ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হারাল বিশ্বকাপে যায়গা না পাওয়া দল মহররমের চাঁদ দেখা যায়নি, আশুরা ১৭ জুলাই যুক্তরাষ্ট্রের জিম্মি মুক্তির বিষয়ে প্রস্তাব গ্রহণ করেছে হামাস চলমান আন্দোলনকে আদালত বিরোধী বলা দেশকে মেধাশূণ্য করার নামান্তর: ইসলামী আন্দোলন নারীর গোসলের ভিডিও করতে গিয়ে জনতার হাতে আটক পুলিশ সদস্য ডুয়েট শিক্ষার্থী রিফাত-তাওহীদ এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় এলাকায় সক্রিয় চাঁদাবাজ চক্র রাতের আঁধারে ১০ হাজার কলাগাছ কেটে দেওয়ার অভিযোগ বগুড়ায় স্বপ্নপূরণ স্কুলে দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা যুক্তরাজ্যে লেবার পার্টি থেকে এমপি হলেন ২২ বছরের স্যাম কার্লিং কোটা ব্যবস্থা সম্পূর্ণভাবে সংবিধানবিরোধী: জি এম কাদের

চিকিৎসা সরঞ্জামের যথাযথ ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর

চিকিৎসা সরঞ্জামের যথাযথ ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর

চিকিৎসা সরঞ্জাম কেনার ক্ষেত্রে অবশ্যই প্রকৃত চাহিদা বিবেচনা এবং এসবের যথাযথ ব্যবহার নিশ্চিত করার প্রতি গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে তিনি চিকিৎসা সরঞ্জাম কেনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলেছেন। বুধবার (৩ জুলাই) প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠায় স্বাস্থ্য খাতের রূপান্তর সংক্রান্ত একটি উপস্থাপনা প্রত্যক্ষ করার পর উল্লিখিত নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের বলেছেন, প্রধানমন্ত্রী উপস্থাপনা পর্যবেক্ষণ শেষে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্বাধীনতার পর স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে বঙ্গবন্ধুর যুগান্তকারী পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, জাতির পিতা সাধারণ মানুষের স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন।

তিনি বলেছেন, গত দেড় দশকে বাংলাদেশের প্রতিটি খাতের মতো স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করেছি এবং তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। আওয়ামী লীগ সরকারের অর্জন ধরে রাখা এবং স্বাস্থ্য খাতকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন, প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. আ ফ ম রুহল হক, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, স্বাস্থ্য সচিব মো. জাহাঙ্গীর আলম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এম নাঈমুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হারাল বিশ্বকাপে যায়গা না পাওয়া দল

চিকিৎসা সরঞ্জামের যথাযথ ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৯:৩৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪

চিকিৎসা সরঞ্জাম কেনার ক্ষেত্রে অবশ্যই প্রকৃত চাহিদা বিবেচনা এবং এসবের যথাযথ ব্যবহার নিশ্চিত করার প্রতি গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে তিনি চিকিৎসা সরঞ্জাম কেনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলেছেন। বুধবার (৩ জুলাই) প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠায় স্বাস্থ্য খাতের রূপান্তর সংক্রান্ত একটি উপস্থাপনা প্রত্যক্ষ করার পর উল্লিখিত নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের বলেছেন, প্রধানমন্ত্রী উপস্থাপনা পর্যবেক্ষণ শেষে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্বাধীনতার পর স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে বঙ্গবন্ধুর যুগান্তকারী পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, জাতির পিতা সাধারণ মানুষের স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন।

তিনি বলেছেন, গত দেড় দশকে বাংলাদেশের প্রতিটি খাতের মতো স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করেছি এবং তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। আওয়ামী লীগ সরকারের অর্জন ধরে রাখা এবং স্বাস্থ্য খাতকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন, প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. আ ফ ম রুহল হক, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, স্বাস্থ্য সচিব মো. জাহাঙ্গীর আলম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এম নাঈমুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।