ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হারাল বিশ্বকাপে যায়গা না পাওয়া দল মহররমের চাঁদ দেখা যায়নি, আশুরা ১৭ জুলাই যুক্তরাষ্ট্রের জিম্মি মুক্তির বিষয়ে প্রস্তাব গ্রহণ করেছে হামাস চলমান আন্দোলনকে আদালত বিরোধী বলা দেশকে মেধাশূণ্য করার নামান্তর: ইসলামী আন্দোলন নারীর গোসলের ভিডিও করতে গিয়ে জনতার হাতে আটক পুলিশ সদস্য ডুয়েট শিক্ষার্থী রিফাত-তাওহীদ এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় এলাকায় সক্রিয় চাঁদাবাজ চক্র রাতের আঁধারে ১০ হাজার কলাগাছ কেটে দেওয়ার অভিযোগ বগুড়ায় স্বপ্নপূরণ স্কুলে দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা যুক্তরাজ্যে লেবার পার্টি থেকে এমপি হলেন ২২ বছরের স্যাম কার্লিং কোটা ব্যবস্থা সম্পূর্ণভাবে সংবিধানবিরোধী: জি এম কাদের

‘আমাদের হাইকোর্ট দেখাবেন না’

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে টানা তৃতীয় দিনের মতো অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান ও বক্তব্য দিতে দেখা যায় তাদের।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর সোয়া ১২টা থেকে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।

বক্তব্যের এক পর্যায়ে কোটা বিরোধী আন্দেলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম সরকারের উদ্দেশে বলেন, ‘আমাদের হাইকোর্ট দেখাবেন না।’

সকাল ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয় আন্দোলনকারীরা। এরপর বিশাল মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করে দেন৷ এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় সোয়া দুই ঘণ্টা ধরে রাস্তা অবরোধ করে রাখেন তারা। অবরোধে শাহবাগমুখী রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে।

গত ৫ জুন এক রিট আবেদনের শুনানি শেষে সরকারি চাকরিতে নবম থেকে ১৩ম গ্রেডে মুক্তিযোদ্ধাদের সন্তানদের ৩০ শতাংশ কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ হাইকোর্টের রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

ট্যাগস :

বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হারাল বিশ্বকাপে যায়গা না পাওয়া দল

‘আমাদের হাইকোর্ট দেখাবেন না’

আপডেট সময় ০৪:০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে টানা তৃতীয় দিনের মতো অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান ও বক্তব্য দিতে দেখা যায় তাদের।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর সোয়া ১২টা থেকে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।

বক্তব্যের এক পর্যায়ে কোটা বিরোধী আন্দেলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম সরকারের উদ্দেশে বলেন, ‘আমাদের হাইকোর্ট দেখাবেন না।’

সকাল ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয় আন্দোলনকারীরা। এরপর বিশাল মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করে দেন৷ এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় সোয়া দুই ঘণ্টা ধরে রাস্তা অবরোধ করে রাখেন তারা। অবরোধে শাহবাগমুখী রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে।

গত ৫ জুন এক রিট আবেদনের শুনানি শেষে সরকারি চাকরিতে নবম থেকে ১৩ম গ্রেডে মুক্তিযোদ্ধাদের সন্তানদের ৩০ শতাংশ কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ হাইকোর্টের রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।