ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এনসিপির অবস্থান শুরু Logo যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধের প্রহসন মানা হবে না: নাহিদ Logo নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করে প্রজ্ঞাপন জারি Logo রুশ বিজয় দিবসে অংশ নিতে মস্কোয় প্রেসিডেন্ট শি জিনপিং Logo পাবনায় বজ্রপাতে ক্ষতিগ্রস্ত গাছ ঘিরে কুসংস্কারের ছড়াছড়ি Logo জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে স্নিগ্ধর পদত্যাগ Logo মৌলভীবাজারে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালেন জামায়াত কর্মী Logo চাঁপাইনবাবগঞ্জে এবার থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার, পরিপক্ব হলেই তোলা যাবে আম Logo আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসনের নিস্ক্রিয়তার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

রাশিয়ার যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের বিরোধিতায় বাতিল

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতে মানবিক কারণে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিল রাশিয়া। এ লক্ষ্যে দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি ভোটের আয়োজনও করেছিল। তবে শেষ পর্যস্ত যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের বিরোধিতায় তা পাস হয়নি। মঙ্গলবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রুশ সরকারি বার্তা সংস্থা তাস।

গতকাল সোমবার বিকেলে রাশিয়ার উত্থাপিত প্রস্তাবের ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোট হয়। ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে রাশিয়া, চীন, সংযুক্ত আরব আমিরাত, গ্যাবন ও মোজাম্বিক ভোট দেয়। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জাপান এই প্রস্তাবের বিরোধিতা করেছে। এ ছাড়া আলবেনিয়া, ব্রাজিল, ইকুয়েডর, ঘানা, মাল্টা, সুইজারল্যান্ড ও ইকুয়েডর ভোটদানে বিরত ছিল।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব পাস হতে হলে ১৫ সদস্যের মধ্যে ৯ সদস্যের ভোটের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন বা রাশিয়াকে ভেটোদানে বিরত থাকতে হয়। ফলে নিরাপত্তা পরিষদের যেকোনো পদক্ষেপ থেকে ইসরায়েলকে ঐতিহ্যগতভাবে সুরক্ষা দেওয়া যুক্তরাষ্ট্র বিরোধিতা করবে, এটাই আগেই জানিয়েছিলেন বিশ্লেষকরা।

ভোটের পরপর জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, পশ্চিমাদের কাছে নিরাপত্তা পরিষদ জিম্মি। একমাত্র এই কারণে সংঘাত প্রশমনে নিরাপত্তা পরিষদ স্পষ্ট ও শক্তিশালী যৌথ বার্তা দিতে পারেনি।

তবে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেছেন, রাশিয়ার প্রস্তাবে হামাসকে নিন্দা না জানানোয় যুক্তরাষ্ট্রর এর বিরোধিতা করেছে।

এর আগে গত শুক্রবার ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে ভোটের আহ্বান করে রাশিয়া। যুদ্ধবিরতি, বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতা ও সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট সব ধরনের কাজের নিন্দা জানাতে একটি খসড়া প্রস্তাবের ওপর এই ভোটাভুটির ডাক দেয় মস্কো।

জনপ্রিয় সংবাদ

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এনসিপির অবস্থান শুরু

রাশিয়ার যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের বিরোধিতায় বাতিল

আপডেট সময় ০৪:১৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতে মানবিক কারণে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিল রাশিয়া। এ লক্ষ্যে দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি ভোটের আয়োজনও করেছিল। তবে শেষ পর্যস্ত যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের বিরোধিতায় তা পাস হয়নি। মঙ্গলবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রুশ সরকারি বার্তা সংস্থা তাস।

গতকাল সোমবার বিকেলে রাশিয়ার উত্থাপিত প্রস্তাবের ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোট হয়। ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে রাশিয়া, চীন, সংযুক্ত আরব আমিরাত, গ্যাবন ও মোজাম্বিক ভোট দেয়। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জাপান এই প্রস্তাবের বিরোধিতা করেছে। এ ছাড়া আলবেনিয়া, ব্রাজিল, ইকুয়েডর, ঘানা, মাল্টা, সুইজারল্যান্ড ও ইকুয়েডর ভোটদানে বিরত ছিল।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব পাস হতে হলে ১৫ সদস্যের মধ্যে ৯ সদস্যের ভোটের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন বা রাশিয়াকে ভেটোদানে বিরত থাকতে হয়। ফলে নিরাপত্তা পরিষদের যেকোনো পদক্ষেপ থেকে ইসরায়েলকে ঐতিহ্যগতভাবে সুরক্ষা দেওয়া যুক্তরাষ্ট্র বিরোধিতা করবে, এটাই আগেই জানিয়েছিলেন বিশ্লেষকরা।

ভোটের পরপর জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, পশ্চিমাদের কাছে নিরাপত্তা পরিষদ জিম্মি। একমাত্র এই কারণে সংঘাত প্রশমনে নিরাপত্তা পরিষদ স্পষ্ট ও শক্তিশালী যৌথ বার্তা দিতে পারেনি।

তবে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেছেন, রাশিয়ার প্রস্তাবে হামাসকে নিন্দা না জানানোয় যুক্তরাষ্ট্রর এর বিরোধিতা করেছে।

এর আগে গত শুক্রবার ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে ভোটের আহ্বান করে রাশিয়া। যুদ্ধবিরতি, বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতা ও সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট সব ধরনের কাজের নিন্দা জানাতে একটি খসড়া প্রস্তাবের ওপর এই ভোটাভুটির ডাক দেয় মস্কো।