ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

শতবর্ষে মারা গেলেন বরেণ্য অভিনেত্রী স্মৃতি বিশ্বাস

ভারতীয় সিনেমার বরেণ্য অভিনেত্রী স্মৃতি বিশ্বাস মারা গেছেন। বুধবার (৩ জুলাই) বার্ধক্যজনিত কারণে মহারাষ্ট্রের নাসিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ১০০ বছর। খবর টাইমস অব ইন্ডিয়ার। এ প্রতিবেদনে জানানো হয়েছে, হিন্দি ও বাংলা সিনেমায় অভিনয় করে খ্যাতি লাভ করেন স্মৃতি বিশ্বাস। বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১০টায় খ্রিষ্টান রীতি মেনে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

একসময় মুম্বাইয়ে বসবাস করতেন স্মৃতি বিশ্বাস। ২৮ বছর আগে বোনের সঙ্গে নাসিকে গিয়ে বসবাস শুরু করেন। শেষ বয়সে অর্থ-কষ্টে দিন কেটেছে। এ অভিনেত্রীর রাজীব ও সত্যজিৎ নামে দুই পুত্রসন্তান রয়েছে।

মাত্র দশ বছর বয়সে বাংলা ভাষার ‘সন্ধ্যা’ সিনেমার মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন স্মৃতি বিশ্বাস। এরপর ভারতীয় বাংলা ‘দ্বন্দ্ব’, ‘নীল আকাশের নিচে’ সিনেমায় অভিনয় করেন। অভিনয় ক্যারিয়ারে হিন্দি, বাংলা, মারাঠি ভাষার অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন।

অভিনয় ক্যারিয়ারে ভারতের প্রখ্যাত সব পরিচালকের সঙ্গে কাজ করেছেন স্মৃতি বিশ্বাস। এ তালিকায় রয়েছেন— গুরু দত্ত, মৃণাল সেন, বিমল রায়, বি. আর. চোপড়া, রাজ কাপুর প্রমুখ। ভারতের তারকা অভিনেতাদের সঙ্গেও কাজ করেছেন স্মৃতি বিশ্বাস। এ তালিকায় রয়েছেন— দেব আনন্দ, কিশোর কুমার প্রমুখ।

১৯৬০ সালে পরিচালক এস ডি নারাং-কে বিয়ে করেন স্মৃতি বিশ্বাস। এরপর অভিনয়কে বিদায় জানান তিনি। ধারণা করা হচ্ছে, ‘মডেল গার্ল’ তার অভিনীত শেষ সিনেমা। এটি ১৯৬০ সালে মুক্তি পায়।

জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

শতবর্ষে মারা গেলেন বরেণ্য অভিনেত্রী স্মৃতি বিশ্বাস

আপডেট সময় ১০:২১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪

ভারতীয় সিনেমার বরেণ্য অভিনেত্রী স্মৃতি বিশ্বাস মারা গেছেন। বুধবার (৩ জুলাই) বার্ধক্যজনিত কারণে মহারাষ্ট্রের নাসিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ১০০ বছর। খবর টাইমস অব ইন্ডিয়ার। এ প্রতিবেদনে জানানো হয়েছে, হিন্দি ও বাংলা সিনেমায় অভিনয় করে খ্যাতি লাভ করেন স্মৃতি বিশ্বাস। বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১০টায় খ্রিষ্টান রীতি মেনে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

একসময় মুম্বাইয়ে বসবাস করতেন স্মৃতি বিশ্বাস। ২৮ বছর আগে বোনের সঙ্গে নাসিকে গিয়ে বসবাস শুরু করেন। শেষ বয়সে অর্থ-কষ্টে দিন কেটেছে। এ অভিনেত্রীর রাজীব ও সত্যজিৎ নামে দুই পুত্রসন্তান রয়েছে।

মাত্র দশ বছর বয়সে বাংলা ভাষার ‘সন্ধ্যা’ সিনেমার মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন স্মৃতি বিশ্বাস। এরপর ভারতীয় বাংলা ‘দ্বন্দ্ব’, ‘নীল আকাশের নিচে’ সিনেমায় অভিনয় করেন। অভিনয় ক্যারিয়ারে হিন্দি, বাংলা, মারাঠি ভাষার অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন।

অভিনয় ক্যারিয়ারে ভারতের প্রখ্যাত সব পরিচালকের সঙ্গে কাজ করেছেন স্মৃতি বিশ্বাস। এ তালিকায় রয়েছেন— গুরু দত্ত, মৃণাল সেন, বিমল রায়, বি. আর. চোপড়া, রাজ কাপুর প্রমুখ। ভারতের তারকা অভিনেতাদের সঙ্গেও কাজ করেছেন স্মৃতি বিশ্বাস। এ তালিকায় রয়েছেন— দেব আনন্দ, কিশোর কুমার প্রমুখ।

১৯৬০ সালে পরিচালক এস ডি নারাং-কে বিয়ে করেন স্মৃতি বিশ্বাস। এরপর অভিনয়কে বিদায় জানান তিনি। ধারণা করা হচ্ছে, ‘মডেল গার্ল’ তার অভিনীত শেষ সিনেমা। এটি ১৯৬০ সালে মুক্তি পায়।