ঢাকা ১২:৩০ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত Logo পাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo একুশে বইমেলায় আহমেদ বায়েজীদের ‘মহাকাশে দুঃস্বপ্ন’ Logo ১ মার্চ রোজা হলে ৩৩ বছর পর দেখা মিলবে ‘বিরল’ দিনের Logo এনবিআরের আইভাসে নতুন ১৭২৩ প্রতিষ্ঠানের নিবন্ধন Logo মাছ-মুরগি-চালের দাম কিছুটা কমেছে, কাটেনি সয়াবিন তেল সংকট Logo শহীদ মিনারে বিএনপি নেতার হামলার শিকার কালবেলার সাংবাদিক Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo ছাত্রদলের ইতিবাচক রাজনীতিকে বিতর্কিত করার হীনচেষ্টা চলছে-রাকিব

‘মুসলমান হওয়া এখন একাকিত্বের ব্যাপার, বিশ্ব আপনাকে সন্ত্রাসী বলবে ’

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০৭:৫০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
  • 127

‘মুসলমান হওয়া এখন একাকিত্বের ব্যাপার বিশ্ব আপনাকে সন্ত্রাসী বলবে ’

ভারতের জনপ্রিয় গায়ক-অভিনেতা লাকি আলী। ‘ও সানাম’, ‘এক পাল কা জিনা’-এর মতো শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। এবার ৬৫ বছর বয়সি এ গায়ক বললেন— মুসলমান হওয়া মানে নিঃসঙ্গ ব্যাপার।

শুক্রবার (১২ জুলাই) নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে লাকি আলী লেখেন, “পৃথিবীতে মুসলমান হওয়া এখন একাকিত্বের ব্যাপার। নবীর সুন্নাহ অনুসরণ করা একাকিত্বের বিষয়, আপনার বন্ধুরা আপনাকে ছেড়ে যাবে, বিশ্ব আপনাকে ‘সন্ত্রাসী’ বলবে।”

লাকি আলী হঠাৎ এমন ভাবনার কথা কেন প্রকাশ করলেন, তা অবশ্য ব্যাখ্যা করেননি তিনি। তবে নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করছেন। একজন লেখেন, ‘ওস্তাদজি, ভালো মানুষ আছেন, খারাপ মানুষও আছেন। যাই হোক, আপনি একজন কিংবদন্তি এবং সর্বদা থাকবেন। আর প্রত্যেক ভালো মানুষই একজন ভালো মানুষ; সে লাকি আলী হোক বা লাকি শর্মা।

প্রশ্ন ছুড়ে দিয়ে আরেকজন লেখেন, ‘এটাও কি গুরুত্বপূর্ণ? যদি আপনার বন্ধুরা আপনাকে ছেড়ে চলে যায়, তবে তারা কখনো আপনার বন্ধু ছিল না। আপনার কৃতজ্ঞ হওয়া উচিত যে, আপনার ধর্মীয় বিশ্বাসের কারণে আপনি আপনার চারপাশের মানুষের মানসিকতা বুঝতে সক্ষম হয়েছেন, অন্যথায় সারা জীবন আপনি দ্বিধা-দ্বন্দ্বে থাকতেন। ভুল সঙ্গ পাওয়ার চেয়ে একা থাকাই ভালো। আমরা যখন বস্তুবাদী মানুষ দ্বারা ঘেরা থাকি, তখন শান্তি-আধ্যাত্মিকতা খুঁজে পাওয়া কঠিন। নবীর সুন্নাহ পুঁজিবাদ বিরোধী, তাই তারা মুসলমানদের ভাবমূর্তি নষ্ট করে।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।

বলিউডের জনপ্রিয় কৌতুকাভিনেতা মেহমুদ আলীর ছেলে লাকি আলী। ভারতের সীমানা ছাড়িয়ে লাকি আলীর খ্যাতি বাংলাদেশেও রয়েছে। গানের পাশাপাশি অভিনয়েও দেখা গেছে লাকি আলীকে।

জনপ্রিয় সংবাদ

উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত

‘মুসলমান হওয়া এখন একাকিত্বের ব্যাপার, বিশ্ব আপনাকে সন্ত্রাসী বলবে ’

আপডেট সময় ০৭:৫০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪

ভারতের জনপ্রিয় গায়ক-অভিনেতা লাকি আলী। ‘ও সানাম’, ‘এক পাল কা জিনা’-এর মতো শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। এবার ৬৫ বছর বয়সি এ গায়ক বললেন— মুসলমান হওয়া মানে নিঃসঙ্গ ব্যাপার।

শুক্রবার (১২ জুলাই) নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে লাকি আলী লেখেন, “পৃথিবীতে মুসলমান হওয়া এখন একাকিত্বের ব্যাপার। নবীর সুন্নাহ অনুসরণ করা একাকিত্বের বিষয়, আপনার বন্ধুরা আপনাকে ছেড়ে যাবে, বিশ্ব আপনাকে ‘সন্ত্রাসী’ বলবে।”

লাকি আলী হঠাৎ এমন ভাবনার কথা কেন প্রকাশ করলেন, তা অবশ্য ব্যাখ্যা করেননি তিনি। তবে নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করছেন। একজন লেখেন, ‘ওস্তাদজি, ভালো মানুষ আছেন, খারাপ মানুষও আছেন। যাই হোক, আপনি একজন কিংবদন্তি এবং সর্বদা থাকবেন। আর প্রত্যেক ভালো মানুষই একজন ভালো মানুষ; সে লাকি আলী হোক বা লাকি শর্মা।

প্রশ্ন ছুড়ে দিয়ে আরেকজন লেখেন, ‘এটাও কি গুরুত্বপূর্ণ? যদি আপনার বন্ধুরা আপনাকে ছেড়ে চলে যায়, তবে তারা কখনো আপনার বন্ধু ছিল না। আপনার কৃতজ্ঞ হওয়া উচিত যে, আপনার ধর্মীয় বিশ্বাসের কারণে আপনি আপনার চারপাশের মানুষের মানসিকতা বুঝতে সক্ষম হয়েছেন, অন্যথায় সারা জীবন আপনি দ্বিধা-দ্বন্দ্বে থাকতেন। ভুল সঙ্গ পাওয়ার চেয়ে একা থাকাই ভালো। আমরা যখন বস্তুবাদী মানুষ দ্বারা ঘেরা থাকি, তখন শান্তি-আধ্যাত্মিকতা খুঁজে পাওয়া কঠিন। নবীর সুন্নাহ পুঁজিবাদ বিরোধী, তাই তারা মুসলমানদের ভাবমূর্তি নষ্ট করে।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।

বলিউডের জনপ্রিয় কৌতুকাভিনেতা মেহমুদ আলীর ছেলে লাকি আলী। ভারতের সীমানা ছাড়িয়ে লাকি আলীর খ্যাতি বাংলাদেশেও রয়েছে। গানের পাশাপাশি অভিনয়েও দেখা গেছে লাকি আলীকে।