ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীর সায়েন্সল্যাবে এক কোটা আন্দোলনকারী নিহত

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০৫:৫৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • 80

সায়েন্সল্যাবে এক কোটা আন্দোলনকারী নিহত

চলমান কোটা আন্দোলনে আরও এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। ঢাকা কলেজের পাশে মারধরের শিকার হয়েছে বলে জানা যায়। তার শরীরের ধারালো আঘাতের চিহ্ন আছে। নিহতের বয়স আনুমানিক ২৫ বছর।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আকাশ নামে এক কিশোর জানায়, ঢাকা কলেজের বিপরীত পাশে সিএনজি পাম্পের সামনে কয়েকজন ধরাধরি করে ওই যুবককে নিয়ে আসছিলেন। তখন একটি রিকশায় ওই কিশোর তাকে হাসপাতালে নিয়ে আসেন। নিহত ওই যুবকের নাম পরিচয় কিছুই জানে না সে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

জনপ্রিয় সংবাদ

রাজধানীর সায়েন্সল্যাবে এক কোটা আন্দোলনকারী নিহত

আপডেট সময় ০৫:৫৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

চলমান কোটা আন্দোলনে আরও এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। ঢাকা কলেজের পাশে মারধরের শিকার হয়েছে বলে জানা যায়। তার শরীরের ধারালো আঘাতের চিহ্ন আছে। নিহতের বয়স আনুমানিক ২৫ বছর।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আকাশ নামে এক কিশোর জানায়, ঢাকা কলেজের বিপরীত পাশে সিএনজি পাম্পের সামনে কয়েকজন ধরাধরি করে ওই যুবককে নিয়ে আসছিলেন। তখন একটি রিকশায় ওই কিশোর তাকে হাসপাতালে নিয়ে আসেন। নিহত ওই যুবকের নাম পরিচয় কিছুই জানে না সে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।