আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া একটি নৌকা থেকে ৮৯ অভিবাসীর মৃতদেহ উদ্ধার করেছে মৌরিতানিয়ার কোস্টগার্ডরা। শুক্রবার (৫ জুলাই) বিবিসি এ তথ্য জানিয়েছে।কোস্টগার্ড জানিয়েছে, পাঁচ বছর বয়সী একটি শিশুসহ নয়জনকে উদ্ধার করা হয়েছে। তবে আরও কয়েক ডজন নিখোঁজ রয়েছে।
জীবিতরা জানিয়েছেন, নৌকাটি মাছ ধরার কাজে ব্যবহৃত হতো। গত সপ্তাহে সেনেগালিজ-গাম্বিয়ান সীমান্ত এলাকা থেকে ১৭০ জন যাত্রী নিয়ে এটি যাত্রা করেছিল। এটি মৌরিতানিয়ার দক্ষিণ-পশ্চিম উপকূলে ডুবে যায়।
পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টাকারী অভিবাসীদের জন্য মৌরিতানিয়া একটি মূল ট্রানজিট পয়েন্ট। গত বছর থেকে অভিবাসীদের নিয়ে দেশটি থেকে হাজার হাজার নৌকা সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেছে। বিপজ্জনক পথটি দিয়ে সবচেয়ে সাধারণ গন্তব্য হল স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ।
স্প্যানিশ সরকার জানিয়েছে, গত বছর প্রায় ৪০ হাজার লোক ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছিল। আগের বছরের তুলনায় এই সংখ্যা দ্বিগুণ। চলতি বছরের প্রথম পাঁচ মাসে সমুদ্রপথে স্পেনে পৌঁছানোর চেষ্টা করার সময় পাঁচ হাজারেরও বেশি অভিবাসী মারা গেছে।