চীনের মধ্যাঞ্চলে একটি প্রধান শহরে স্থানীয় সময় শনিবার ভোরে একটি গাড়ি পথচারীদের আঘাত করেছে। এতে আটজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এই কাজটি ইচ্ছাকৃত ছিল কি না, তা কর্তৃপক্ষ জানায়নি।
তবে পুলিশ এক বিবৃতিতে বলেছে, হুনান প্রদেশের রাজধানী চাংশায় স্থানীয় সময় মধ্যরাতের পরপরই এ ঘটনা ঘটে। বিবৃতিতে আরো বলা হয়েছে, একটি মোটর গাড়ি পথচারীদের আঘাত করেছিল। এই ট্র্যাজেডিতে আটজন মারা গেছে এবং আরো পাঁচজন আহত হয়েছে, যাদের মধ্যে অন্তত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ওই এলাকায় বসবাসকারী ৫৫ বছর বয়সী এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে ও তদন্ত চলছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এএফপি বলেছে, কঠোর নিরাপত্তা নিয়ন্ত্রণের অভাবে চীনে নিয়মিত সড়ক দুর্ঘটনা হয়ে থাকে।