ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জোতার স্মরণে ২০ নম্বর জার্সি চিরতরে অবসরে পাঠাচ্ছে লিভারপুল Logo “নির্বাচনের আগে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা উন্নত করা হবে” Logo মিটফোর্ডের হত্যায় কোনো কোনো দল ফায়দা লোটার চেষ্টা করছে: রিজভী Logo সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর যুক্তি চলবে না: মঈন খান Logo নেতানিয়াহুকে অবশ্যই বিদায় নিতে হবে: সাবেক ইসরাইলি প্রধানমন্ত্রী Logo “নতুন জাহিলিয়াতের বিরুদ্ধে ছাত্র জনতা রাজপথে সজাগ” : শিবির নেতা হেলাল  Logo ছাত্রদল নেতার পরিবার থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ বিএনপির সভাপতির বিরুদ্ধে Logo দেশবাসী চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না Logo যুবদল নেতা হত্যা ও খতিবের ওপর হামলায় জামায়াত আমিরের কড়া বার্তা Logo বিএনপি থেকে পদত্যাগ করেছে ড.ফয়জুল হক

রাজধানীর কাজীপাড়া রণক্ষেত্র, পুলিশ বক্সে আগুন

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০৩:৩২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
  • 159

রাজধানীর কাজীপাড়া রণক্ষেত্র, পুলিশ বক্সে আগুন

মিরপুর কাজীপাড়ায় কোটাবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে পুলিশ পিছু হটলে ট্রাফিক পুলিশের বক্সে আগুন ধরিয়ে দেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ২টার পর থেকে এমন অবস্থা তৈরি হয়েছে।

ঘটনাস্থলে থাকা এক সাংবাদিক জানান, মিরপুর ১০ নম্বর এলাকা থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা এই এলাকায় অবস্থান নেন। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা বাধা দিলে শিক্ষার্থীরা পাল্টা ইট পাটকেল ছোড়েন। পরে পুলিশও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় শিক্ষার্থীদের উপর্যুপরি ইটপাটকেল নিক্ষেপের কারণে পুলিশ পিছু হটেন। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন। এই মুহূর্তেই পুরো এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এর আগে রাজধানীর উত্তরা পূর্ব থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উত্তরা পূর্ব থানায় অগ্নিসংযোগ করা হয়েছে বলে একটি সংবাদ আসে। এরপর ফায়ার সার্ভিসের দুইটি টিম ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। তবে থানায় কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি।

এদিকে, চলমান কোটাবিরোধী আন্দোলন নিয়ে কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। জাতীয় সংসদ ভবনের টানেলে তিনি সাংবাদিকদের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন। আইনমন্ত্রী বলেন, আমরা তাদের (শিক্ষার্থী) সাথে বসব, তারা যখনই বসবে আমরা রাজি আছি, আজকে বসলেও আমরা বসব। হাইকোর্টের পরিপত্র বাতিল নিয়ে হাইকোর্টের শুনানি এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, সরকার কোটা সংস্কারের পক্ষে। শিক্ষার্থীরা যখনই চাইবে তাদের সাথে সরকার বসতে রাজি আছে।

জনপ্রিয় সংবাদ

জোতার স্মরণে ২০ নম্বর জার্সি চিরতরে অবসরে পাঠাচ্ছে লিভারপুল

রাজধানীর কাজীপাড়া রণক্ষেত্র, পুলিশ বক্সে আগুন

আপডেট সময় ০৩:৩২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪

মিরপুর কাজীপাড়ায় কোটাবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে পুলিশ পিছু হটলে ট্রাফিক পুলিশের বক্সে আগুন ধরিয়ে দেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ২টার পর থেকে এমন অবস্থা তৈরি হয়েছে।

ঘটনাস্থলে থাকা এক সাংবাদিক জানান, মিরপুর ১০ নম্বর এলাকা থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা এই এলাকায় অবস্থান নেন। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা বাধা দিলে শিক্ষার্থীরা পাল্টা ইট পাটকেল ছোড়েন। পরে পুলিশও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় শিক্ষার্থীদের উপর্যুপরি ইটপাটকেল নিক্ষেপের কারণে পুলিশ পিছু হটেন। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন। এই মুহূর্তেই পুরো এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এর আগে রাজধানীর উত্তরা পূর্ব থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উত্তরা পূর্ব থানায় অগ্নিসংযোগ করা হয়েছে বলে একটি সংবাদ আসে। এরপর ফায়ার সার্ভিসের দুইটি টিম ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। তবে থানায় কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি।

এদিকে, চলমান কোটাবিরোধী আন্দোলন নিয়ে কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। জাতীয় সংসদ ভবনের টানেলে তিনি সাংবাদিকদের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন। আইনমন্ত্রী বলেন, আমরা তাদের (শিক্ষার্থী) সাথে বসব, তারা যখনই বসবে আমরা রাজি আছি, আজকে বসলেও আমরা বসব। হাইকোর্টের পরিপত্র বাতিল নিয়ে হাইকোর্টের শুনানি এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, সরকার কোটা সংস্কারের পক্ষে। শিক্ষার্থীরা যখনই চাইবে তাদের সাথে সরকার বসতে রাজি আছে।