ঢাকা ১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি, সরে দাঁড়ালেন জাকসু নির্বাচন কমিশনার Logo অবশেষে নেপালের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সুশীলা কার্কি, রাতেই শপথ Logo চাঁদা না দেওয়ায় ইমামকে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ Logo ম্যানুয়াল পদ্ধতিতেই চলবে ভোট গণনা, ফলাফল আজকের মধ্যেই Logo জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী Logo জাকসুর ফল প্রকাশের আলটিমেটাম দিল শিবির সমর্থিত প্যানেল Logo এভাবে গুনলে জাকসু নির্বাচনের ফল ৩ দিনেও প্রকাশ করা সম্ভব না Logo জাকসুর ফল প্রকাশে অস্বাভাবিক বিলম্ব, বিক্ষোভের ডাক দিল শিবির Logo জাকসু নির্বাচনে অব্যপস্থাপনার নেপথ্যে বিএনপিপন্থী শিক্ষকদের গ্রুপিং Logo জুলাই আন্দোলনে হামলাকারীদের তালিকায় হাবিপ্রবির জুলাই যোদ্ধার নাম

হবিগঞ্জে জেলা আ.লীগের অফিসে আগুন, এমপির বাসায় হামলা

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০৭:৪৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
  • 233

হবিগঞ্জে জেলা আ.লীগের অফিসে আগুন, এমপির বাসায় হামলা

হবিগঞ্জে শুক্রবার (২ আগস্ট) কোটা সংস্কার আন্দোলনকারীদের মিছিলে যুবলীগ ও ছাত্রলীগের হামলার জেরে সংসদ সদস্যের বাসায় ইট-পাটকেল নিক্ষেপ এবং আওয়ামী লীগ অফিসে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির অভিযোগ করেছেন, বিএনপি-জামায়াত ও শিবিরের লোকজন তার বাসায় হামলা চালিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, আজ শহরের কোর্ট মসজিদ চত্ত্বর ও খোয়াই নদীর তীরে নূরুল হেরা জামে মসজিদের সামনে আন্দোলনকারীরা গণমিছিল কর্মসূচির আয়োজন করে। এ সময় সাইফুর রহমান টাউন হলের সামনে অবস্থান নেয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

দুপুর আড়াইটার দিকে নূরুল হেরা জামে মসজিদের সামনে থেকে মিছিল বের হয়। এ সময় যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয় আন্দোলনকারীদের। পরে কোর্ট মসজিদের সামনে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা এসে যুবলীগের নেতাকর্মীদের ধাওয়া দেয়। এ সময় যুবলীগের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা আওয়ামী লীগ কার্যালয় এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহিরের বাসার সামনে থাকা কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এ সময় তারা সংসদ সদস্যের বাসায় ইট-পাটকেল নিক্ষেপ করে।

বিকেল সোয়া ৪টার দিকে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।

জনপ্রিয় সংবাদ

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি, সরে দাঁড়ালেন জাকসু নির্বাচন কমিশনার

হবিগঞ্জে জেলা আ.লীগের অফিসে আগুন, এমপির বাসায় হামলা

আপডেট সময় ০৭:৪৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪

হবিগঞ্জে শুক্রবার (২ আগস্ট) কোটা সংস্কার আন্দোলনকারীদের মিছিলে যুবলীগ ও ছাত্রলীগের হামলার জেরে সংসদ সদস্যের বাসায় ইট-পাটকেল নিক্ষেপ এবং আওয়ামী লীগ অফিসে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির অভিযোগ করেছেন, বিএনপি-জামায়াত ও শিবিরের লোকজন তার বাসায় হামলা চালিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, আজ শহরের কোর্ট মসজিদ চত্ত্বর ও খোয়াই নদীর তীরে নূরুল হেরা জামে মসজিদের সামনে আন্দোলনকারীরা গণমিছিল কর্মসূচির আয়োজন করে। এ সময় সাইফুর রহমান টাউন হলের সামনে অবস্থান নেয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

দুপুর আড়াইটার দিকে নূরুল হেরা জামে মসজিদের সামনে থেকে মিছিল বের হয়। এ সময় যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয় আন্দোলনকারীদের। পরে কোর্ট মসজিদের সামনে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা এসে যুবলীগের নেতাকর্মীদের ধাওয়া দেয়। এ সময় যুবলীগের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা আওয়ামী লীগ কার্যালয় এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহিরের বাসার সামনে থাকা কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এ সময় তারা সংসদ সদস্যের বাসায় ইট-পাটকেল নিক্ষেপ করে।

বিকেল সোয়া ৪টার দিকে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।