ঢাকা ০১:২৬ অপরাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
নথি জালিয়াতির অভিযোগ

ঢাকার সিএমএম আদালতের পেশকার জনি আটক

ঢাকার সিএমএম আদালতের পেশকার জনি আটক

বিচারকের আদেশ জালিয়াতির অভিযোগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী খন্দকার মোজাম্মেল হক জনিকে আটক করেছে পুলিশ। বুধবার (৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী স্বপ্রণোদিত হয়ে জনিকে আটকের নির্দেশ দেন। এরপর কোতয়ালি থানা পুলিশ তাকে আটক করে।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. রেজুয়ান খন্দকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৪টার দিকে এজলাস চলাকালীন তাকে আটকের নির্দেশ দেন বিচারক। এ বিষয়ে রাজধানীর কোতোয়ালি থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক আমাকে ফোন দিয়েছিলেন। একজনকে নথি জালিয়াতির ঘটনায় আদালতের পেশকারকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

নথি জালিয়াতির অভিযোগ

ঢাকার সিএমএম আদালতের পেশকার জনি আটক

আপডেট সময় ০৭:৪৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪

বিচারকের আদেশ জালিয়াতির অভিযোগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী খন্দকার মোজাম্মেল হক জনিকে আটক করেছে পুলিশ। বুধবার (৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী স্বপ্রণোদিত হয়ে জনিকে আটকের নির্দেশ দেন। এরপর কোতয়ালি থানা পুলিশ তাকে আটক করে।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. রেজুয়ান খন্দকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৪টার দিকে এজলাস চলাকালীন তাকে আটকের নির্দেশ দেন বিচারক। এ বিষয়ে রাজধানীর কোতোয়ালি থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক আমাকে ফোন দিয়েছিলেন। একজনকে নথি জালিয়াতির ঘটনায় আদালতের পেশকারকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।