ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

শান্ত আকাশ থেকে উড়ে এসে অধিনায়ক হয়নি, পারফর্ম করে দলে এসেছে: পাপন

বোর্ডে পরিচালকদের নিয়েই সংবাদ সম্মেলনে এলেন নাজমুল হাসান পাপন। শুরুতে তিনি জানালেন বোর্ড সভায় আলোচ্য বিষয়গুলোই। এর আগেই অবশ্য জানতে চেয়েছিলেন সাংবাদিকদের কাছে, কী নিয়ে কথা বলতে চান?

অনুমতিভাবেই তাদের আগ্রহ ছিল বিশ্বকাপ নিয়ে। কিন্তু পাপনই তখন বলেন, ‘এটা নিয়ে কথা বলতে বললে শেষই হবে না…’। শুরুতে অন্য বিষয়গুলো বললেন তিনি। পরে যখন বিশ্বকাপে পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট কি না জানতে চাওয়া হলো, পাপনের উত্তর ছিল প্রায় দশ মিনিট।

ওই উত্তরের এক ফাঁকে অধিনায়ক শান্তকে নিয়ে কথা বলতে গিয়ে পাপন বলেন, ‘অনেকে যে যা কথাই বলুক, শান্ত ওর পারফরম্যান্স দিয়েই বাংলাদেশ দলের অধিনায়ক হয়েছে; ও আকাশ থেকে উড়ে আসেনি। ও পারফর্ম করেই এসেছে। এসে এখন পারছে না সেটা আলাদা ইস্যু। ’

এবার বাংলাদেশ গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটিতে জিতে সুপার এইটে যায়। কিন্তু এই পর্বে একটি ম্যাচও জিততে পারেনি। প্রথম পর্ব ও অপেক্ষাকৃত তরুণদের পারফরম্যান্সে সন্তুষ্ট বলে জানান পাপন। তবে তিনি খুশি নন সিনিয়র ক্রিকেটারদের পারফরম্যান্সে।

তিনি বলেন, ‘প্রথম রাউন্ডের খেলা দেখে আমরা খুশি হয়েছি। যেখানে খেলা হয়েছে, যে কোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারতো। এদিক দিয়ে আমি বলবো আমি খুশি। আবার আরেকটা জিনিস উল্টো হয়ে গেছে, এত বছরের অভিজ্ঞতা কোনো কাজেই আসলো না। ’

‘আমি ভাবছিলাম নতুন ছেলেদের নেওয়া সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এরা কিছু করতে পারবে না। আমাদের সিনিয়ররা ভালো করবে। কিন্তু এটা হয়ে গেছে উল্টো। সিনিয়ররা প্রত্যাশা পূরণ করতে পারেনি। বরং নতুন ছেলেরা ভালো করেছে। সেদিক দিয়ে বলতে গেলে ওই প্রত্যাশা আমি করিনি, এজন্য ভালো লেগেছে। ’

‘অন্যদিকে শান্ত, লিটন দাস, সাকিব, মাহমুদউল্লাহ ওদের কাছ থেকে যে প্রত্যাশা ছিল, ওরা তো সব ম্যাচ ভালো খেলবে না। কিন্তু কিছু ম্যাচ, ওদের কাছে যে প্রত্যাশা করেছিলাম; ওটা পূরণ করতে পারেনি। এদিক দিয়ে মনটা একটু খারাপ। ’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

শান্ত আকাশ থেকে উড়ে এসে অধিনায়ক হয়নি, পারফর্ম করে দলে এসেছে: পাপন

আপডেট সময় ০২:১৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪

বোর্ডে পরিচালকদের নিয়েই সংবাদ সম্মেলনে এলেন নাজমুল হাসান পাপন। শুরুতে তিনি জানালেন বোর্ড সভায় আলোচ্য বিষয়গুলোই। এর আগেই অবশ্য জানতে চেয়েছিলেন সাংবাদিকদের কাছে, কী নিয়ে কথা বলতে চান?

অনুমতিভাবেই তাদের আগ্রহ ছিল বিশ্বকাপ নিয়ে। কিন্তু পাপনই তখন বলেন, ‘এটা নিয়ে কথা বলতে বললে শেষই হবে না…’। শুরুতে অন্য বিষয়গুলো বললেন তিনি। পরে যখন বিশ্বকাপে পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট কি না জানতে চাওয়া হলো, পাপনের উত্তর ছিল প্রায় দশ মিনিট।

ওই উত্তরের এক ফাঁকে অধিনায়ক শান্তকে নিয়ে কথা বলতে গিয়ে পাপন বলেন, ‘অনেকে যে যা কথাই বলুক, শান্ত ওর পারফরম্যান্স দিয়েই বাংলাদেশ দলের অধিনায়ক হয়েছে; ও আকাশ থেকে উড়ে আসেনি। ও পারফর্ম করেই এসেছে। এসে এখন পারছে না সেটা আলাদা ইস্যু। ’

এবার বাংলাদেশ গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটিতে জিতে সুপার এইটে যায়। কিন্তু এই পর্বে একটি ম্যাচও জিততে পারেনি। প্রথম পর্ব ও অপেক্ষাকৃত তরুণদের পারফরম্যান্সে সন্তুষ্ট বলে জানান পাপন। তবে তিনি খুশি নন সিনিয়র ক্রিকেটারদের পারফরম্যান্সে।

তিনি বলেন, ‘প্রথম রাউন্ডের খেলা দেখে আমরা খুশি হয়েছি। যেখানে খেলা হয়েছে, যে কোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারতো। এদিক দিয়ে আমি বলবো আমি খুশি। আবার আরেকটা জিনিস উল্টো হয়ে গেছে, এত বছরের অভিজ্ঞতা কোনো কাজেই আসলো না। ’

‘আমি ভাবছিলাম নতুন ছেলেদের নেওয়া সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এরা কিছু করতে পারবে না। আমাদের সিনিয়ররা ভালো করবে। কিন্তু এটা হয়ে গেছে উল্টো। সিনিয়ররা প্রত্যাশা পূরণ করতে পারেনি। বরং নতুন ছেলেরা ভালো করেছে। সেদিক দিয়ে বলতে গেলে ওই প্রত্যাশা আমি করিনি, এজন্য ভালো লেগেছে। ’

‘অন্যদিকে শান্ত, লিটন দাস, সাকিব, মাহমুদউল্লাহ ওদের কাছ থেকে যে প্রত্যাশা ছিল, ওরা তো সব ম্যাচ ভালো খেলবে না। কিন্তু কিছু ম্যাচ, ওদের কাছে যে প্রত্যাশা করেছিলাম; ওটা পূরণ করতে পারেনি। এদিক দিয়ে মনটা একটু খারাপ। ’