ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রংপুরে কোটা আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০৪:২২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • 83

রংপুরে কোটা আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কোটা আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। সাধারণ ছাত্রদের অভিযোগ ছাত্রলীগ ও পুলিশের যৌথ হামলায় এই শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম আবু সাঈদ। তিনি ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন বলে জানা গেছে। পুরো বেরোবিতে এখন অচল অবস্থা চলছে। লাশ নিয়ে ভিসির বাসভবন ঘেরাও করেছে সাধারণ শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুরে বেরোবির কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হন। তারা শহরের লালবাগ এলাকায় থেকে ক্যাম্পাসের দিকে যান। ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। তখন পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হন।

দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় বহু হতাহতও হয়েছে। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নিহতের লাশ নিয়ে আন্দোলনকারীরা ক্যাম্পাসে ফিরছেন বলে জানা গেছে। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে প্রদানকৃত মৃত্যুসনদ থেকে জানা যায়, নিহত শিক্ষার্থী আবু সাঈদের পিতার নাম মকবুল হোসেন। রংপুরের পীরগঞ্জের বাবনপুরে তার বাড়ি।
সনদে মৃত্যুর কারণ হিসেবে মৃত অবস্থায় আনা হয়েছে বলে উল্লেখ রয়েছে।

এ প্রসঙ্গে দেশের একটি গণমাধ্যমকে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান বলেন, কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন স্কুল-কলেজ ও অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেন। তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। অনেক পুলিশ সদস্য এতে আহত হয়েছেন। একজন মারা গেছেন বলে শুনেছি তিনি কিভাবে মারা গেছেন তা বলতে পারছি না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন

রংপুরে কোটা আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত

আপডেট সময় ০৪:২২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কোটা আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। সাধারণ ছাত্রদের অভিযোগ ছাত্রলীগ ও পুলিশের যৌথ হামলায় এই শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম আবু সাঈদ। তিনি ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন বলে জানা গেছে। পুরো বেরোবিতে এখন অচল অবস্থা চলছে। লাশ নিয়ে ভিসির বাসভবন ঘেরাও করেছে সাধারণ শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুরে বেরোবির কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হন। তারা শহরের লালবাগ এলাকায় থেকে ক্যাম্পাসের দিকে যান। ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। তখন পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হন।

দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় বহু হতাহতও হয়েছে। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নিহতের লাশ নিয়ে আন্দোলনকারীরা ক্যাম্পাসে ফিরছেন বলে জানা গেছে। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে প্রদানকৃত মৃত্যুসনদ থেকে জানা যায়, নিহত শিক্ষার্থী আবু সাঈদের পিতার নাম মকবুল হোসেন। রংপুরের পীরগঞ্জের বাবনপুরে তার বাড়ি।
সনদে মৃত্যুর কারণ হিসেবে মৃত অবস্থায় আনা হয়েছে বলে উল্লেখ রয়েছে।

এ প্রসঙ্গে দেশের একটি গণমাধ্যমকে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান বলেন, কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন স্কুল-কলেজ ও অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেন। তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। অনেক পুলিশ সদস্য এতে আহত হয়েছেন। একজন মারা গেছেন বলে শুনেছি তিনি কিভাবে মারা গেছেন তা বলতে পারছি না।