ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo টিএসসিতে শিবিরের এই আয়োজনের দায় ভিসি ও প্রক্টর এড়াতে পারে না: নাছির Logo সিভাসুতে বিচারহীনতার প্রতিবাদে মুখে লাল কাপড় পেঁচিয়ে অবস্থান কর্মসূচি Logo ‘প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে দোদুল্যমানতা কেটে গেছে’ Logo ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‍্যালি: গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন প্রত্যয় Logo ফতহে গণভবনের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রশিবিরের র‍্যালি অনুষ্ঠিত Logo সাংবাদিকদের বিএনপির নয়, দেশ ও জনগণের হতে হবে: আমীর খসরু Logo এদেশের মানুষ চাঁদাবাজদের সাথে আর জোট দেখতে চায় না-অধ্যক্ষ মোস্তফা কামাল Logo আগামীর শাসকদের হাসিনার পরিণতি মনে রাখতে হবে: আসিফ মাহমুদ Logo ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সিইসিকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা Logo বিএনপির আয়োজনে ৫ আগস্ট বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে

কোপায় হারা ব্রাজিল কোচের টার্গেট এখন পরবর্তী বিশ্বকাপ

কাতার বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পরপরই পদত্যাগ করেছিলেন প্রধান কোচ তিতে। এরপর দরিভাল জুনিয়রকে নিয়োগ দিতেই প্রায় দেড় বছর লেগেছিল ব্রাজিলের। দরিভালের প্রথম বড় অ্যাসাইনমেন্ট ছিল কোপা আমেরিকা। চলতি এই টুর্নামেন্টে বাজে পারফর্মেন্স করে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে। এই বিপর্যয়ের পর ব্রাজিল কোচ এখন নজর রাখছেন পরের বিশ্বকাপে।

কোপা অভিযান শেষে দরিভাল জুনিয়রের টার্গেট এখন বাছাইপর্ব উতরে পরবর্তী বিশ্বকাপে জায়গা করে নেওয়া। একইসঙ্গে জানালেন, ব্রাজিলের এই ছন্নছাড়া দলটিকে পুনর্গঠন করতে আরও সময় প্রয়োজন।

“বর্তমানে এই দলটির গুরুত্বপূর্ণ সংস্কার এবং পুনর্গঠনের প্রক্রিয়া চলছে। আমি মাত্র আট ম্যাচে দলটিকে কোচিং করিয়েছি এবং এই প্রক্রিয়াটা আমাদের চালিয়ে যেতে হবে। এই পথচলায় যত প্রতিবন্ধকতা আসবে, সেসব নিয়ে আমরা সচেতন। তবে এটাও আমরা জানি যে, একটি নক-আউট ম্যাচে আমরা হেরে গেছি এবং এটা আমাদের প্রত্যাশিত ছিল না।”

উরুগুয়েকে উদাহরণ হিসেবে টেনে দরিভাল আরও বলেন, “উরুগুয়ের জাতীয় দলের একটা ধরন আছে, মাঠের খেলায় যা খুবই চমৎকারভাবে ফুটে ওঠে। অনেক লম্বা সময় ধরে এই দলটা একসঙ্গে খেলে আসছে। শুরুতে ওদেরও কিছু সমস্যা ছিল, কিন্তু তারা তা শুধরে নিয়েছে। এখন তারা ফলাফল পাচ্ছে। আমার ধারণা, আমরাও এরকম কিছু অর্জন করতে পারব, এটা নিয়ে কোনো সংশয়ই নেই। তবে সেসব শুভ শোধরানোর জন্য কিছুটা সময় আমাদের প্রয়োজন।”

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের অবস্থান এখন পয়েন্ট তালিকার ছয় নম্বরে। সবার ওপরে থাকা আর্জেন্টিনার চেয়ে তারা ৮ পয়েন্ট পিছিয়ে। তাই দরিভালের সব চিন্তা এখন বিশ্বকাপে জায়গা করা নিয়েই, “আবারও বলছি, আমাদের গড়ে ওঠার, বিকশিত হওয়ার ও উন্নতি করার অনেক জায়গা আছে। আপাতত আমাদের মূল লক্ষ্য পরের বিশ্বকাপে জায়গা করে নেওয়া। এখন আমরা পয়েন্ট তালিকায় (বাছাইপর্বে) ছয় নম্বরে আছি, যা মোটেও স্বস্তিদায়ক নয়।”

জনপ্রিয় সংবাদ

টিএসসিতে শিবিরের এই আয়োজনের দায় ভিসি ও প্রক্টর এড়াতে পারে না: নাছির

কোপায় হারা ব্রাজিল কোচের টার্গেট এখন পরবর্তী বিশ্বকাপ

আপডেট সময় ০১:৪০:৪০ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪

কাতার বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পরপরই পদত্যাগ করেছিলেন প্রধান কোচ তিতে। এরপর দরিভাল জুনিয়রকে নিয়োগ দিতেই প্রায় দেড় বছর লেগেছিল ব্রাজিলের। দরিভালের প্রথম বড় অ্যাসাইনমেন্ট ছিল কোপা আমেরিকা। চলতি এই টুর্নামেন্টে বাজে পারফর্মেন্স করে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে। এই বিপর্যয়ের পর ব্রাজিল কোচ এখন নজর রাখছেন পরের বিশ্বকাপে।

কোপা অভিযান শেষে দরিভাল জুনিয়রের টার্গেট এখন বাছাইপর্ব উতরে পরবর্তী বিশ্বকাপে জায়গা করে নেওয়া। একইসঙ্গে জানালেন, ব্রাজিলের এই ছন্নছাড়া দলটিকে পুনর্গঠন করতে আরও সময় প্রয়োজন।

“বর্তমানে এই দলটির গুরুত্বপূর্ণ সংস্কার এবং পুনর্গঠনের প্রক্রিয়া চলছে। আমি মাত্র আট ম্যাচে দলটিকে কোচিং করিয়েছি এবং এই প্রক্রিয়াটা আমাদের চালিয়ে যেতে হবে। এই পথচলায় যত প্রতিবন্ধকতা আসবে, সেসব নিয়ে আমরা সচেতন। তবে এটাও আমরা জানি যে, একটি নক-আউট ম্যাচে আমরা হেরে গেছি এবং এটা আমাদের প্রত্যাশিত ছিল না।”

উরুগুয়েকে উদাহরণ হিসেবে টেনে দরিভাল আরও বলেন, “উরুগুয়ের জাতীয় দলের একটা ধরন আছে, মাঠের খেলায় যা খুবই চমৎকারভাবে ফুটে ওঠে। অনেক লম্বা সময় ধরে এই দলটা একসঙ্গে খেলে আসছে। শুরুতে ওদেরও কিছু সমস্যা ছিল, কিন্তু তারা তা শুধরে নিয়েছে। এখন তারা ফলাফল পাচ্ছে। আমার ধারণা, আমরাও এরকম কিছু অর্জন করতে পারব, এটা নিয়ে কোনো সংশয়ই নেই। তবে সেসব শুভ শোধরানোর জন্য কিছুটা সময় আমাদের প্রয়োজন।”

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের অবস্থান এখন পয়েন্ট তালিকার ছয় নম্বরে। সবার ওপরে থাকা আর্জেন্টিনার চেয়ে তারা ৮ পয়েন্ট পিছিয়ে। তাই দরিভালের সব চিন্তা এখন বিশ্বকাপে জায়গা করা নিয়েই, “আবারও বলছি, আমাদের গড়ে ওঠার, বিকশিত হওয়ার ও উন্নতি করার অনেক জায়গা আছে। আপাতত আমাদের মূল লক্ষ্য পরের বিশ্বকাপে জায়গা করে নেওয়া। এখন আমরা পয়েন্ট তালিকায় (বাছাইপর্বে) ছয় নম্বরে আছি, যা মোটেও স্বস্তিদায়ক নয়।”