বিএনপির

আপডেট সময় ০৬:৩৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩

সরকার পতনের একদফা দাবিতে আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। আজ বুধবার (১৮ অক্টোবর) নয়াপল্টনে আয়োজিত সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘২৮ অক্টোবরের মহাসমাবেশের মধ্য দিয়ে মহাযাত্রা শুরু হবে ৷ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ফিরে যাব না৷ অনেক বাধা আসবে, বিপত্তি আসবে ৷ সব বাধাবিপত্তি উপেক্ষা করে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ছুটে যেতে হবে।’

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বুধবার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে নয়াপল্টনে এ সমাবেশ শুরু হয়। এর আয়োজন করে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি। বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে যোগ দেন।

সকাল থেকেই নয়া পল্টন থেকে কাকরাইল মোড় পর্যন্ত রাস্তার উভয় পাশে নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার-ফেস্টুনসহ অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এদিকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

ঢাকা ভয়েস/টিআই