সরকার পতনের একদফা দাবিতে আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। আজ বুধবার (১৮ অক্টোবর) নয়াপল্টনে আয়োজিত সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘২৮ অক্টোবরের মহাসমাবেশের মধ্য দিয়ে মহাযাত্রা শুরু হবে ৷ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ফিরে যাব না৷ অনেক বাধা আসবে, বিপত্তি আসবে ৷ সব বাধাবিপত্তি উপেক্ষা করে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ছুটে যেতে হবে।’
সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বুধবার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে নয়াপল্টনে এ সমাবেশ শুরু হয়। এর আয়োজন করে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি। বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে যোগ দেন।
সকাল থেকেই নয়া পল্টন থেকে কাকরাইল মোড় পর্যন্ত রাস্তার উভয় পাশে নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার-ফেস্টুনসহ অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এদিকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
ঢাকা ভয়েস/টিআই