ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের Logo সাভারে বাড়ি ফেরার পথে ধ’র্ষ’ণে’র শিকার তরুণী, থানায় মামলা Logo ‘কুরআন প্রশিক্ষণ প্রোগামে হামলা কোনো সভ্য মানুষ করতে পারে না’ Logo নোয়াখালীতে ছাত্রশিবিরের উপর যুবদলের হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ Logo শিক্ষকদের দাবি না মানলে খুনি হাসিনার চেয়ে পরিণতি আরও বেশি খারাপ হবে: ডাকসু ভিপি Logo জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি ঘোষণা Logo শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে বিইউপি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল Logo সয়দাবাদ রেলস্টেশন এলাকার রেলের মাটি বিক্রি করছেন বিএনপি নেতা Logo পিআর আন্দোলনকে জামায়াতের একটি রাজনৈতিক প্রতারণা বলছেন নাহিদ ইসলাম Logo ছাত্রলীগের নামে রুম দখলে নেওয়া সেই পিয়াল এখন ছাত্রদলের দপ্তর সম্পাদক

কোটা আন্দোলনকে কেন্দ্র করে গুলিস্তানে ছাত্রলীগ-যুবলীগের শোডাউন

সরকারি চাকরির সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন অভিমুখে শিক্ষার্থীদের গণপদযাত্রা কর্মসূচিকে ঘিরে সতর্কাবস্থান নিয়েছে পুলিশ। পাশাপাশি ওই এলাকায় ছাত্রলীগ-যুবলীগকে মোটরসাইকেল শোডাউন দিতে দেখা গেছে।

রবিবার (১৪ জুলাই) দুপুর ১টার পর শিক্ষার্থীদের পদযাত্রা গুলিস্তানের জিরো পয়েন্টে পৌঁছায়। সেখান থেকে বঙ্গবন্ধু স্টেডিয়াম হয়ে বঙ্গভবনে যাওয়ার দিকে পুলিশের ব্যারিকেড রয়েছে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত একপাশে পুলিশ ও অন্যপাশে আন্দোলনকারীরা অবস্থান করছেন।

গুলিস্তানের গোলাপ শাহ মাজার এলাকায় জলকামান, রায়ট কার, প্রিজন ভ্যানসহ পুলিশের সতর্কাবস্থান লক্ষ্য করা যায়। এসময় ওই এলাকায় ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীদের মোটরসাইকেল শোডাউন দিতে দেখা গেছে।

এর আগে, দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে এ পদযাত্রা শুরু হয়। এতে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ, ইডেন মহিলা কলেজ ও তিতুমীর কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী।

পদযাত্রাটি শাহবাগ হয়ে সাড়ে ১২টা নাগাদ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে পৌঁছায়। সেখানে কিছুক্ষণ অবস্থান নিয়ে স্লোগান দেন শিক্ষার্থীরা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেইট থেকে মৎস্য ভবন পর্যন্ত রাস্তায় যানবাহন থাকায় আন্দোলনকারীদের বিপরীত পাশের রাস্তা ধরে মৎস্য ভবনের দিকে এগোতে দেখা যায়। পদযাত্রায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেননি শিক্ষার্থীরা।

দুপুর পৌনে ১টার দিকে শিক্ষার্থীরা হাইকোর্ট মোড়ে (শিক্ষা ভবনের সামনে) পুলিশের মানবঢালের মুখে পড়েন। তবে সেই বাঁধা ভেঙে গুলিস্তানের জিরো পয়েন্টের দিকে এগোতে থাকেন তারা।

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

কোটা আন্দোলনকে কেন্দ্র করে গুলিস্তানে ছাত্রলীগ-যুবলীগের শোডাউন

আপডেট সময় ০২:২৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪

সরকারি চাকরির সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন অভিমুখে শিক্ষার্থীদের গণপদযাত্রা কর্মসূচিকে ঘিরে সতর্কাবস্থান নিয়েছে পুলিশ। পাশাপাশি ওই এলাকায় ছাত্রলীগ-যুবলীগকে মোটরসাইকেল শোডাউন দিতে দেখা গেছে।

রবিবার (১৪ জুলাই) দুপুর ১টার পর শিক্ষার্থীদের পদযাত্রা গুলিস্তানের জিরো পয়েন্টে পৌঁছায়। সেখান থেকে বঙ্গবন্ধু স্টেডিয়াম হয়ে বঙ্গভবনে যাওয়ার দিকে পুলিশের ব্যারিকেড রয়েছে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত একপাশে পুলিশ ও অন্যপাশে আন্দোলনকারীরা অবস্থান করছেন।

গুলিস্তানের গোলাপ শাহ মাজার এলাকায় জলকামান, রায়ট কার, প্রিজন ভ্যানসহ পুলিশের সতর্কাবস্থান লক্ষ্য করা যায়। এসময় ওই এলাকায় ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীদের মোটরসাইকেল শোডাউন দিতে দেখা গেছে।

এর আগে, দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে এ পদযাত্রা শুরু হয়। এতে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ, ইডেন মহিলা কলেজ ও তিতুমীর কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী।

পদযাত্রাটি শাহবাগ হয়ে সাড়ে ১২টা নাগাদ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে পৌঁছায়। সেখানে কিছুক্ষণ অবস্থান নিয়ে স্লোগান দেন শিক্ষার্থীরা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেইট থেকে মৎস্য ভবন পর্যন্ত রাস্তায় যানবাহন থাকায় আন্দোলনকারীদের বিপরীত পাশের রাস্তা ধরে মৎস্য ভবনের দিকে এগোতে দেখা যায়। পদযাত্রায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেননি শিক্ষার্থীরা।

দুপুর পৌনে ১টার দিকে শিক্ষার্থীরা হাইকোর্ট মোড়ে (শিক্ষা ভবনের সামনে) পুলিশের মানবঢালের মুখে পড়েন। তবে সেই বাঁধা ভেঙে গুলিস্তানের জিরো পয়েন্টের দিকে এগোতে থাকেন তারা।