ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে গণমাধ্যমকে বলেন, গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে ছেড়ে দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। সেরকম কোনো সিদ্ধান্ত আসলে অবশ্যই তাদের দ্রুত ছেড়ে দেওয়া হবে।
মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, মূলত, নিরাপত্তার কথা চিন্তা করেই ওপরের নির্দেশে ওই সমন্বয়কদের আনা হয়েছে। কী কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, তা জানার চেষ্টা করা হচ্ছে। তাদের উদ্দশ্যমূলকভাবে এখানে রাখা হয়নি।
ডিবির হেফাজতে থাকা ওই ছয় সমন্বয়ক হলেন মো. নাহিদ ইসলাম, মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম।