ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কমলাপুর থেকে নির্দিষ্ট সময়েই ছাড়ছে ট্রেন, নেই উপচে পড়া ভিড় Logo সবার আগে ঈদের তারিখ জানাল অস্ট্রেলিয়া Logo মিয়ানমারের মতো বাংলাদেশেও শক্তিশালী ভূমিকম্পের শঙ্কা Logo ঈদে ফাঁকা ঢাকার সুরক্ষায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo মিয়ানমারে নিহতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে, আহত এক হাজার ৬৭০ Logo প্রধান উপদেষ্টাকে ডক্টরেট ডিগ্রি দিলো চীনের পিকিং বিশ্ববিদ্যালয় Logo যমুনা সেতুতে চলতি বছর টোল আদায়ে নতুন রেকর্ড Logo আর্জেন্টিনার কাছে হারের জেরে দরিভালকে বরখাস্ত করল ব্রাজিল Logo দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করেন,সংস্কার আপনাদের কাজ না: আমীর খসরু Logo মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৪, আহত ৭৩২ জন

মালয়েশিয়ায় অসামাজিক কার্যকলাপে ১৮ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ার ক্লাং ভ্যালীতে ৮টি ম্যাসাজ পার্লারে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৮ বাংলাদেশিসহ মোট ৭৫ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জিআইএম)। শনিবার (৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার জালান তুন রাজাকের ২টি স্থানে এবং কুয়ালালামপুরের জালান পুডু, কাম্পুং বারু সুবাং ও পুচং টাউন সেন্টারে বিশেষ অভিযান চালিয়েছে জিআইএম। শুক্রবার জেআইএম মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ এক বিবৃতিতে বলেছেন, জনসাধারণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৫৭ নারীসহ ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ৭৫ জনের মধ্যে ইন্দোনেশিয়ার ৩২ জন, বাংলাদেশের ১১ জন, ভিয়েতনামের ৮ জন এবং ভারতের ৬ জন নারী। এছাড়াও ৭ জন বাংলাদেশি, ২ জন মিয়ানমার এবং একজন ইন্দোনেশিয়ার পুরুষকেও গ্রেপ্তার করা করেছে। তাদের বয়স ১৭ থেকে ৪৬ এর মধ্যে। এছাড়া ২৩ থেকে ৬৫ বছর বয়সি ৭ জন মালয়েশিয়ান পুরুষ এবং ১ জন নারীকেও গ্রেপ্তার করা হয়েছে।

জেআইএম মহাপরিচালক জানিয়েছেন, পতিতাবৃত্তির অভিযোগ গ্রেপ্তার হওয়া ৫৭ নারী অভিবাসীর মধ্যে ইন্দোনেশিয়ার ১৩ জন ও ভিয়েতনামের ৪ জনের বৈধ কাগজপত্র ছিল। দুজন ইন্দোনেশিয়ান নারী ও একজন ভিয়েতনামী নারী ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করেছিলেন। বাকিদের কাছে কোনো ভ্রমণ নথি বা পাস ছিল না। গ্রেপ্তারকৃত সব অভিবাসীকে সেমেনিইহের অভিবাসন অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কমলাপুর থেকে নির্দিষ্ট সময়েই ছাড়ছে ট্রেন, নেই উপচে পড়া ভিড়

মালয়েশিয়ায় অসামাজিক কার্যকলাপে ১৮ বাংলাদেশি গ্রেপ্তার

আপডেট সময় ০৫:১১:২৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪

মালয়েশিয়ার ক্লাং ভ্যালীতে ৮টি ম্যাসাজ পার্লারে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৮ বাংলাদেশিসহ মোট ৭৫ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জিআইএম)। শনিবার (৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার জালান তুন রাজাকের ২টি স্থানে এবং কুয়ালালামপুরের জালান পুডু, কাম্পুং বারু সুবাং ও পুচং টাউন সেন্টারে বিশেষ অভিযান চালিয়েছে জিআইএম। শুক্রবার জেআইএম মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ এক বিবৃতিতে বলেছেন, জনসাধারণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৫৭ নারীসহ ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ৭৫ জনের মধ্যে ইন্দোনেশিয়ার ৩২ জন, বাংলাদেশের ১১ জন, ভিয়েতনামের ৮ জন এবং ভারতের ৬ জন নারী। এছাড়াও ৭ জন বাংলাদেশি, ২ জন মিয়ানমার এবং একজন ইন্দোনেশিয়ার পুরুষকেও গ্রেপ্তার করা করেছে। তাদের বয়স ১৭ থেকে ৪৬ এর মধ্যে। এছাড়া ২৩ থেকে ৬৫ বছর বয়সি ৭ জন মালয়েশিয়ান পুরুষ এবং ১ জন নারীকেও গ্রেপ্তার করা হয়েছে।

জেআইএম মহাপরিচালক জানিয়েছেন, পতিতাবৃত্তির অভিযোগ গ্রেপ্তার হওয়া ৫৭ নারী অভিবাসীর মধ্যে ইন্দোনেশিয়ার ১৩ জন ও ভিয়েতনামের ৪ জনের বৈধ কাগজপত্র ছিল। দুজন ইন্দোনেশিয়ান নারী ও একজন ভিয়েতনামী নারী ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করেছিলেন। বাকিদের কাছে কোনো ভ্রমণ নথি বা পাস ছিল না। গ্রেপ্তারকৃত সব অভিবাসীকে সেমেনিইহের অভিবাসন অফিসে নিয়ে যাওয়া হয়েছে।