ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রংপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত নেতা রায়হান সিরাজী Logo টিয়ায় থানার ওসির অপসারণ দাবিতে এবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ Logo এনআইডি সংশোধনের ৯ লাখ ৭ হাজার ৬৬২ আবেদন নিষ্পত্তি: ইসি Logo আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় ১৬ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল Logo রায়পুরে অগ্নিকাণ্ডে নিঃস্ব তিনটি পরিবার Logo কুষ্টিয়ায় জুলাই বিপ্লব নিয়ে ফেসবুকে কটূক্তি, পুলিশ সদস্যকে ক্লোজড Logo বাউফলে এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা Logo ছাত্রলীগ নেতাকে ধরিয়ে দিতে থানায় হামলার শিকার বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা Logo রাশিয়ার সঙ্গে কোনো দেশ বাণিজ্যিক সম্পর্ক রাখলে ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক চাপাবে ট্রাম্প Logo গাজা ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-ট্রাম্প

মতবিনিময় ডেকে করলেন সংবাদ সন্মেলন, কাদেরের সামনে ‘ভুয়া ভুয়া’ স্লোগান

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের মাঝেই সাংবাদিকদের ওপরও ক্ষোভ প্রকাশ করেন ছাত্রলীগের সাবেক নেতারা। পরে সাবেক নেতাদের প্রশ্নের মুখে সংবাদ সম্মেলনের মধ্যেই সাংবাদিকরা বের হয়ে যান। সাবেক ছাত্রলীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় হট্টগোল ও ‘ভুয়া, ভুয়া’ স্লোগানের কারণে সংবাদ সম্মেলন শেষ না করেই সভাস্থল ত্যাগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ছাত্রলীগের সাবেক নেতাদের তোপের মুখে দলীয় কার্যালয় ছেড়ে চলে যান দলের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য ড. আবদুর রাজ্জাকও।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময় সভার শুরুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ অবস্থার সৃষ্টি হয়।

আজ বুধবার (৩১ জুলাই) সাবেক ছাত্রলীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভা ডাকে আওয়ামী লীগ। এতে সভাপতিদের দায়িত্বে ছিলেন ওবায়দুল কাদের, কিন্তু তিনি কোনো সাবেক নেতার বক্তব্য না শুনেই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে নিজে কথা বলতে শুরু করেন।

তখন অনেকটা তোপের মুখে পড়তে হয় দলটির দ্বিতীয় শীর্ষ এ নেতাকে। ওই সময় পেছন থেকে অনেক নেতাকে ‘ভুয়া, ভুয়া’ বলে স্লোগান দিতে দেখা যায়।

সংবাদ সম্মেলনের মধ্যেই অনেক সাবেক ছাত্রনেতাকে বের হয়ে চলে যাওয়ার সময় ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। তাদের একজন বলেন, ‘আমাদের সঙ্গে মতবিনিময় সভা ডেকেছেন। আগে তো আমাদের কথা শুনবেন, আমাদের কথা বলার সুযোগ দিবেন, কিন্তু তা না করে মতবিনিময় সভার জন্য ডেকে মিডিয়ার সামনে কথা বলা শুরু করে দিয়েছেন।’

নিজেদের ক্ষোভ নিয়ে ছাত্রলীগের সাবেক এ নেতারা প্রকাশ্যে বক্তব্য দিতে রাজি হননি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের মাঝেই সাংবাদিকদের ওপরও ক্ষোভ প্রকাশ করেন ছাত্রলীগের সাবেক নেতারা। পরে সাবেক নেতাদের প্রশ্নের মুখে সংবাদ সম্মেলনের মধ্যেই সাংবাদিকরা বের হয়ে যান।

এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক মতবিনিময় সভায় এলে অনেকেই হইহুল্লোড় করে ওঠেন। সাবেক ছাত্র নেতাদের অনেকেই চিৎকার করে বলতে থাকেন, ‘উনি এখানে কেন? উনার ছেলে তো সরকারের বিরুদ্ধে (সামাজিক যোগাযোগমাধ্যমে) পোস্ট দেয়।’

ওই পরিস্থিতিতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ আরও কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের দুই তলা থেকে আবদুর রাজ্জাককে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে গাড়িতে তুলে দেন।

অন্যদিকে সাবেক নেতাদের হট্টগোলের কারণে সংবাদ সম্মেলন শেষ না করেই ওবায়দুল কাদের তার কক্ষে চলে যান। এর কিছুক্ষণ পর কেন্দ্রীয় কার্যালয় ত্যাগ করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

রংপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত নেতা রায়হান সিরাজী

মতবিনিময় ডেকে করলেন সংবাদ সন্মেলন, কাদেরের সামনে ‘ভুয়া ভুয়া’ স্লোগান

আপডেট সময় ০৪:৩২:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের মাঝেই সাংবাদিকদের ওপরও ক্ষোভ প্রকাশ করেন ছাত্রলীগের সাবেক নেতারা। পরে সাবেক নেতাদের প্রশ্নের মুখে সংবাদ সম্মেলনের মধ্যেই সাংবাদিকরা বের হয়ে যান। সাবেক ছাত্রলীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় হট্টগোল ও ‘ভুয়া, ভুয়া’ স্লোগানের কারণে সংবাদ সম্মেলন শেষ না করেই সভাস্থল ত্যাগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ছাত্রলীগের সাবেক নেতাদের তোপের মুখে দলীয় কার্যালয় ছেড়ে চলে যান দলের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য ড. আবদুর রাজ্জাকও।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময় সভার শুরুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ অবস্থার সৃষ্টি হয়।

আজ বুধবার (৩১ জুলাই) সাবেক ছাত্রলীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভা ডাকে আওয়ামী লীগ। এতে সভাপতিদের দায়িত্বে ছিলেন ওবায়দুল কাদের, কিন্তু তিনি কোনো সাবেক নেতার বক্তব্য না শুনেই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে নিজে কথা বলতে শুরু করেন।

তখন অনেকটা তোপের মুখে পড়তে হয় দলটির দ্বিতীয় শীর্ষ এ নেতাকে। ওই সময় পেছন থেকে অনেক নেতাকে ‘ভুয়া, ভুয়া’ বলে স্লোগান দিতে দেখা যায়।

সংবাদ সম্মেলনের মধ্যেই অনেক সাবেক ছাত্রনেতাকে বের হয়ে চলে যাওয়ার সময় ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। তাদের একজন বলেন, ‘আমাদের সঙ্গে মতবিনিময় সভা ডেকেছেন। আগে তো আমাদের কথা শুনবেন, আমাদের কথা বলার সুযোগ দিবেন, কিন্তু তা না করে মতবিনিময় সভার জন্য ডেকে মিডিয়ার সামনে কথা বলা শুরু করে দিয়েছেন।’

নিজেদের ক্ষোভ নিয়ে ছাত্রলীগের সাবেক এ নেতারা প্রকাশ্যে বক্তব্য দিতে রাজি হননি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের মাঝেই সাংবাদিকদের ওপরও ক্ষোভ প্রকাশ করেন ছাত্রলীগের সাবেক নেতারা। পরে সাবেক নেতাদের প্রশ্নের মুখে সংবাদ সম্মেলনের মধ্যেই সাংবাদিকরা বের হয়ে যান।

এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক মতবিনিময় সভায় এলে অনেকেই হইহুল্লোড় করে ওঠেন। সাবেক ছাত্র নেতাদের অনেকেই চিৎকার করে বলতে থাকেন, ‘উনি এখানে কেন? উনার ছেলে তো সরকারের বিরুদ্ধে (সামাজিক যোগাযোগমাধ্যমে) পোস্ট দেয়।’

ওই পরিস্থিতিতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ আরও কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের দুই তলা থেকে আবদুর রাজ্জাককে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে গাড়িতে তুলে দেন।

অন্যদিকে সাবেক নেতাদের হট্টগোলের কারণে সংবাদ সম্মেলন শেষ না করেই ওবায়দুল কাদের তার কক্ষে চলে যান। এর কিছুক্ষণ পর কেন্দ্রীয় কার্যালয় ত্যাগ করেন তিনি।