ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ডাঃ লেলিনের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ Logo ‘জুলাই-আগস্টের চেতনাকে ধারণ করে পুলিশ বাহিনীর গৌরব সমুন্নত রাখতে হবে’স্বরাষ্ট্র উপদেষ্টা Logo টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান Logo ভারতকে হারালে ১ কোটি রুপি পুরস্কার পাবেন রিজওয়ানরা, প্রতিশ্রুতি গভর্নরের Logo উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত Logo পাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo একুশে বইমেলায় আহমেদ বায়েজীদের ‘মহাকাশে দুঃস্বপ্ন’ Logo ১ মার্চ রোজা হলে ৩৩ বছর পর দেখা মিলবে ‘বিরল’ দিনের Logo এনবিআরের আইভাসে নতুন ১৭২৩ প্রতিষ্ঠানের নিবন্ধন Logo মাছ-মুরগি-চালের দাম কিছুটা কমেছে, কাটেনি সয়াবিন তেল সংকট

ক্ষমা চাইলে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের বাধা দেবে না ছাত্রলীগ

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ১০:৩১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • 106

ক্ষমা চাইলে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের বাধা দেবে না ছাত্রলীগ

কেন্দ্রীয় কর্মসূচির আলোকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে সিএফসি ও বিজয় গ্রুপের নেতাকর্মীরা শাহ আমানত ও শহিদ আব্দুর রব হলের সামনে থেকে মিছিল নিয়ে জিরো পয়েন্টে এসে জড়ো হয়।

সেখানে নওফেল অনুসারী সিএফসি গ্রুপের নেতা মির্জা কবির সাদাফ বলেন, কোটা আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা ক্ষমা চাইলে তাদের ক্ষমা করে দেওয়া হবে। আমরা কোটা সংস্কারের পক্ষে ছিলাম, কিন্তু তারা ভুল করেছে।

তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ শুরু থেকেই তাদেরকে সমর্থন জানিয়ে এসেছে। আমরাও বলেছি, কোটার একটি যৌক্তিক সংস্কার হোক এবং সেটা আদালতের মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে সমাধান হোক। কিন্তু গত দুদিন পবিত্র এই ক্যাম্পাসে নিজেদের ঘৃণিত রাজাকার হিসেবে উপস্থাপন করেছে। ছাত্রলীগ এ দেশে কোনো রাজাকারকে ছাড় দিবে না। তাই আমরা তাদের প্রতিরোধ করেছি। তারা ক্ষমা চাইলে আমরা তাদের আন্দোলনকে সাধুবাদ জানাবো।

বিজয় গ্রুপের নেতা ইলিয়াস হোসেন বলেন, আন্দোলনকারীরা নিজেদের রাজাকার বলে লাল-সবুজের পতাকাকে কলুষিত করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে গেলে তাকে বাঙালি হতে হবে। কোনো রাজাকারের অবস্থান এ বিশ্ববিদ্যালয়ে হবে না।

তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনে পাকিস্তানের প্রেতাত্মারা যুক্ত হয়ে আন্দোলনকে বিঘ্নিত করছে। স্বাধীনতা বিরোধীদের সঙ্গে আমাদের সংগ্রাম পূর্বেও ছিল এখনো থাকবে।

জনপ্রিয় সংবাদ

ডাঃ লেলিনের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

ক্ষমা চাইলে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের বাধা দেবে না ছাত্রলীগ

আপডেট সময় ১০:৩১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

কেন্দ্রীয় কর্মসূচির আলোকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে সিএফসি ও বিজয় গ্রুপের নেতাকর্মীরা শাহ আমানত ও শহিদ আব্দুর রব হলের সামনে থেকে মিছিল নিয়ে জিরো পয়েন্টে এসে জড়ো হয়।

সেখানে নওফেল অনুসারী সিএফসি গ্রুপের নেতা মির্জা কবির সাদাফ বলেন, কোটা আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা ক্ষমা চাইলে তাদের ক্ষমা করে দেওয়া হবে। আমরা কোটা সংস্কারের পক্ষে ছিলাম, কিন্তু তারা ভুল করেছে।

তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ শুরু থেকেই তাদেরকে সমর্থন জানিয়ে এসেছে। আমরাও বলেছি, কোটার একটি যৌক্তিক সংস্কার হোক এবং সেটা আদালতের মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে সমাধান হোক। কিন্তু গত দুদিন পবিত্র এই ক্যাম্পাসে নিজেদের ঘৃণিত রাজাকার হিসেবে উপস্থাপন করেছে। ছাত্রলীগ এ দেশে কোনো রাজাকারকে ছাড় দিবে না। তাই আমরা তাদের প্রতিরোধ করেছি। তারা ক্ষমা চাইলে আমরা তাদের আন্দোলনকে সাধুবাদ জানাবো।

বিজয় গ্রুপের নেতা ইলিয়াস হোসেন বলেন, আন্দোলনকারীরা নিজেদের রাজাকার বলে লাল-সবুজের পতাকাকে কলুষিত করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে গেলে তাকে বাঙালি হতে হবে। কোনো রাজাকারের অবস্থান এ বিশ্ববিদ্যালয়ে হবে না।

তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনে পাকিস্তানের প্রেতাত্মারা যুক্ত হয়ে আন্দোলনকে বিঘ্নিত করছে। স্বাধীনতা বিরোধীদের সঙ্গে আমাদের সংগ্রাম পূর্বেও ছিল এখনো থাকবে।