ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সুন্দরবনে বিএনপি’র কমিটিতে আওয়ামী লীগের কর্মীদের নাম Logo বাংলাদেশে ঢুকে আম গাছ কাটল বিএসএফ, সীমান্তে উত্তেজনা Logo দেশের মানুষ চায় তরুণরা সংসদে প্রতিনিধিত্ব করুক: সারজিস Logo ইডেন কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo বিএনপির ভাবনায় শুধুই ভোট Logo ‘লাল সন্ত্রাস’চায় ঢাবি ছাত্র ইউনিয়ন নেতা, মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস Logo ইসরায়েলের পূর্ণ মন্ত্রিসভায় যুদ্ধবিরতি অনুমোদন, কার্যকরের দিন ঘোষণা Logo বিএনপির অনুষ্ঠানে বক্তব্য দিলেন ছাত্রহত্যা আসামি শ্রমিকলীগ নেতা, খুঁজে পায় না পুলিশ Logo বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতের লড়াই চালু থাকবে : জামায়াতের আমীর

ক্ষমা চাইলে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের বাধা দেবে না ছাত্রলীগ

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ১০:৩১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • 90

ক্ষমা চাইলে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের বাধা দেবে না ছাত্রলীগ

কেন্দ্রীয় কর্মসূচির আলোকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে সিএফসি ও বিজয় গ্রুপের নেতাকর্মীরা শাহ আমানত ও শহিদ আব্দুর রব হলের সামনে থেকে মিছিল নিয়ে জিরো পয়েন্টে এসে জড়ো হয়।

সেখানে নওফেল অনুসারী সিএফসি গ্রুপের নেতা মির্জা কবির সাদাফ বলেন, কোটা আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা ক্ষমা চাইলে তাদের ক্ষমা করে দেওয়া হবে। আমরা কোটা সংস্কারের পক্ষে ছিলাম, কিন্তু তারা ভুল করেছে।

তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ শুরু থেকেই তাদেরকে সমর্থন জানিয়ে এসেছে। আমরাও বলেছি, কোটার একটি যৌক্তিক সংস্কার হোক এবং সেটা আদালতের মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে সমাধান হোক। কিন্তু গত দুদিন পবিত্র এই ক্যাম্পাসে নিজেদের ঘৃণিত রাজাকার হিসেবে উপস্থাপন করেছে। ছাত্রলীগ এ দেশে কোনো রাজাকারকে ছাড় দিবে না। তাই আমরা তাদের প্রতিরোধ করেছি। তারা ক্ষমা চাইলে আমরা তাদের আন্দোলনকে সাধুবাদ জানাবো।

বিজয় গ্রুপের নেতা ইলিয়াস হোসেন বলেন, আন্দোলনকারীরা নিজেদের রাজাকার বলে লাল-সবুজের পতাকাকে কলুষিত করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে গেলে তাকে বাঙালি হতে হবে। কোনো রাজাকারের অবস্থান এ বিশ্ববিদ্যালয়ে হবে না।

তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনে পাকিস্তানের প্রেতাত্মারা যুক্ত হয়ে আন্দোলনকে বিঘ্নিত করছে। স্বাধীনতা বিরোধীদের সঙ্গে আমাদের সংগ্রাম পূর্বেও ছিল এখনো থাকবে।

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনে বিএনপি’র কমিটিতে আওয়ামী লীগের কর্মীদের নাম

ক্ষমা চাইলে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের বাধা দেবে না ছাত্রলীগ

আপডেট সময় ১০:৩১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

কেন্দ্রীয় কর্মসূচির আলোকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে সিএফসি ও বিজয় গ্রুপের নেতাকর্মীরা শাহ আমানত ও শহিদ আব্দুর রব হলের সামনে থেকে মিছিল নিয়ে জিরো পয়েন্টে এসে জড়ো হয়।

সেখানে নওফেল অনুসারী সিএফসি গ্রুপের নেতা মির্জা কবির সাদাফ বলেন, কোটা আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা ক্ষমা চাইলে তাদের ক্ষমা করে দেওয়া হবে। আমরা কোটা সংস্কারের পক্ষে ছিলাম, কিন্তু তারা ভুল করেছে।

তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ শুরু থেকেই তাদেরকে সমর্থন জানিয়ে এসেছে। আমরাও বলেছি, কোটার একটি যৌক্তিক সংস্কার হোক এবং সেটা আদালতের মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে সমাধান হোক। কিন্তু গত দুদিন পবিত্র এই ক্যাম্পাসে নিজেদের ঘৃণিত রাজাকার হিসেবে উপস্থাপন করেছে। ছাত্রলীগ এ দেশে কোনো রাজাকারকে ছাড় দিবে না। তাই আমরা তাদের প্রতিরোধ করেছি। তারা ক্ষমা চাইলে আমরা তাদের আন্দোলনকে সাধুবাদ জানাবো।

বিজয় গ্রুপের নেতা ইলিয়াস হোসেন বলেন, আন্দোলনকারীরা নিজেদের রাজাকার বলে লাল-সবুজের পতাকাকে কলুষিত করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে গেলে তাকে বাঙালি হতে হবে। কোনো রাজাকারের অবস্থান এ বিশ্ববিদ্যালয়ে হবে না।

তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনে পাকিস্তানের প্রেতাত্মারা যুক্ত হয়ে আন্দোলনকে বিঘ্নিত করছে। স্বাধীনতা বিরোধীদের সঙ্গে আমাদের সংগ্রাম পূর্বেও ছিল এখনো থাকবে।