ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নাটোরে মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা Logo সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে অন্যতম আসামি স্বাধীন Logo আগামীর কর্মপরিকল্পনা নিয়ে জুলাই মঞ্চ লক্ষ্মীপুরের আলোচনা সভা Logo আগামীর সংবিধানে ইসলামী শ্রমনীতি অন্তর্ভুক্তির বিকল্প নেই Logo চাঁদা না পেয়ে গাজীপুরের পোশাক শ্রমিককে পেটাল ছাত্রদল নেতা Logo সীমাবদ্ধতার মাঝেও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন: সিইসি Logo আসন্ন নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্ত রূপ দেবে পুলিশ: ডিএমপি কমিশনার Logo সাংবাদিক তুহিন হত্যায় ইউনাইটেড মিডিয়া ফোরামের শোক ও নিন্দা Logo গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা, এখন পর্যন্ত গ্রেপ্তার ৭ Logo ‘বিএনপি ক্ষমতায় এলে দ্বিতীয় পদ্মা সেতু করবে’-আলী নেওয়াজ

১৬ বছরের এক মুসলিম কিশোরের পায়ের জাদুতে কাঁপছে ফুটবল বিশ্ব

১৬ বছর ৩৩৮ দিন বয়সেই ইউরো কাপে মাঠে নেমেছিলেন স্পেনের লামিন ইয়ামাল। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ওই ম্যাচেই ছোট্ট ছেলেটি বুঝিয়ে দিয়েছিলেন তারকা হয়ে ওঠার সব মশলাই মজুত রয়েছে তার মধ্যে। ইউরো কাপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে চোখ ধাঁধানো গোল করে বুঝিয়ে দিলেন আগামী দিনে ইউরোপ শাসন করতে চলেছেন তিনি। কোচের ভরসার যোগ্য দাম দিয়েছেন লামিন ইয়ামাল। তারকাখচিত ফ্রান্স দল এগিয়ে যাওয়ার পরেও ইয়ামালের অনবদ্য গোলের সৌজন্যেই সমতায় ফেরে স্পেন, এরপর ম্যাচ জিতে ফাইনালে প্রবেশ করে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।

ইউরোর সেমিফাইনালে আদ্রিয়েন রাবিয়টের সামনে থেকে অবদ্য ভঙ্গিমায় বল জাতে জড়িয়ে দিয়ে পরলোকগত ফুটবল সম্রাট পেলের নজির ভেঙে দিয়েছেন স্পেনের এই তারকা ফুটবলার। ২০০৭ সালে জন্মানো ইয়ামাল এখন বিশ্বের কোনো মেজর প্রতিযোগিতার সর্বকনিষ্ঠ গোল স্কোরার।

কয়েক মাস আগেই বার্সেলোনা দলের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে লা লিগায় খেলেছেন লামিন ইয়ামাল।

স্পেনের বাসিন্দা হলেও তার সম্পর্ক রয়েছে আফ্রিকার সাথেও, লামিন ইয়ামালের বাবা মরোক্কান এবং মা ইকুয়েটরিয়াল গিনির নাগরিক।

২০২২ সালে স্পেনের কিংবদন্তী জাভির চোখে পড়ে যান এই ক্ষুদে ফুটবলার, এরপর সিনিয়র দলের সাথে তাকে অনুশীলন শুরু করান জাভি

লামিন ইয়ামাল নিজের ফুটবল কেরিয়ারের শুরুতে ছিলেন পজিটিভ স্ট্রাইকার, কিন্তু বর্তমানে ডানপ্রান্তিক মিডিও বা উইঙ্গার হিসেবে খেলেন।

১৫ বছর ৯ মাস ১৬ দিন বয়সে বার্সলোনার জার্সিতে লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নেমে ক্লাবের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে সিনিয়র দলে খেলার নজির গড়েন তিনি

বাবা মরোক্কান হওয়ায় এবং নিজে স্পেনের নাগরিক হওয়ায় লামিন ইয়ামাল চাইলে দুই দেশের হয়েই প্রতিনিধিত্ব করতে পারেন, এছাড়াও ইকুয়েটরিয়াল গিনির হয়েও চাইলে খেলতে পারেন তিনি।

সেমিফাইনালে লামিন ইয়ামালের গোলে সমতায় ফেরার পর ২০১৮ বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে ম্যাচের ২৫ মিনিটে গোল করেন ডানি ওলমো। এই ম্যাচে ডিফেন্ডার ডানি কার্ভাহাল খেলতে পারেননি স্পেনের হয়ে, তাও ফ্রান্সকে হারিয়ে ইউরোর ফাইনালে পৌঁছে গেল স্পেন। বলাই বাহুল্য, ইউরো জয়ের বিষয়ে তারাই এখন ফেভারিট।

জনপ্রিয় সংবাদ

নাটোরে মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা

১৬ বছরের এক মুসলিম কিশোরের পায়ের জাদুতে কাঁপছে ফুটবল বিশ্ব

আপডেট সময় ০৬:৩১:০৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪

১৬ বছর ৩৩৮ দিন বয়সেই ইউরো কাপে মাঠে নেমেছিলেন স্পেনের লামিন ইয়ামাল। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ওই ম্যাচেই ছোট্ট ছেলেটি বুঝিয়ে দিয়েছিলেন তারকা হয়ে ওঠার সব মশলাই মজুত রয়েছে তার মধ্যে। ইউরো কাপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে চোখ ধাঁধানো গোল করে বুঝিয়ে দিলেন আগামী দিনে ইউরোপ শাসন করতে চলেছেন তিনি। কোচের ভরসার যোগ্য দাম দিয়েছেন লামিন ইয়ামাল। তারকাখচিত ফ্রান্স দল এগিয়ে যাওয়ার পরেও ইয়ামালের অনবদ্য গোলের সৌজন্যেই সমতায় ফেরে স্পেন, এরপর ম্যাচ জিতে ফাইনালে প্রবেশ করে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।

ইউরোর সেমিফাইনালে আদ্রিয়েন রাবিয়টের সামনে থেকে অবদ্য ভঙ্গিমায় বল জাতে জড়িয়ে দিয়ে পরলোকগত ফুটবল সম্রাট পেলের নজির ভেঙে দিয়েছেন স্পেনের এই তারকা ফুটবলার। ২০০৭ সালে জন্মানো ইয়ামাল এখন বিশ্বের কোনো মেজর প্রতিযোগিতার সর্বকনিষ্ঠ গোল স্কোরার।

কয়েক মাস আগেই বার্সেলোনা দলের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে লা লিগায় খেলেছেন লামিন ইয়ামাল।

স্পেনের বাসিন্দা হলেও তার সম্পর্ক রয়েছে আফ্রিকার সাথেও, লামিন ইয়ামালের বাবা মরোক্কান এবং মা ইকুয়েটরিয়াল গিনির নাগরিক।

২০২২ সালে স্পেনের কিংবদন্তী জাভির চোখে পড়ে যান এই ক্ষুদে ফুটবলার, এরপর সিনিয়র দলের সাথে তাকে অনুশীলন শুরু করান জাভি

লামিন ইয়ামাল নিজের ফুটবল কেরিয়ারের শুরুতে ছিলেন পজিটিভ স্ট্রাইকার, কিন্তু বর্তমানে ডানপ্রান্তিক মিডিও বা উইঙ্গার হিসেবে খেলেন।

১৫ বছর ৯ মাস ১৬ দিন বয়সে বার্সলোনার জার্সিতে লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নেমে ক্লাবের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে সিনিয়র দলে খেলার নজির গড়েন তিনি

বাবা মরোক্কান হওয়ায় এবং নিজে স্পেনের নাগরিক হওয়ায় লামিন ইয়ামাল চাইলে দুই দেশের হয়েই প্রতিনিধিত্ব করতে পারেন, এছাড়াও ইকুয়েটরিয়াল গিনির হয়েও চাইলে খেলতে পারেন তিনি।

সেমিফাইনালে লামিন ইয়ামালের গোলে সমতায় ফেরার পর ২০১৮ বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে ম্যাচের ২৫ মিনিটে গোল করেন ডানি ওলমো। এই ম্যাচে ডিফেন্ডার ডানি কার্ভাহাল খেলতে পারেননি স্পেনের হয়ে, তাও ফ্রান্সকে হারিয়ে ইউরোর ফাইনালে পৌঁছে গেল স্পেন। বলাই বাহুল্য, ইউরো জয়ের বিষয়ে তারাই এখন ফেভারিট।