ঢাকা ১২:৪০ অপরাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তিন সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা রক্ষায় কাজ করছে ১৪ হাজার পুলিশ Logo তিস্তার পানি বিপৎসীমার ওপরে-নিম্নাঞ্চলে ঢুকছে পানি Logo সমাবেশ ঘিরে রাজধানীজুড়ে তীব্র যানজট Logo খেলনা ভেবে মর্টার শেল নিয়ে খেলছিল শিশুরা, হঠাৎ বিস্ফোরণ নিহত পাঁচ Logo গাজায় আরও ৯৮ ফিলিস্তিনি নিহত, মৃতের সংখ্যা ৬০ হাজার ছাড়াল Logo প্রথম রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুন, হাতে ছিলো না হাতকড়া Logo জামায়াতের শৃঙ্খলা ও সততা সব রাজনৈতিক দলের জন্য অনুসরণযোগ্য: প্রেস সচিব Logo জামায়াতে আমিরের রোগমুক্তি কামনায় কুমারখালীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ খুলছে আগামীকাল Logo নওগাঁর বদলগাছীতে জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

‘আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ’ এমন কথা বলেননি পাপন

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত মন্তব্য— ‘আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ।’ বিশ্বকাপ কিংবা দ্বিপক্ষীয় সিরিজে প্রতিটি হারের পরই এই উক্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে কৌতুক করেন টাইগার ক্রিকেটভক্তরা। যা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের করা একটি মন্তব্য থেকে পাওয়ার দাবি তাদের। তবে কখনোই এমন কথা বলেননি বলে পাল্টা দাবি করেছেন পাপন।

বুধবার (৩ জুলাই) বিশ্বকাপ পরবর্তী বিভিন্ন বিষয়ে বিসিবি জরুরি সভায় বসেছিল। সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আলোচিত সেই বক্তব্য নিয়ে পাপন বলেন, ‘এই যে আপনি কথাটা বললেন। আমরা খেলার আগে বলি যে নেক্সট বিশ্বকাপ। এটা কোথায় পেলেন? আমি দেখলাম এক জায়গায় আমি নাকি বলছি যে..আমি জীবনেও এই কথা বলি নাই। এইগুলো বানান কেমনে? কে বানায়, আপনারা? আমি বলছি যারা বানায়, তারা বানায় কেমনে।’

‘টার্গেট নেক্সট বিশ্বকাপের’ মন্তব্য সত্যি নয় বলে উল্টো কারা ছড়িয়েছে সেই প্রশ্ন ছুঁড়ে দিলেন বিসিবি সভাপতি, ‘যা দিয়ে বানায়, এখন বানানোর পর যদি কেউ প্রশ্ন করেন, আমার কিছু বলার আছে? এমন অবস্থা হচ্ছে কোনটা যে সত্যি, কোনটা মিথ্যা বলা খুব মুশকিল। আমাকে পাঠিয়ে বলে এটা কী সত্যি? আমি কীভাবে বলব সত্যি?’

যেকোনো হারের পরই ক্রিকেটারদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বাজে সমালোচনা’ করা হয়। এ নিয়ে পাপন বলেন, ‘একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আপনাদের সঙ্গে আমার বহু বছর হয়ে গেছে অলরেডি। প্রশ্ন করতে চান, আমি প্রশ্ন করতে না করব না, আবার উত্তরও দেব না কখনো এরকম ছিল না। ঠিক হোক, ভুল হোক, আমার যা মনে হয়, আপনাদেরকে বলে এসেছি। কখনও কিছু লুকানোর ব্যাপার না। কিন্তু তার মানে এই না, এখন যে সমস্ত জিনিস সোশাল মিডিয়াতে চলছে।’

কোনোভাবেই এ ধরনের আচরণ সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিসিবি সভাপতি, ‘পার্সোনাল যে অ্যাটাক, এমন অ্যাটাকের একটা নমুনা আছে। টিম হেরে গেলে, টিম খারাপ খেললে মানুষজন রাগ করবে, সমালোচনা করবে, সেটারও একটা লিমিট আছে। কিছু কিছু ক্ষেত্রে সেটা সমস্ত লিমিট ক্রস করে গেছে। আমরা এটা আর কোনোভাবেই গ্রহণ করব না।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তিন সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা রক্ষায় কাজ করছে ১৪ হাজার পুলিশ

‘আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ’ এমন কথা বলেননি পাপন

আপডেট সময় ০৩:৫০:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত মন্তব্য— ‘আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ।’ বিশ্বকাপ কিংবা দ্বিপক্ষীয় সিরিজে প্রতিটি হারের পরই এই উক্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে কৌতুক করেন টাইগার ক্রিকেটভক্তরা। যা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের করা একটি মন্তব্য থেকে পাওয়ার দাবি তাদের। তবে কখনোই এমন কথা বলেননি বলে পাল্টা দাবি করেছেন পাপন।

বুধবার (৩ জুলাই) বিশ্বকাপ পরবর্তী বিভিন্ন বিষয়ে বিসিবি জরুরি সভায় বসেছিল। সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আলোচিত সেই বক্তব্য নিয়ে পাপন বলেন, ‘এই যে আপনি কথাটা বললেন। আমরা খেলার আগে বলি যে নেক্সট বিশ্বকাপ। এটা কোথায় পেলেন? আমি দেখলাম এক জায়গায় আমি নাকি বলছি যে..আমি জীবনেও এই কথা বলি নাই। এইগুলো বানান কেমনে? কে বানায়, আপনারা? আমি বলছি যারা বানায়, তারা বানায় কেমনে।’

‘টার্গেট নেক্সট বিশ্বকাপের’ মন্তব্য সত্যি নয় বলে উল্টো কারা ছড়িয়েছে সেই প্রশ্ন ছুঁড়ে দিলেন বিসিবি সভাপতি, ‘যা দিয়ে বানায়, এখন বানানোর পর যদি কেউ প্রশ্ন করেন, আমার কিছু বলার আছে? এমন অবস্থা হচ্ছে কোনটা যে সত্যি, কোনটা মিথ্যা বলা খুব মুশকিল। আমাকে পাঠিয়ে বলে এটা কী সত্যি? আমি কীভাবে বলব সত্যি?’

যেকোনো হারের পরই ক্রিকেটারদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বাজে সমালোচনা’ করা হয়। এ নিয়ে পাপন বলেন, ‘একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আপনাদের সঙ্গে আমার বহু বছর হয়ে গেছে অলরেডি। প্রশ্ন করতে চান, আমি প্রশ্ন করতে না করব না, আবার উত্তরও দেব না কখনো এরকম ছিল না। ঠিক হোক, ভুল হোক, আমার যা মনে হয়, আপনাদেরকে বলে এসেছি। কখনও কিছু লুকানোর ব্যাপার না। কিন্তু তার মানে এই না, এখন যে সমস্ত জিনিস সোশাল মিডিয়াতে চলছে।’

কোনোভাবেই এ ধরনের আচরণ সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিসিবি সভাপতি, ‘পার্সোনাল যে অ্যাটাক, এমন অ্যাটাকের একটা নমুনা আছে। টিম হেরে গেলে, টিম খারাপ খেললে মানুষজন রাগ করবে, সমালোচনা করবে, সেটারও একটা লিমিট আছে। কিছু কিছু ক্ষেত্রে সেটা সমস্ত লিমিট ক্রস করে গেছে। আমরা এটা আর কোনোভাবেই গ্রহণ করব না।’