মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন’র (এমআরএ) সদস্যসহ কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর থেকেই রাজধানীসহ সারাদেশে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা, মারধর ও শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন শতাধিক গণমাধ্যমকর্মী। কেবলমাত্র শারীরিক আঘাত নয়; ক্যামেরা, মোবাইল ফোন, গাড়ি ভাংচুর ও আগুন দেয়ার ঘটনাও ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত চার জন।
‘সাংবাদিকদের ওপর হামলা এবং নিহতের ঘটনায় আমরা উদ্বিগ্ন। প্রতিটি মৃত্যু এবং আঘাতের বিচারবিভাগীয় তদন্ত করে দোষীদের বিচারের মুখোমুখি করতে হবে। ঘাতকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’
বৃহস্পতিবার (১ আগস্ট) এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি যাকারিয়া ইবনে ইউসুফ ও সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন সাংবাদিক হত্যাসহ হামলার ঘটনার দ্রুত বিচারের দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক নির্যাতনের ঘটনায় যে বা যারা জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের অতি দ্রুত খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এসময় সাংবাদিকদের নিরাপত্তায় প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান নেতৃবৃন্দ।